1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুসি রায়টের আবেদন বিলম্বিত

১ অক্টোবর ২০১২

রাশিয়ার বিতর্কিত পাংক রক ব্যান্ড পুসি রায়টের আইনি প্রক্রিয়া বিলম্বিত হতে যাচ্ছে৷ ব্যান্ডের এক সদস্য তাঁর আইনজীবীকে বাদ দেওয়ায়, আপাতত আরও কিছু সময় লাগবে বলে জানা গেছে৷

ছবি: picture-alliance/dpa

মস্কোর সিটি কোর্টের এক বিচারকের বরাত দিয়ে বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে দুই বছরের জেলদণ্ডের বিরুদ্ধে আবেদনের শুনানি শুরু হতে আগামী ১০ অক্টোবর পর্যন্ত লেগে যেতে পারে৷ এর কারণ, ব্যান্ডের অন্যতম সদস্য ইয়েকাটেরিনা সামুৎসেভিচ তাঁর আইনজীবীর কাজকর্মে সন্তুষ্ট নন৷ তিনি নতুন কাউকে তাঁর আইনজীবী হিসেবে চান৷ তবে অন্য দুই সদস্য নাদিয়েজদা তোলোকোনিকভা এবং মারিয়া আলেখিনা জানিয়েছেন, তাঁদের তিন আইনজীবীর প্যানেল নিয়ে তাঁরা সন্তুষ্ট৷ এদিকে সোমবার আদালতের বাইরে বেশ কিছু সমর্থক জড়ো হয় পুসি রায়টের সমর্থনে৷

গত রোববার রাশিয়ার অর্থোডক্স গির্জা এই তিন ব্যান্ড সদস্যকে তাঁদের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানায়৷ তবে গত বুধবার রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ নিজেও বলেন যে, দুই বছরের জেলদণ্ডটা একটু বেশিই হয়ে গেছে৷ তবে রুশ গির্জা আদালতের সিদ্ধান্তের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে৷ উল্লেখ্য, গত আগস্ট মাসে গির্জায় বিশৃংখলা সৃষ্টি এবং ধর্মের প্রতি ঘৃণা ছড়ানোর দায়ে পুসি রায়টের তিন সদস্যকে দুই বছরের জেল দেয়া হয়৷ চলতি বছরের শুরুতে মস্কোর একটি অর্থোডক্স গির্জায় ঢুকে এই কাণ্ড ঘটান ব্যান্ডের তিন নারী সদস্য৷

আরআই/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ