1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আদানির বন্দরের বিরোধিতায় তীব্র আন্দোলন

স্যমন্তক ঘোষ নয়াদিল্লি
২৪ নভেম্বর ২০২২

কেরালায় আদানির সমুদ্র বন্দর তৈরি নিয়ে তীব্র বিতর্ক। আন্দোলনে কয়েকহাজার মৎসজীবী।

কেরালায় আদানির বন্দরের ছবি।
কেরালায় আদানির বন্দরের ছবি। ছবি: Munsif Vengattil/REUTERS

কেরালার সমুদ্র সৈকতে ২০১৫ সাল থেকে নতুন বন্দর তৈরির কাজ শুরু করেছে ভারতের অন্যতম শিল্পগোষ্ঠী আদানি। প্রায় এক বিলিয়ন ডলার খরচ করে তৈরি করা হচ্ছে এই অত্যাধুনিক বন্দর। সিঙ্গাপুর, কলম্বো এবং দুবাই বন্দরের সঙ্গে প্রতিযোগিতার জন্য নতুন এই বন্দর তৈরির কাজ শুরু হয়েছে। কিন্তু গত অগাস্ট মাস থেকে ওই জায়গায় বিরাট শামিয়ানা টাঙিয়ে আন্দোলন শুরু করেছেন কয়েক হাজার মৎসজীবী। তাদের অভিযোগ, পরিবেশ ধ্বংস করে তৈরি হচ্ছে বন্দর। ইতিমধ্যেই বাড়ি নষ্ট হয়েছে বহু মানুষের।

আন্দোলনকারীদের বক্তব্য, ওই অঞ্চলে প্রায় ৫৬ হাজার মৎসজীবী থাকেন এবং মাছ ধরার কাজ করেন। আদানি যে বন্দর তৈরি করছে, তা প্রাকৃতিক বন্দর নয়। সমুদ্রের একটি অংশ ঘিরে ওই বন্দর তৈরির কাজ হচ্ছে। যার ফলে সমুদ্র সৈকতের বিপুল ক্ষতি হচ্ছে। শুধু তা-ই নয়, জলস্তর উঁচু হয়ে ঘর ভেসে যাওয়ার আশঙ্কাও আছে বলে মনে করছেন আন্দোলনকারীরা। ফলে, তারা জানিয়ে দিয়েছেন, কোনোভাবেই ওখানে বন্দরের কাজ করতে দেওয়া হবে না।

বন্দরের প্রতিবাদে মৎসজীবীদের প্রতিবাদে সামিল ধর্মীয় নেতারাও। ছবি: Munsif Vengattil/REUTERS

ডয়চে ভেলের সঙ্গে কথা বলেছেন আন্দোলনকারী জ্যাকসন থুম্বাকরন। তিনি বলেছেন, ''বেশ কিছু মানুষের বাড়ি ইতিমধ্যেই নষ্ট হয়েছে। তারা শিবিরে গিয়ে থাকতে বাধ্য হচ্ছেন। আমার বাড়িও যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা এই বন্দর তৈরি হতে দেব না।'' জ্যাকসনের অভিযোগ, পরিবেশের কথা না ভেবেই এই বন্দর তৈরির কাজ শুরু হয়েছে।

কেরালার রাজধানী তিরুবন্তপুরম থেকে এই বন্দরের দূরত্ব ৪০ মিনিট। যাদের বাড়ি ইতিমধ্যএই নষ্ট হয়েছে, তারা এখন তিরুবন্তপুরমে একটি সিমেন্ট কারখানায় তৈরি অস্থায়ী শিবিরে আছেন। ডয়চে ভেলে কথা বলেছে সেখানে বসবাসকারী দেবা সহায়মের সঙ্গে। তিনি জানিয়েছেন, প্রায় এক বছর হতে চলল তিনি ওই শিবিরে আছেন। তার কথায়, ''আদানি গোষ্ঠী বা সরকার কেউ কোনো ক্ষতিপূরণ দেয়নি এখনো। পরিবার নিয়ে আশ্রয়শিবিরেই বসবাস করতে হচ্ছে।'' দেবার বক্তব্য, বন্দর তৈরি হয়ে গেলে আরো বাড়ি নষ্ট হবে। ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

মৎসজীবীরা তাদের দাবি এভাবেই জানিয়ে দিয়েছেন। ছবি: Munsif Vengattil/REUTERS

বস্তুত, ক্রিশ্চানপ্রধান ওই এলাকায় আন্দোলনে যুক্ত হয়েছে স্থানীয় চার্চের কর্মকর্তারাও। এছাড়াও বাম, দক্ষিণপন্থি দলগুলিও আন্দোলনকারীদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। আদালত কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেও পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের তুলে দিতে চাইছে না।

প্রশাসনের বক্তব্য, শক্তিপ্রয়োগ করলে সমস্যা আরো বাড়বে। আদানি গোষ্ঠী অবশ্য জানিয়েছে, পরিবেশ সংক্রান্ত সমস্ত ছাড়পত্র নিয়েই তারা বন্দর তৈরির কাজ করছে। ফলে তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তা ভিত্তিহীন। দেশের গুরুত্বপূর্ণ সংস্থাগুলি গিয়ে সেখানে পরিবেশ সংক্রান্ত বিষয় পরীক্ষা করে গেছএ। তারা ছাড়পত্র দেওয়ার পরেই কাজ শুরু হয়েছে।

কিন্তু আদানি গোষ্ঠীর এই বক্তব্য মানতে নারাজ আন্দোলনকারীরা। তারা জানিয়েছে, দাবি না মানলে আন্দোলন আরো তীব্র হবে।  

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ