1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুসি রায়টের আবেদন বিলম্বিত

১ অক্টোবর ২০১২

রাশিয়ার বিতর্কিত পাংক রক ব্যান্ড পুসি রায়টের আইনি প্রক্রিয়া বিলম্বিত হতে যাচ্ছে৷ ব্যান্ডের এক সদস্য তাঁর আইনজীবীকে বাদ দেওয়ায়, আপাতত আরও কিছু সময় লাগবে বলে জানা গেছে৷

ছবি: picture-alliance/dpa

মস্কোর সিটি কোর্টের এক বিচারকের বরাত দিয়ে বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে দুই বছরের জেলদণ্ডের বিরুদ্ধে আবেদনের শুনানি শুরু হতে আগামী ১০ অক্টোবর পর্যন্ত লেগে যেতে পারে৷ এর কারণ, ব্যান্ডের অন্যতম সদস্য ইয়েকাটেরিনা সামুৎসেভিচ তাঁর আইনজীবীর কাজকর্মে সন্তুষ্ট নন৷ তিনি নতুন কাউকে তাঁর আইনজীবী হিসেবে চান৷ তবে অন্য দুই সদস্য নাদিয়েজদা তোলোকোনিকভা এবং মারিয়া আলেখিনা জানিয়েছেন, তাঁদের তিন আইনজীবীর প্যানেল নিয়ে তাঁরা সন্তুষ্ট৷ এদিকে সোমবার আদালতের বাইরে বেশ কিছু সমর্থক জড়ো হয় পুসি রায়টের সমর্থনে৷

গত রোববার রাশিয়ার অর্থোডক্স গির্জা এই তিন ব্যান্ড সদস্যকে তাঁদের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানায়৷ তবে গত বুধবার রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ নিজেও বলেন যে, দুই বছরের জেলদণ্ডটা একটু বেশিই হয়ে গেছে৷ তবে রুশ গির্জা আদালতের সিদ্ধান্তের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে৷ উল্লেখ্য, গত আগস্ট মাসে গির্জায় বিশৃংখলা সৃষ্টি এবং ধর্মের প্রতি ঘৃণা ছড়ানোর দায়ে পুসি রায়টের তিন সদস্যকে দুই বছরের জেল দেয়া হয়৷ চলতি বছরের শুরুতে মস্কোর একটি অর্থোডক্স গির্জায় ঢুকে এই কাণ্ড ঘটান ব্যান্ডের তিন নারী সদস্য৷

আরআই/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ