1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানে সংকট

২৬ এপ্রিল ২০১২

আদালত অবমাননার দায়ে দোষী প্রমাণিত হওয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির পদত্যাগ দাবি করেছেন সেদেশের বিরোধী নেতারা৷ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট গিলানির বিরুদ্ধে এই রায় দেন৷

ছবি: AP

রায়ের বিস্তারিত
গিলানির বিরুদ্ধে অভিযোগ ছিল আদালত অবমাননার৷ ঘটনার শুরু ২০০৯ সালে, যখন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বিরুদ্ধে থাকা দুর্নীতি মামলাগুলো পুনরায় শুরু করার জন্য সুইজারল্যান্ডের কাছে চিঠি লিখতে প্রধানমন্ত্রী গিলানিকে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট৷ কিন্তু তিনি সেটা করেন নি৷ ফলে গিলানির বিরুদ্ধে আজকের এই রায়৷ এর শাস্তি হিসেবে সর্বোচ্চ ছয় মাস কারাদণ্ড ভোগ করার কথা গিলানির৷ এমনকি প্রধানমন্ত্রীর পদে থাকার যোগ্যতাও হারানোর কথা৷ কেন না সংবিধান অনুযায়ী, কেউ যদি আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হন তাহলে তিনি ব্যক্তি সাংসদ হতে পারেন না৷ কিন্তু গিলানির ক্ষেত্রে সেটা হয়নি৷ এর পরিবর্তে তাঁকে প্রতীকী সাজা দেয়া হয়েছে৷ আদালতের কার্যক্রম মুলতবি হওয়া পর্যন্ত আদালতে থাকতে হয়েছে গিলানিকে৷ এরপর তিনি হাসিমুখে বের হয়ে আসেন৷

বিরোধী দলের প্রতিক্রিয়া
দোষী প্রমাণিত হওয়ার পরও প্রধানমন্ত্রীর পদ না ছাড়ায় বিরোধী নেতারা গিলানির পদত্যাগ দাবি করেছেন৷ প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, আর কোনো সমস্যা তৈরি না করে প্রধানমন্ত্রীর এখনই পদ ছেড়ে দেয়া উচিত৷ সেটা না করে গিলানি যদি সংসদে যোগ দেন তাহলে মুসলিম লিগ তাদের পরবর্তী করণীয় ঠিক করবে বলে জানান শরিফ৷

উত্তপ্ত রাজনীতি
এর ফলে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে৷ কিন্তু এর ফলে অবশ্য সরকার পরিবর্তনের কোনো আশঙ্কা নেই৷ কেননা গিলানি যদি নাও থাকতে পারেন তাহলে তাঁর দল পাকিস্তান পিপলস পার্ট অন্য কাউকে প্রধানমন্ত্রী নিয়োগ দিতে পারবে৷ তবে আদালতের রায়ের বিরুদ্ধে গিলানি আপিল করবেন বলে জানা গেছে৷ এতে করে মামলাটি আরও অনেকদিন চলতে পারে৷ এদিকে অ্যাটর্নি জেনারেল ইরফান কাদির বলেছেন, আদালতের রায় যাবে স্পিকারের কাছে৷ তিনি যদি মনে করেন রায়টা ঠিক আছে তাহলে সেটা পাঠিয়ে দেবেন নির্বাচন কমিশনের কাছে৷ কিন্তু প্রশ্ন হচ্ছে স্পিকার আবার গিলানির নিজের দলেরই লোক৷ সেক্ষেত্রে রায়টা আদতে গিলানির প্রধানমন্ত্রীত্বের উপর কোনো প্রভাব ফেলবে কিনা সেটা পরিষ্কার নয়৷

প্রতিবেদন: জাহিদুল হক, (এএফপি, রয়টার্স)
সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

আপাতত রেহাই পেলেন গিলানিছবি: Reuters
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ