1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আদিবাসীদের উপর নির্যাতন

সমীর কুমার দে, ঢাকা২৬ ফেব্রুয়ারি ২০১৪

আদিবাসীদের ওপর নির্যাতন ব্যাপকভাবে বেড়েছে৷ গেল বছর সারা দেশে ৬৭ জন আদিবাসী নারী ও শিশু সহিংসতার শিকার হয়েছেন৷ ১১ জন আদিবাসীকে হত্যা করা হয়েছে৷

ছবি: FINDLAY KEMBER/AFP/Getty Images

এছাড়া পাঁচজন ত্রিপুরা কন্যাশিশুসহ ১৬ জন আদিবাসী শিশুকে মাদ্রাসা থেকে উদ্ধার করা হয়েছে, যাদের জোরপূর্বক ইসলাম ধর্মে ধর্মান্তর করা হয়েছে৷

বাংলাদেশের আদিবাসীদের মানবাধিকার প্রতিবেদনে এমন চিত্রই ফুটে উঠেছে৷ মঙ্গলবার রাজধানীর একটি মিলনায়তনে মানবাধিকার সংস্থা কাপেং ফাউন্ডেশনের এই প্রতিবেদন উপস্থাপন করে৷ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও অক্সফ্যামের সহায়তায় প্রকাশিত এই প্রতিবেদন উপস্থাপন করেন বিপাশা চাকমা ও বাবলু চাকমা৷ প্রতিবেদনে বলা হয়, ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাস্তবায়ন হয়নি আদিবাসীদের অধিকার সংক্রান্ত ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার৷ এ বিষয়ে দলটির সদিচ্ছার অভাব রয়েছে৷ বিভিন্ন হয়রানিমূলক মামলায় গত বছরই পাহাড়ের ৩১ জনসহ মোট ৪২ আদিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে৷ কমপক্ষে আটটি সহিংস হামলায় সমতলের ৭১ এবং পাহাড়ের ২৭৫ পরিবারসহ মোট ৩৪৬টি পরিবারের ঘরবাড়ি লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়৷ ‘সেটেলার' নামে পরিচিত ও অভিবাসী অ-আদিবাসীদের হামলায় পাহাড়ের ৪০০ পরিবারের প্রায় দুই হাজার মানুষ ভারত সীমান্তের ‘নো ম্যানস ল্যান্ডে' আশ্রয় নিতে বাধ্য হয়েছে৷

প্রতিবেদনের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর মেসবাহ কামাল ডয়চে ভেলেকে বলেন, ‘‘সরকারের রাজনৈতিক ইচ্ছা থাকলেই কেবল এসব ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব৷ আদিবাসীরা নয়, জঙ্গিবাদিরাই দেশের শত্রু৷'' তিনি আরো বলেন, ‘‘দেশের নাগরিক হিসেবে আদিবাসীদের মানবাধিকার সুরক্ষায় সরকারের আন্তরিক হওয়া উচিত৷'' তাঁর মতে, ‘‘দিনদিন আদিবাসীদের ওপর নির্যাতন বেড়েই চলেছে৷ রাষ্ট্র সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে না৷ যার কারণে আদিবাসীদের অবস্থার আবস্থার অবনতি হচ্ছে৷ এদিকে সরকারকে মনোযোগ দিতে হবে৷''

আদিবাসীদের বিষয়ে আওয়ামী লীগেরও আন্তরিকতার অভাব রয়েছেছবি: imago/Chromorange

মানবাধিকার প্রতিবেদনে বলা হয়েছে, শুধুমাত্র ২০১৩ সালেই আদিবাসী-অধ্যুষিত পাহাড়ি এলাকায় প্রায় তিন হাজার ৭৯২ একর এবং সমতলের ১০৩ বিঘা জমি দখল করে নিয়েছেন স্থানীয় প্রভাবশালীরা৷ এ সময়ে ভিটেমাটি থেকে উচ্ছেদ হয়েছে ২৬ আদিবাসী পরিবার৷ প্রতিবেদনের তথ্য মতে, গত এক বছরে ৬৭ জন আদিবাসী নারী ও শিশু সহিংসতার শিকার হয়েছে৷ এদের মধ্যে ৫৪ জন পাহাড়ি এবং ১৩ জন সমতলের বাসিন্দা৷ এদের মধ্যে ১২ জন পাহাড়ি নারীসহ মোট ১৫ আদিবাসী নারী ধর্ষণের শিকার হয়েছেন৷

মানবাধিকার প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, ‘‘অপরাধীরা শাস্তি না পেলে নতুন করে অপরাধ করতে উত্সাহিত হয়৷ শুধু আইন থাকলেই হবে না, অপরাধীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে তাদের দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে৷'' গেল বছর দুর্বছর ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘‘প্রত্যেক বছর তো দুর্বছর হবে না৷'' তাই ভবিষ্যতে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর ওপর সহিংসতা কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি৷ সাবেক এই উপদেষ্টা বলেন, ‘‘একটি গণতান্ত্রিক দেশে এই ধরনের প্রতিবেদন সরকারকে লজ্জায় ফেলে না কিংবা বিব্রত করে না, বরং এসব রিপোর্ট দেশের বর্তমান অবস্থাকে তুলে ধরে৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ