1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আদিবাসী ভাষা সংরক্ষণ

১০ সেপ্টেম্বর ২০১২

দেশে রয়েছে বিভিন্ন ভাষাভাষী ক্ষুদ্র জাতিসত্তা৷ এই ক্ষুদ্র জাতিসত্তার সংখ্যা ৩০টির বেশি হলেও এর সঠিক সংখ্যা এখনও নিরূপণ হয়নি৷ প্রত্যেক জাতি গোষ্ঠীরই রয়েছে নিজস্ব ভাষা৷ আর এই ভাষা সংরক্ষণের তাগিদ দিলেন বিশেষজ্ঞরা৷

Indigenous Mayans wash their clothes in Santiago Atitlan, Guatemala, Tuesday, Oct. 11 2005. President Oscar Berger, who accompanied Menchu Tum on the inspection tour, said that more than 400 people had been killed by the mudslides in Panabaja and a nearby hamlet. (ddp images/AP Photo/Rodrigo Abd) -------------------------------------------------------- Jürgen Katt vom Atitlan e.V. begann 1990 ausrangierte, deutsche Müllwagen nach Guatemala zu bringen, um dort ein Müllentsorgungssystem aufzubauen. Atitlan e.V. setzt sich für den Schutz des Atitlansee ein. Weite Infos: http://www.atitlan-ev.de/
ছবি: ddp images/AP Photo/Rodrigo Abd

পুরনো কোনো বন্ধু বা স্বজনের সঙ্গে দেখা হলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তরুণরা নিজের অজান্তেই আলাপ জুড়ে দেন নিজেদের মাতৃভাষায়৷ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ প্রতিনিধিরা বলছেন, যেভাবেই হোক তাদের মাতৃভাষা যেন হারিয়ে না যায়৷ তা ধরে রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধও জানান তাঁরা৷

আর যারা নিজেদের ভাষা প্রতিষ্ঠার দাবি নিয়ে অনেকটা সময় পার করে এসেছেন তাঁরাও বললেন, কেন তাদের এই প্রচেষ্টা৷

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করা মনিপুরী ভাষা গবেষণা সংস্থার সভাপতি এ কে শেরাম বললেন, এখনই সংরক্ষণের উদ্যেগ না নিলে আর কিছুদিন পরই অনেকগুলো ভাষা হারিয়ে যাবে৷

আন্তর্জাতিক মাতৃভাষা ইনষ্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. জিনাত ইমতিয়াজ আলী বলেন, আমাদের নতুন প্রজন্মের স্বার্থেই ক্ষুদ্র জাতিসত্তার ভাষাগুলো টিকিয়ে রাখতে হবে৷ এর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও বলেন তিনি৷

প্রত্যেক ক্ষুদ্র নৃ-গোষ্ঠার রয়েছে নিজস্ব স্বকীয়তা৷ আর তা টিকিয়ে রাখার ওপরই জোর দিলেন এই সব ভাষার প্রতিনিধিরা৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ