1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মারাত্মক স্বাস্থ্য সংকট ইবোলা

১৩ অক্টোবর ২০১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ডাব্লিউএইচও-র মহাপরিচালক মার্গারেট চ্যান ফিলিপাইনে অনুষ্ঠিত এক সম্মেলনে পাঠানো ভিডিও বার্তায় এ মন্তব্য করেন৷ সঠিক তথ্য বিতরণের মাধ্যমে এই রোগের ভয়াবহতা এড়ানো সম্ভব বলে তিনি মনে করেন৷

USA Ebola-Überlebender Nancy Writebol
ছবি: D. Writebol

এ প্রসঙ্গে তিনি বিশ্বব্যাংকের একটি তথ্য উল্লেখ করেন৷ বিশ্বব্যাংকের হিসেবে দেখা গেছে, যে-কোনো মহামারিতে যে ক্ষতিটা হয় তার ৯০ শতাংশের জন্য দায়ী ‘সংক্রমণ এড়াতে মানুষের অযৌক্তিক ও বিশৃঙ্খল প্রচেষ্টা৷'

ইবোলা বা এবোলার ক্ষেত্রে যেন সেটা না হয় সে ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন ডাব্লিউএইচও প্রধান৷

এদিকে, যুক্তরাষ্ট্রে ইবোলার কারণে মারা যাওয়া রোগীকে সেবা দিয়েছেন এমন একজন নার্স এবার ইবোলা আক্রান্ত হয়েছেন৷ যুক্তরাষ্ট্রের মাটিতে একজনের কাছ থেকে আরেকজনের দেহে ইবোলা ভাইরাস গমনের এটাই প্রথম উদাহরণ৷

গত বুধবার টেক্সাসের একটি হাসপাতালে থমাস এরিক ডানকান নামে লাইবেরিয়া ফেরত এক মার্কিন নাগরিক ইবোলার কারণে মারা যান৷ ডানকানকে সেবা দিয়েছিলেন নতুন এই মার্কিন ইবোলা রোগী৷

ইবোলার সেবা যাঁরা দিচ্ছেন তাঁদের এই রোগে আক্রান্ত হওয়ার ঘটনা নতুন নয়৷ লাইবেরিয়ায় এখন পর্যন্ত ২০১ জন নার্সের ইবোলায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে৷ এর মধ্যে মারা গেছেন ৯৫ জন৷

কিন্তু যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশে, যেখানে সংক্রামক রোগের সেবা দেয়ার ক্ষেত্রে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার কথা, সেখানে এমন ঘটনা কীভাবে ঘটতে পারে?

এই প্রশ্নের উত্তর দিয়েছেন সে দেশের ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন' বিভাগের প্রধান ডা. টম ফ্রিডেন৷ তিনি বলেন, ‘‘সংক্রামক রোগীদের চিকিৎসা দেয়ার যে বিধিবিধান রয়েছে, এক্ষেত্রে সেটা হয়ত ঠিকভাবে নাও মানা হয়ে থাকতে পারে৷''

লাইবেরিয়ায় নার্সদের দাবি

ইবোলা সেবা দেয়ার জন্য লাইবেরিয়ার নার্সরা ‘বিশেষ ভাতা' পেয়ে থাকেন৷ সাধারণত মাসে সেটা প্রায় ৫০০ ডলারের সমপরিমাণ হয়ে থাকে৷ সঙ্গে থাকে মাসিক বেতন৷ যেটা ২০০ থেকে ৩০০ ডলারের মধ্যে৷ নার্সরা এখন বিশেষ ভাতার পরিমাণ বাড়ানো দাবি করছেন৷ তাঁরা প্রায় ৭০০ ডলারের মতো চাইছেন৷ কিন্তু এখনও দাবি পূরণ না হওয়ায় তারা প্রথমে সেবাপ্রদানে ঢিলেমি শুরু করেন৷ আর সোমবার থেকে তাদের একেবারে ধর্মঘটে যাওয়ার কথা৷

এদিকে, নার্সদের এই পদক্ষেপের কারণে ইতিমধ্যে কয়েকজন ইবোলা রোগীর মৃত্যু হয়েছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থাগুলো৷

জেডএইচ/ডিজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ