1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজ-সংস্কৃতিঅস্ট্রেলিয়া

আদিবাসী পতাকার স্বত্ব এখন অস্ট্রেলিয়ার

২৭ জানুয়ারি ২০২২

শিল্পী হ্যারল্ড টমাসের নকশা করা অস্ট্রেলিয়ায় আদিবাসী পতাকা ব্যবহারে এবার থেকে কোনও অনুমতির প্রয়োজন নেই৷ এই পতাকা ব্যবহারে কোনও অর্থও দিতে হবে না আর৷ এই চুক্তির ফলে আদিবাসী পতাকার ব্যবহার নিয়ে দীর্ঘ বিতর্কের অবসান ঘটল৷

ছবি: Recep Sakar/AA/picture alliance

১১৩ কোটি টাকারও বেশি দিয়ে আদিবাসী পতাকার স্বত্ব নিল অস্ট্রেলিয়ার সরকার৷ এবার থেকে এই পতাকা ব্যবহার করলে কোনও আইনি পদক্ষেপ করা হবে না৷ এর ফলে দীর্ঘদিনের বিতর্কের শেষ হল৷ ক্রীড়া দল এবং আদিবাসী সম্প্রদায়ের ক্ষেত্রে এই পতাকা ব্যবহারে কোনও সমস্যা থাকবে না৷

১৯৯৫ সাল থেকে অস্ট্রেলিয়ার একটি সরকারি পতাকা হিসাবে স্বীকৃত আদিবাসী পতাকাটি৷ এই পতাকাটিকে শুধু সরকারি কার্যালয়ে দেখা যেত এতদিন৷

প্রধানমন্ত্রী স্কট মরিসন এই প্রসঙ্গে বলেন, ‘‘এবার থেকে অস্ট্রেলিয়ানদেরদের জন্য আদিবাসী পতাকা ব্যবহারে কোনও অর্থ লাগবে না৷’’

স্কট মরিসন আরও জানান, খেলাধুলার মাঠ-সহ যে কোনও মাধ্যমে এটি ব্যবহার করা যেতে পারে৷ পতাকা ব্যবহারের জন্য কারও কাছে অনুমতি চাইতে হবে না৷ কোনও অর্থও দিতে হবে না ৷

এখন থেকে পতাকাটির স্বত্ব রাষ্ট্রের৷ এটি প্রত্যেকের৷ কেউ এটি কেড়ে নিতে পারে না৷ অস্ট্রেলিয়া দিবসের প্রাক্কালে, জাতীয় ছুটির দিনে এই ঘোষণাটি তাৎপর্যপূর্ণ৷

কেন আদিবাসী পতাকা ব্যবহারে বিতর্ক?

পতাকাটির নকশা করেছেন আদিবাসী শিল্পী হ্যারল্ড টমাস৷ এটি অস্ট্রেলিয়ার আদিবাসীদের জন্য বিক্ষোভ ও প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছিল৷

টমাস বলেন, ‘‘আমি আশা করি, এই ব্যবস্থার ফলে আদিবাসী মানুষজন স্বাচ্ছন্দ্যবোধ করবেন৷ গর্বের সঙ্গে কোনও বিধিনিষেধ ছাড়া এই পতাকা ব্যবহার করা যাবে৷’’

টমাস গত ৫০ বছরে বেশ কয়েকটি সংস্থাকে এই পতাকা ব্যবহারের অধিকার দেওয়ার পরে তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়৷ সংস্থাগুলির একটি ছিল ডব্লুএএম ক্লথিং৷ পোশাকের উপর আদিবাসী পতাকা ব্যবহারের কারণে অস্ট্রেলিয়ান ফুটবল লিগের মতো ক্লাবগুলিকে চিঠি পাঠিয়েছিল তারা৷

সরকার এখন সংস্থাগুলির কাছে থাকা লাইসেন্স বাতিলের জন্য অর্থ দিচ্ছে৷ সরকারের সঙ্গে চুক্তির অংশ হিসাবে, টমাসের নামে আদিবাসী ছাত্রদের জন্য ৮৫ লাখ টাকা অর্থমূল্যের বৃত্তি চালু হলো৷

আরকেসি/কেএম (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ