1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আদুরে এক ভালুকছানা

Sanjiv Burman২০ মার্চ ২০১৯

বার্লিনের এক ভালুকছানা এখন ভাইরাল৷ ভিডিওতে তাকে দেখছে লক্ষ লক্ষ মানুষ৷ আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও উঠে আসছে তার খবর৷

Eisbär Knut mit Tierpfleger Thomas Dörflein im Berliner Zoo
ছবি: Getty Images/S. Gallup

গত ফেব্রুয়ারিতে ছোট্ট একটা ভিডিও প্রকাশ করেছিল ডয়চে ভেলে৷ মায়ের সঙ্গে সদ্যোজাত এক ভালুকছানার ভিডিও৷ শ্বেত ভালুক৷ মেরু ভালুকও বলা হয় তাদের৷ জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীতে বরফ যত গলছে, ততই সংকটে পড়ছে তাদের জীবন, দেখা দিচ্ছে বিলুপ্তির আশঙ্কা৷

জার্মানির রাজধানী বার্লিনের এক চিড়িয়াখানায় জন্ম এই মেয়ে ভালুকটির৷ চঞ্চলতা, আদুরে চেহারার জন্য বিশ্বজুড়ে তার তুমুল জনপ্রিয়তা৷ তাই আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে আসছে তার খবর৷ সবার মনযোগ কাড়ছে সে খবর৷ বিবিসির করা একটি ভিডিও তাই ছেয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে৷

ভালুকশিশুটির প্রতি সবার আগ্রহের অন্য কারণও আছে৷ গবেষকরা বলছেন, এই শতাব্দির মধ্যেই বিলুপ্ত হয়ে যেতে পারে মেরু ভালুক৷ কমতে কমতে মাত্র ২৫ হাজার মেরু ভালুক টিকে আছে সারা বিশ্বে৷ বার্লিনের চিড়িয়াখানায় একটি শিশুর জন্মও তাই বড় এক সুখবর৷

এসিবি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ