1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আদালতে পেশি শক্তি প্রদর্শন কাম্য নয়: ড. এম জহির

৬ আগস্ট ২০১১

হাইকোর্টে সৃষ্ট জটিলতা নিরসনে সব পক্ষের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতার কথা বলেছেন দেশের আইনজ্ঞরা৷ তাদের মতে, সবপক্ষই রাজনৈতিকভাবে চিন্তা করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷

High Court building in dhaka, bangladesh, Foto: Harun Ur Rashid Swapan/DW, eingepflegt: Januar 2011, Zulieferer: Mohammad Zahidul Haque
ফাইল ফটোছবি: DW/Harun Ur Rashid Swapan

তবে তারা মনে করেন, আদালতের কোন রায় পছন্দ না হলে আপিল করা যেতে পারে৷ কিন্তু তার প্রতিক্রিয়ার ভাঙচুর কোনভাবেই গ্রহণযোগ্য নয়৷

হাইকোর্টে ২০০৬ সালের পর আবারো হাঙ্গামার ঘটনা ঘটল৷ আর এতে উদ্বিগ্ন দেশের আইনজ্ঞরা৷ সংবিধান বিশেষজ্ঞ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান ড. শাহদীন মালিক বলেন, একটি মামলায় আদালতের পর্যবেক্ষণ নিয়ে কিছুসংখ্যক আইনজীবী যে আচরণ করছেন, তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়৷ তবে সব পক্ষকেই দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে৷

আর খ্যাতিমান আইনজীবী ড. এম জহির মনে করেন, কিছু আইনজীবীর অতি রাজনৈতিক আচরণ এই পরিস্থিতির জন্য দায়ী৷ তারা এসব ঘটনা ঘটিয়ে দলের প্রতি তাদের আনুগত্য দেখাতে চায়৷ এই দুজন আইনজ্ঞ মনে করেন, দলগুলো সব কিছু তাদের দখলে রাখতে চায়৷ তাদের মতে, মেধার পরিবর্তে অন্য বিবেচনা যখন কাজ করে, তখন এরকম অযৌক্তিক ঘটনা ঘটে৷

ড. শাহদীন মালিক বলেন, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য আলাপ আলোচনার কোন বিকল্প নাই৷ সব পক্ষকে দেশের সর্বোচ্চ আদালতের ভাবমূর্তি মাথায় রেখে কাজ করতে হবে৷

ড. এম জহির মনে করেন, আইনগত কোন মতবিরোধের জবাব আইন দিয়ে দিতে হবে৷ কোন রায় পছন্দ না হলে তার বিরুদ্ধে উচ্চ আদালতে যেতে হবে৷ পেশি শক্তি প্রদর্শন কাম্য নয়৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ