1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অপরাধভারত

আধার কার্ড, পাসপোর্ট-সহ আগ্রায় পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার

২১ মার্চ ২০২৩

তারা সকলেই বাংলাদেশের নাগরিক। গত তিন বছর ধরে আগ্রায় বেআইনিভাবে ছিলেন বলে পুলিশের অভিযোগ।

Indien Aadhar Card biometrische Personen-Indentifizierung
ছবি: picture-alliance/NurPhoto/R. Shukla

অথচ এই পাঁচ বাংলাদেশির বেআইনি আধার কার্ড বা পাসপোর্ট আছে। পুলিশ জানিয়েছে, আজিজুল গাজি ও তার স্ত্রী জন্নতকে পয়সা দিয়ে তারা ভারতে আসে। আগ্রায় তারা তাজগঞ্জ থানা এলাকায় থাকতেন।

এই পাঁচজন যশোর ও খুলনার বাসিন্দা। পাঁচজনের মধ্যে দুইজন নারী। এর মধ্যে একজন নারী আগ্রা জেলে বন্দি এক বেআইনি অনুপ্রবেশকারীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। পুলিশ সেই সূত্র ধরে তাকে ও আরো চারজনকে গ্রেপ্তার করে।

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, জান্নাত তিন মাস আগেও ভারতে এসেছিলেন। তার বৈধ ভিসা আছে। তার স্বামী আগ্রায় থাকে।

কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে আসার পর তারা কীভাবে আধার, ভোটার আই কার্ড, পাসপোর্ট পেয়ে যান? সম্প্রতি সংবাদপত্র দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, তামিলনাড়ুতে এই নিয়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, সম্প্রতি বেশ কয়েকটি ক্ষোত্রে দেখা গেছে, তামিলনাড়ুতে বাংলাদেশিরা পশ্চিমবঙ্গের ভূয়া ঠিকানা দিয়ে আধার কার্ড বের করছে। তারপর সেই কার্ড দেখিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পরছে। ব্যাংক অ্য়াকাউন্টে স্থানীয় ঠিকিনা থাকছে। সেটা দেখিয়ে ভোটার আই কার্ড পর্যন্ত হয়ে যাচ্ছে।

নামপ্রকাশে অনিচ্ছুক এক পুলিশ অফিসার  দ্য হিন্দুকে জানিয়েছেন, পুলিশের ডিজি নির্দেশ দিয়েছেন, সব থানায় বেআইনিভাবে বসবাসকারী বাংলাদেশিদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

চেন্নাই-সহ তামিলনাড়ুতে বাংলাদেশিরা হোসিয়ারি এবং অন্য শিল্পে কাজ করেন। আর একবার পাসপোর্ট হয়ে গেলে তারা বিদেশে চলে যাওয়ার চেষ্টা করেন।

জিএইচ/এসজি(পিটিআই, টিভি৯)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ