1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিষেধ সত্ত্বেও কাটালুনিয়ায় সংসদ বসবে

৬ অক্টোবর ২০১৭

সোমবার কাটালুনিয়ার সংসদে স্বাধীনতা ঘোষণা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন ঐ অঞ্চলের পররাষ্ট্র বিষয়ক প্রধান৷ যদিও স্পেনের সাংবিধানিক আদালত সংসদের ঐ অধিবেশন স্থগিত করার নির্দেশ দিয়েছে৷

Spanien | katalanischer Politiker Raul Romeva
নিষেধ সত্ত্বেও সংসদ বসবে বলে জানিয়েছেন কাটালুনিয়ার পররাষ্ট্রমন্ত্রীছবি: picture-alliance/dpa/T. Albir

বৃহস্পতিবার এই নির্দেশ দেন আদালত৷ তার আগে সোমবারের অধিবেশনে কাটালুনিয়ার স্বাধীনতা ঘোষণা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছিলেন কাটালুনিয়ার প্রেসিডেন্ট কারলেস পুজেমন৷ সেদিনই স্বাধীনতার ঘোষণা আসতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছিল

তবে বৃহস্পতিবারের আদালতের নির্দেশের পর শুক্রবার বিবিসি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে কাটালুনিয়ার পররাষ্ট্র বিষয়ক প্রধান রাউল রোমেভা বলেন, সোমবার সংসদের অধিবেশন বসবে৷ ‘‘সংসদ আলোচনা করবে, সংসদ বসবে৷ সেখানে বিতর্ক হবে এবং এটা গুরুত্বপূর্ণ,’’ বিবিসিকে বলেন তিনি৷

আদালতের নির্দেশ না মানলে কাটালুনিয়ার স্বাধীনতাকামী নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হতে পারে৷ তবে প্রেসিডেন্ট পুজেমনসহ নেতারা জানিয়েছেন, তাঁরা জেলে যাওয়ার ভয়ে ভীত নন৷

আদালতে হাজিরা

এদিকে, কাটালুনিয়ার পুলিশ প্রধান জোসেফ লুইস ত্রাপেরোসহ চার জনের বিরুদ্ধে ‘সিডিশন’ (সরকার অমান্য করতে প্ররোচিত করা) অভিযোগ আনা হয়েছে৷ তাঁদের আজ মাদ্রিদে বিচারকের সামনে হাজির হতে বলা হয়েছে৷ অভিযোগ গঠন হওয়া বাকি তিনজনের মধ্যে পুলিশের আরেক কর্মকর্তাসহ আছেন স্বাধীনতাপন্থি দুটি সংগঠনের প্রধান৷

কাটালুনিয়ার পুলিশ প্রধানের বিরুদ্ধে অভিযোগ, তিনি দায়িত্বে অবহেলা করেছেন৷ পহেলা অক্টোবরের গণভোট অনুষ্ঠানের আগে সেপ্টেম্বেরের ২০ ও ২১ তারিখ বার্সেলোনায় স্থানীয় সরকারের কার্যালয়গুলোতে অভিযান চালিয়েছিল স্পেনের কেন্দ্রীয় পুলিশ৷ এই অভিযানের প্রতিবাদে বার্সেলোনায় বিক্ষোভ শুরু হলে তা দমনে কাটালুনিয়ার পুলিশ প্রধান ত্রাপেরো কার্যকর ব্যবস্থা নেননি বলে অভিযোগ আনা হয়েছে৷

স্বাধীনতার ঘোষণায় কী প্রতিক্রিয়া হতে পারে?

সোমবার যদি কাটালুনিয়ার সংসদ স্বাধীনতা ঘোষণা করে তাহলে স্পেনের কেন্দ্রীয় সরকার কাটালুনিয়ার স্বায়ত্তশাসিত স্ট্যাটাস কেড়ে নিয়ে মাদ্রিদের প্রত্যক্ষ শাসন চালু করা হতে পারে৷ তবে এমন করলে ‘স্বাধীনতাকামী মানুষের সংখ্যা আরও বাড়বে’ বলে মনে করছেন কাটালুনিয়ার সংসদের স্পিকার৷

বার্সেলোনা ফুটবল ক্লাবের বিবৃতি

কাটালুনিয়া তথা স্পেনের অন্যতম বিখ্যাত প্রতিষ্ঠান বার্সেলোনা ফুটবল ক্লাব৷ উদ্ভুত পরিস্থিতিতে বৃহস্পতিবার এক বিবৃতিতে আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান ক্লাব সভাপতি৷

বার্সেলোনার অধিনায়ক ইনিয়েস্তাও ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে আলোচনা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন৷ কাটালুনিয়ার প্রেসিডেন্ট পুজেমনও মাদ্রিদের কাছে আলোচনার প্রস্তাব দিয়েছেন৷ তবে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখোই-এর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, বেআইনি কোনো বিষয় নিয়ে সরকার আলোচনা করবে না, ব্ল্যাকমেল বা হুমকির মুখেও নয়৷ একমাত্র আইনের কাঠামোর মধ্যেই গণতন্ত্রে আলোচনা হতে পারে৷ আলোচনা চাইলে পুজেমনকে আবার আইনের পথে ফিরতে হবে৷

জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ