জর্জিয়া নির্বাচন মামলায় ট্রাম্পের বিরুদ্ধে ভোটে কারচুপির চেষ্টার অভিযোগ আছে। ট্রাম্প নিজেকে নির্দোষ দাবি করেছেন।
বিজ্ঞাপন
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় জর্জিয়ার ফলাফলে কারচুপি করার চেষ্টা করেছিলেন তিনি। সেই অভিযোগেই জর্জিয়ার আদালতে তার বিরুদ্ধে মামলা শুরু হয়েছে। বৃহস্পতিবার আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন ট্রাম্প। আদালত জানিয়েছে, আগামী সপ্তাহে মামলার শুানিতে ট্রাম্পকে সশরীরে হাজির থাকতে হবে না।
গত সপ্তাহে আটলান্টার ফুলটন কাউন্টি জেলে আত্মসমর্পন করেছিলেন ট্রাম্প। সেখানে তাকে প্রায় আধঘণ্টা জেলে থাকতে হয়েছিল। তার মাগ শটও নেওয়া হয়েছিল। গত এক সপ্তাহে যে মাগ শট ভাইরাল হয়ে গেছে। ট্রাম্প নিজেই ওই ছবি প্রকাশ্যে এনেছেন।
ডনাল্ড ট্রাম্পের মাগশট নিয়ে বাণিজ্য
গ্রেপ্তার হওয়ার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মাগশট মূহর্তেই ছড়িয়ে পরে বিশ্বের বড় বড় গণমাধ্যমগুলোতে৷ আর এবার টিশার্ট থেকে শুরু করে, পানির মগ কিংবা পোস্টারে ছড়িয়ে পড়েছে ট্রাম্পের এই মাগশট৷
ছবি: MARIO ANZUONI/REUTERS
ট্রাম্পের মাগশট
২০২০ সালে নির্বাচনে অনিয়মের অভিযোগে আটলান্টায় গ্রেপ্তার হলেন সাবেক প্রেসিডেন্ট। কিছুক্ষণ পরই অবশ্য বন্ডের বিনিময়ে ছাড়া পান তিনি। জেলে পৌঁছানোর পর গ্রেপ্তারের সমস্ত নিয়ম পালন করা হয়। সেসময় ট্রাম্পের মাগ শট অর্থাৎ, মুখের এই ছবিটি তোলা হয়েছে।
ছবি: Fulton County Sheriff's Office/Getty Images/AFP
জেলে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট!
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জেলে আটক এই বিষয়টি নিয়ে সারাবিশ্বে তোলপাড় তৈরি হওয়াই স্বাভাবিক৷ আর হলোও তাই৷ বিশ্বের সব বাঘা বাঘা গণমাধ্যমে ফলাও করে ট্রাম্পের মাগশটের ছবি দিয়ে সংবাদ ছাপা হয়৷ সুযোগটি লুফে নেন ব্যবসায়ীরাও৷ তার মাগশটের ছবি দিয়ে যুক্তরাষ্ট্রের একটি স্টোরে বিক্রি শুরু হয় টি-শার্ট, টুপি কিংবা পানির মগ৷
ছবি: Alex Brandon/ASSOCIATED PRESS/picture alliance
শুধু টি-শার্টেই নয় ট্রাম্পের এই মাগশট টুপিতে প্রিন্ট করা হচ্ছে৷ দোকানের কর্মী বেকা প্রিন্টিং সেকশনে একটি টুপিতে ডনাল্ড ট্রাম্পের ছবিটি প্রিন্ট করতে দেখা গেছে৷
ছবি: MARIO ANZUONI/REUTERS
কফির মগে ট্রাম্প
একই প্রিন্ট্রিংয়ের দোকানে একটি কফির মগে ছাপা হচ্ছে ডনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক এই মাগশট৷
ছবি: MARIO ANZUONI/REUTERS
ব্যস্ত কর্মীরা
ট্রাম্পের এই মাগশট-যুক্ত টি-শার্টের হয়তো চাহিদা বেশি হতে পারে এই ভেবে দোকানের কর্মীরাও হাত মিলিয়েছেন ট্রাম্পের ছবি প্রিন্ট করতে৷
ছবি: MARIO ANZUONI/REUTERS
মাগশটের রংবেরঙের টিশার্ট
সাদা, কালো, নীল বিভিন্ন রঙের টি-শার্টের ট্রাম্পের মাগশটের ছবি প্রিন্ট করতে দেখা গেছে৷
ছবি: MARIO ANZUONI/REUTERS
দোকানে সাজানো
টুপি এবং টি-শার্টে ট্রাম্পের মাগশট সম্বলিত ছবি এভাবেই থরে থরে দোকানে সাজানো হয়েছে৷
ছবি: MARIO ANZUONI/REUTERS
8 ছবি1 | 8
দুই লাখ মার্কিন ডলারের বন্ডে ট্রাম্পকে জেল থেকে জামিন দেওয়া হয়। তাকে কয়েদি নম্বরও দেওয়া হয়-- পিও১১৩৫৮০৯। ট্রাম্প-সহ মোট ১৮জনের বিরুদ্ধে এই মামলায় অভিযোগ আনা হয়েছে। তারা সকলেই জর্জিয়ার ভোটারদের অবৈধভাবে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। আদালতে ট্রাম্পের আইনজীবী দ্রুত মামলার নিষ্পত্তির আবেদন জানিয়েছেন।
ট্রাম্পের বিরুদ্ধে একাধিক মামলা আছে। যার মধ্যে অনেকগুলি মামলাই ২০২০ সালের নির্বাচন সংক্রান্ত। এছাড়াও পর্নস্টারকে অবৈধভাবে অর্থ দেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। নিউইয়র্কে সেই মামলা চলছে। সব মিলিয়ে চারটি গুরুতর মামলা আছে তার বিরুদ্ধে। প্রতিটি ক্ষেত্রেই ট্রাম্প নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।
মামলার শুনানির জন্য তাকে একাধিক রাজ্যে আদালতে হাজিরা দিতে হবে। কিন্তু এই পরিস্থিতির মধ্যেও দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার জন্য রিপাবলিকান প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন ট্রাম্প। ২০২৪ সালের নির্বাচনী আসরে তিনি নেমে পড়েছেন। ওপিনিয়ন পোলের প্রাথমিক সমীক্ষা বলছে, অন্য রিপাবলিকান প্রার্থীদের থেকে এগিয়ে আছেন ট্রাম্প।