1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আদিবাসীদের নিয়ে বাংলা ব্লগ

২১ মার্চ ২০১১

ডাব্লিউফোরস্টাডি বা উইন্ডো ফর স্টাডি নামক একটি কমিউনিটি ব্লগ নিয়ে বেশ আলোচনা শোনা যাচ্ছে ইদানিং৷ এই ব্লগে মূলত জায়গা পাচ্ছে আদিবাসীদের বিভিন্ন ইস্যু৷ ডয়চে ভেলের সেরা ব্লগ প্রতিযোগিতায়ও এটিকে নথিভুক্ত করা হয়েছে৷

রাঙ্গামাটিছবি: DW

উইন্ডো ফর স্টাডি

‘আদিবাসীরা উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নয়' কিংবা ‘আদিবাসীদের প্রতি প্রশাসনের বৈষম্য কি শুধুই বৈষম্য না বাণিজ্য' - এরকম বিভিন্ন শিরোনাম দেখা যায় আদিবাসী বাংলা ব্লগ-এ, যার ডোমেইন নেম ডাব্লিউফোর এসটিইউডিওয়াই ডটকম৷ আদিবাসী ব্লগের এই ডোমেইন নামটার অর্থ কী? জানতে চেয়েছিলাম এই ব্লগের মডারেটর সমর মাইকেল স্বরেন এর কাছে৷ তিনি বলেন, আসলে আমরা উইন্ডো ফর স্টাডি বোঝাতে চেয়েছি৷ এখানে আদিবাসীদের বিভিন্ন বিষয়গুলোকে স্টাডি করা হবে, এজন্য উইন্ডো ফর স্টাডি নামটা দেওয়া হয়েছে৷

গণমাধ্যমের ভুল শোধরানো

সমর জানান এই আদিবাসী ব্লগের পেছনের কারিগররা সবাই বয়সে তরুণ৷ মূলত আদিবাসীদের নানা অধিকার বা দাবি ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে দিতে কাজ করছে এই সাইট৷ তাছাড়া আদিবাসীদের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরে কোনো ভুল তথ্য থাকলে তাও ধরিয়ে দেয় এই ব্লগ সাইট৷ তাঁর কথায়, কিছুদিন আগে রাজশাহীর গোদাগাড়িতে একটি মেয়েকে ধর্ষণ করা হলো, তাকে আসলে গণধর্ষণ করা হয়েছে৷ এরপর তাঁর পরিবারকে ১ লাখ চল্লিশ হাজার টাকা জরিমানা দেওয়া হয়৷ কিন্তু মিডিয়াতে আসলো নয় লাখ চল্লিশ হাজার টাকা৷ এইধরণের কিছু ঘটনা আছে৷ তারপর পার্বত্য চট্টগ্রামেরও কিছু বিষয় আছে যেখানে পরস্পরবিরোধী অনেক মতামত উঠে আসে৷ যেমন কিছুদিন আগে বলা হলো সন্তু লারমা যুদ্ধ ঘোষণা করছেন৷ এরকম আরো অনেক তথ্য মিডিয়ায় আসে, যেটা ভিত্তিহীন৷ এধরণের ক্ষেত্রে সত্য দিকটা তুলে ধরতে আমাদের কমিউনিটি ব্লগ বিশেষ ভূমিকা রাখছে৷

আদিবাসী বাংলা ব্লগছবি: w4study.com

রাঙামাটির ব্লগার

বর্তমানে এই ব্লগ সাইটের সদস্য ১৪৮ জন৷ বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছেন এর সদস্যরা৷ রাঙামাটি থেকে এই সাইটে নিয়মিতই লেখেন বিপ্লব চাকমা৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা দীর্ঘদিন ধরে স্বাধিকার-অধিকার নিয়ে লড়াই-সংগ্রাম করে আসছে৷ বিভিন্ন দিক থেকে বিভিন্ন অবস্থান থেকে সংগ্রাম চলছে৷ এটাও মানে ব্লগে লেখালেখিও এক ধরণের প্রতিবাদী অবস্থান৷

চাকমা ভাষা শেখার ব্লগ

আদিবাসী ব্লগে কারিগরি বিভিন্ন পোস্টও প্রকাশ করা হয়৷ এই যেমন একটি পোস্টের শিরোনাম, ‘‘চালু হলো আদিবাসী তথ্যকোষ এবং সার্চ ইঞ্জিন''৷ ডাব্লিউফরসার্চ ডটকম নামক এই বিশেষায়িত সার্চ ইঞ্জিনে আদিবাসীদের নানা তথ্য পাওয়া যাবে৷ এছাড়া চাকমা ভাষা শেখার ব্লগ সাইট নিয়েও রয়েছে পোস্ট৷ নির্মাতাদের দাবি, এটাই আদিবাসীদের নিয়ে প্রথম ইউনিকোড বাংলা ব্লগ৷ এমনকি যারা কম্পিউটারে লিখতে অভ্যস্ত নন, তারাও বিভিন্নভাবে এখানে তথ্য সন্নিবেশে সহায়তা করছেন৷

রাজনৈতিক চাপ

সমর জানালেন, গত বছর এই ব্লগটি চালুর পর রাজনৈতিকভাবে খানিকটা চাপে পড়তে হয়েছিল তাদেরকে৷ শুনতে হয়েছে হুমকি৷ তবে, সেগুলো খুব একটা আমলে নিচ্ছেন না তারা৷ তিনি বলেন, আমরা যখন ব্লগিং ব্যাপারটা নিয়ে বিভিন্ন বড় বড় ব্লগারের সঙ্গে কথা বলি, তারা জানান যে, আসলে ব্লগিংয়ের ক্ষেত্রে ভয় থাকাটা উচিত না৷ এজন্যই আমরা সাহসিকতার সঙ্গে ব্লগটা চালিয়ে যাচ্ছি৷

ডয়চে ভেলের ব্লগ প্রতিযোগিতা

এই আদিবাসী বাংলা ব্লগ নিয়ে বেশ আশাবাদী সমর৷ দিনে দিনে এটি আদিবাসীদের কণ্ঠস্বরে পরিণত হচ্ছে, বলেন তিনি৷ ডয়চে ভেলের সেরা ব্লগ প্রতিযোগিতার মানবাধিকার বিভাগে জমা পড়েছে এই ব্লগ সাইটটি৷ সমর এই প্রসঙ্গে জানান, আদিবাসীদের কণ্ঠস্বর হিসেবে নিজেদেরকে প্রকাশ করাই আমাদের মূল কাজ৷ তবে, স্বপ্ন দেখি যদি ডয়চে ভেলের পুরস্কারটি পাই তাহলে ভালো লাগবে৷

উল্লেখ্য, বাংলাদেশে সাংবিধানিক স্বীকৃতিসহ নানা ইস্যুতে আদিবাসীদের আন্দোলন দীর্ঘদিনের৷ এই আন্দোলনে এক নতুন মাত্রা যোগ করেছে আদিবাসী বাংলা ব্লগ৷ তাছাড়া ইন্টারনেটে আদিবাসীদের এক সমৃদ্ধ তথ্য ভাণ্ডারে পরিণত হচ্ছে এই সাইটটি৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ