আদিবাসীদের জন্য ক্যানাডার ২.৮ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ
২৩ জানুয়ারি ২০২৩
আদিবাসীদের শিক্ষা, সংস্কৃতি এবং ভাষা সুরক্ষা ও প্রসারে প্রায় তিন বিলিয়ন ক্যানাডিয়ান ডলার দিবে ক্যানাডা সরকার৷
বিজ্ঞাপন
গির্জার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্কুলে প্রায় এক শতক ধরে আদিবাসী শিশুদের ওপর চলা নির্যাতনের ক্ষতিপূরণ স্বরূপ এই অর্থ দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে৷ সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনায় উপস্থিত ছিলেন আদিবাসীদের প্রতিনিধিও৷
দেশটির সরকার জানিয়েছে, এই অর্থ একটি অলাভজনক ট্রাস্টে দেয়া হবে এবং অদিবাসীদের শিক্ষা, সংস্কৃতি ও ভাষার প্রসারে এটি খরচ করা হবে৷
৩২৫টি আদিবাসী গোষ্ঠীর যৌথ মামলার ফলে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েচে ক্যানাডা সরকার। এর লক্ষ্য হল ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যের ক্ষতিসহ গির্জার আবাসিক বিদ্যালয়ের ব্যবস্থার কারণে যে সামষ্টিক ক্ষতি হয়েছে তার স্বীকৃতি আদায় এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করা।
আদিবাসী ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করা এবং রক্ষা করা এবং আদিবাসী সম্প্রদায় এবং তাদের সদস্যদের সুস্থতা নিশ্চিত করার দাবি তুলেছেন মামলার বাদীরা৷
মামলার বাদীদের একজন আদিবাসী নেতা গ্যারি ফেসচুক বলেন, "নিজের ইতিহাস স্বীকার করতে, নিজের করা গণহত্যার দায় স্বীকার করতে এবং আবাসিক স্কুলগুলির মাধ্যমে আমাদের জাতির সম্মিলিত ক্ষতি স্বীকার করতে অনেক বেশি সময় নিয়েছে ক্যানাডা৷"
তিনি বলেন, "ক্যানাডার কেবল ক্ষতি স্বীকার না করে, আমাদের সঙ্গে হাঁটা উচিত, পূর্বাবস্থায় ফিরে যেতে সহায়তা করা উচিত। এই বন্দোবস্ত একটি ভাল প্রথম পদক্ষেপ৷"
মামলার আরেক বাদী চিফ রোজান ক্যাসিমির বলেছেন, ১০০ বছরেরও বেশি সময় ধরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতির ‘গভীর ক্ষতি' পুনরুদ্ধার করতে ‘অবিশ্বাস্য প্রচেষ্টা' প্রয়োজন হবে।
ঊনিশ শতকের শেষ থেকে শুরু করে ১৯৯০ এর দশক পর্যন্ত অন্তত দেড় লাখ ফার্স্ট নেশন, মেটিস এবং ইনুইট সম্প্রদায়ের শিশুদের ১৩৯টি আবাসিক স্কুলে পাঠিয়েছে ক্যানাডার সরকার৷
এসব শিশুর অনেকেই শিক্ষকদের হাতে শারীরিক এবং যৌন নির্যাতনের শিকার হয়েছে৷ হাজার হাজার শিশু অপুষ্টি, অবহেলা এবং রোগের কারণে মারা গেছে বলেও ধারণা করা হয়৷
বন্ধ হয়ে যাওয়া গির্জার স্কুলগুলোর আশপাশ থেকে ২০২১ সালের পর থেকে একের পর এক অচিহ্নিত গণকবর খুঁজে পাওয়া যেতে শুরু করে৷ এসব কবর থেকে শত শত আদিবাসী শিশুর মরদেহের অবশিষ্টাংশ উদ্ধার হয়৷ একে ‘সাংস্কৃতিক গণহত্যা' দাবি করে নিন্দায় মুখর হয়ে ওঠে ক্যানাডার ন্যাশনাল ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন৷
ক্যানাডায় ২১৫ শিশুর গণকবর, দেশব্যাপী অনুসন্ধানের দাবি
ক্যানাডারএকটি পরিত্যক্ত আবাসিক স্কুলে ২১৫ জন আদিবাসী শিশুর গণকবর খুঁজে পাওয়া গেছে৷ ওই স্কুলের মতো আরো গণকবর থাকতে পারে- এমন আশঙ্কায় সারা দেশে অনুসন্ধান শুরুর দাবি জানিয়েছে আদিবাসী সংগঠনগুলো৷ ছবিঘরে বিস্তারিত...
ছবি: BCLeg via REUTERS
৪৩ বছর পর...
ক্যানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলম্বিয়ার কামলুপস ইন্ডিয়ান রেসিডেনশিয়াল স্কুল ১৯৭৮ সালে বন্ধ হয়ে যায়৷ প্রায় বিস্মৃতির অতলে তলিয়ে যাওয়া ওই স্কুল নিয়ে এখন সে দেশের সরকার বিব্রত৷ প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ‘‘এ ঘটনা বড় বেদনাদায়কভাবে আমাদের লজ্জাজনক এক অধ্যায়ের স্মৃতি স্মরণ করিয়ে দিয়েছে৷’’ ওপরের ছবিতে স্কুলের নিহত ২১৫ জনের স্মৃতিস্তম্ভের সামনে খেলনা ও জোড়া জোড়া জুতোর সারি৷
ছবি: Dennis Owen/REUTERS
শোক সংগীত
গণকবরে শুয়ে থাকা ২১৫ শিশুর স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে স্কুলের সামনে সংগীত পরিবেশন করছেন শিল্পীরা৷ গত সপ্তাহে ব্রিটিশ কলাম্বিয়ার সেকয়ে পেম্ক আদিবাসী জাতি পরিত্যক্ত স্কুলটিতে গণকবর খুঁজে পাওয়ার কথা জানায়৷ নিহত শিশুদের মধ্যে কারো কারো বয়স চার বছরেরও নীচে৷ ১৮৩১ সাল থেকে ১৯৯৬ সালের মধ্যে ক্যানাডার কমপক্ষে দেড় লাখ আদিবাসী শিশুকে আবাসিক স্কুলে পড়তে বাধ্য করা হয়৷
ছবি: Dennis Owen/REUTERS
‘সাংস্কৃতিক গণহত্যা’
আবাসিক স্কুলে পড়তে যাওয়া আদিবাসী শিশুদের ওপর অকথ্য নির্যাতন চলতো৷ সেখানে খাওয়া-দাওয়ার সুব্যবস্থা না থাকায় অনেক শিশু অপুষ্টিতে ভুগতো৷ এছাড়া নির্যাতন, এমনকি ধর্ষণের শিকারও হতো অনেকে৷ ২০১৫ সালে ‘সাংস্কৃতিক গণহত্যা’ শিরোনামে একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন৷ আবাসিক স্কুলগুলোতে শিশুদের ওপর চালানো নির্যাতনের ভয়াবহ চিত্র উঠে আসে সেই প্রতিবেদনে৷
ছবি: Chris Helgren/REUTERS
সরকারের আশ্বাস
ক্যানাডার কেন্দ্রীয় সরকার খুব তাড়াতাড়ি আদিবাসী কমিউনিটিকে আগের অঙ্গিকার অনুযায়ী অর্থ ছাড় দেয়ার আশ্বাস দিয়েছে৷ দেশের বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানোর জন্য আদিবাসী কমিউনিটির পক্ষ থেকে এ অর্থ দাবি করা হয়েছিল৷ ২০১৯ সালে তিন কোটি ৩৮ লাখ ক্যানাডীয় ডলার, অর্থাৎ দুই কোটি ৮১ লাখ মার্কিন ডলার দেয়ার আশ্বাস দিলেও এখনো দুই কোটি ৭১ লাখ ক্যানাডীয় ডলার দেয়া হয়নি৷
ছবি: Library and Archives Canada REUTERS
রোষানলে আবাসিক স্কুলের ‘স্থপতি’
ক্যানাডায় আদিবাসী শিশুদের জন্য চালু করা আবাসিক স্কুল ব্যবস্থার অন্যতম স্থপতি এগার্টন রায়ারসন৷ ২১৫ জন আদিবাসী স্কুল শিক্ষার্থীর গণকবর খুঁজে পাওয়ার পর তার ভাস্কর্যে লাল রং লেপে দেন বিক্ষুব্ধরা৷
ছবি: Chris Helgren/REUTERS
স্থানীয়দের শোক
গণকবর উদ্ধারের খবরে শোক প্রকাশ করেছে জাতিসংঘ৷ এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র মার্তা মুর্তাদো ক্যানাডায় এমন আরো গণকবর অনুসন্ধানের উদ্যোগে সহায়তার জন্য আগের অঙ্গিকারের চেয়ে দিগুণ প্রণোদনা দেয়ারও আহ্বান জানান৷ ছবিতে কামলুপস ইন্ডিয়ান রেসিডেনশিয়াল স্কুলের সামনে কামলুপবাসীদের শোক জানানোর দৃশ্য৷
ছবি: Dennis Owen/REUTERS
সারা দেশে শোক
২১৫ জন শিশুর জন্য শোক জানাতে সারা দেশে ক্যানাডার জাতীয় পতাকা অর্থনমিত রাখা হয়৷ ওপরের ছবিটি ভিক্টোরিয়ায় ব্রিটিশ কলম্বিয়া লেজিসলেচারের সামনের৷