1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিষিদ্ধ হলো না এনপিডি

১৭ জানুয়ারি ২০১৭

নতুন করে নাৎসিবাদ উসকে দেয়ার অভিযোগ রয়েছে দলটির বিরুদ্ধে৷ এ কারণেই চরম ডানপন্থি দল এনপিডি-কে নিষিদ্ধ করার দাবি ওঠে৷ জার্মানির সাংবিধানিক আদালত নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে রায় দিয়েছে৷

জার্মানির একটি কোর্ট ঘর
ছবি: Reuters/K. Pfaffenbach

মঙ্গলবার আদালত এক রায়ে বলেছে, এনপিডি-র কর্মসূচি সংবিধানবিরোধী হলেও এমন কোনো লক্ষণ দেখা যায়নি, যার কারণে মনে হতে পারে যে, দলটি অচিরেই লক্ষ্য অর্জনে সক্ষম হবে৷

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হলেও গত ৫৩ বছরে এনপিডি কখনোই জনপ্রিয় দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারেনি৷ সারা জার্মানিতে দলটির মোট ৫ হাজার ২০০ সদস্য রয়েছে৷ এছাড়া দলটির তৎপরতা মূলত সাবেক পূর্ব জার্মানির অংশেই দেখা যায়৷

জার্মান সংসদে আসন পেতে হলে কোনো দলকে সংসদ নির্বাচনে অন্তত শতকরা ৫ ভাগ ভোট পেতে হয়৷ এনপিডি কখনোই ৫ শতাংশ ভোট পায়নি৷ সর্বশেষ নির্বাচনে মাত্র ১ দশমিক ৩ শতাংশ ভোট পেয়েছিল তারা৷ রাজ্য সংসদে একজন মাত্র প্রতিনিধি ছিল তাদের৷ সর্বশেষ নির্বাচনে সেটিও হারিয়েছে এনপিডি৷

সাম্প্রতিক সময়ে শরণার্থী সংকটের কারণে জার্মানিতে আরেক ডানপন্থি দল এএফডি-র জনপ্রিয়তা বাড়লেও, দৃশ্যত এনপিডি-র গ্রহণযোগ্যতা একেবারেই বাড়েনি৷

এসব কারণেই দলটিকে নিষিদ্ধ করার আবেদন অগ্রাহ্য করেছে সাংবিধানিক আদালত৷

এর আগে ২০০৩ সালেও একবার এনপিডিকে নিষিদ্ধ করার চেষ্টা করা হয়েছিল৷ সেবারও নিষেধাজ্ঞার বিরুদ্ধে রায় দেয় আদালত৷  

এসিবি/এসি(ডিপিএ, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ