1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কী হবে ঈদের পরে?

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১০ আগস্ট ২০১৩

ঈদের ছুটি শেষ শনিবার৷ রোববার থেকে স্বাভাবিক কাজকর্ম শুরু করবেন দেশের মানুষ৷ ছুটি শেষ হওয়ার পর পরই জামায়াতের টানা ৪৮ ঘণ্টার হরতাল৷ বিরোধী দল বিএনপি'র কঠোর আন্দোলনের হুশিয়ারির বিপরীতে সরকারের দাবি না মানতে অনড় অবস্থান৷

প্রতীকী ছবিছবি: Noah Seelam/AFP/Getty Images

শুক্রবার ঈদের দিনেও সাধারণ মানুষের মধ্যে ছিল আশঙ্কা৷ তাই যারা ঈদগায় নামাজ পড়তে গেছেন, তাঁদের প্রধান চাওয়া ছিল দেশের রাজনৈতিক সংকট যেন কেটে যায়৷ দেশ যেন মুক্ত হয় সংঘাত-সংঘর্ষের হাত থেকে৷

সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া আবারও সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়েছেন৷ তিনি বলেছেন, কোনো দলীয় সরকারের অধীনে তাঁরা নির্বাচনে যাবেন না৷ আর হতেও দেবেন না৷ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হয়, তাহলে তাঁরা কোনো আন্দোলন করবেন না৷ অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করবেন৷

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় সবাইকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন৷ তিনি আবারো বলেছেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী৷ কোন অযৌক্তিক দাবি মেনে নেয়া হবেনা৷ তাঁর মতে, বিরোধী দল সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে৷

আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং বন ও পরিবেশমন্ত্রী ড. হাসান মাহমুদ ডয়চে ভেলেকে বলেন, ঈদের পর পরই সারা দেশে সরকারের উন্নয়ন নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক প্রচার প্রচারণা শুরু হবে৷ এখন ঢাকায় বিলবোর্ডের মাধ্যমে যে প্রচার চালানো হচ্ছে, এটা সরকার করছে৷ কিন্তু আওয়ামী লীগ আরো বড় আকারে ঢাকাসহ সারাদেশে প্রচার চালাবে৷ বিরোধী দলের অপপ্রচারের জবাব দেয়া হবে৷ আর দলকে নির্বাচনের জন্য প্রস্তুত করা হবে৷

অন্যদিকে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ডয়চে ভেলেকে জানান, সরকারকে আর সময় দেয় হবেনা৷ তাদের অনেক সময় দেয়া হয়েছে৷ ঈদের পরই তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করতে সর্বশক্তি নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন তাঁরা৷ সরকার যদি যৌক্তিক দাবি মেনে না নেয়, তাহলে রাজপধে দাবি আদায়ের কোন বিকল্প নেই৷ তিনি বলেন, সরকার একদলীয় শাসনের দিকে যাচ্ছে৷

ঈদের পর শুরু হচ্ছে জামায়াতের হরতাল (ফাইল ফটো)ছবি: Strdel/AFP/Getty Images

ঈদের পর শুরু হচ্ছে জামায়াতের হরতাল৷ হাইকোর্ট তাদের নিবন্ধন অবৈধ ঘোষণার প্রতিবাদে ১৩ ও ১৪ই আগস্ট তারা এই হরতাল পালন করবে৷ বিএনপি তাদের হরতালে এখনো সমর্থন না দিলেও বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো দলের নিবন্ধন বাতিল বা নিষিদ্ধের বিপক্ষে তাঁরা৷

সুশাসনের জন্য নাগরিক-সুজন'র সম্পাদক ড. বদিউল আলম মজুমদার ডয়চে ভেলেকে বলেন, এখন প্রধান ইস্যু আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন ব্যবস্থার অধীনে হবে৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্টোবরে সংসদ ভেঙে দেয়ার কথা বলেছেন৷ তাই সময় আছে মাত্র দেড় মাস৷ এই সময়ের মধ্যেই সমস্যার সমাধান করতে হবে৷ কারণ নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে যদি কোন সমঝোতা হয়, তাহলে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে৷ কিন্তু সংসদ ভেঙে দেয়ার পর সংবিধান সংশোধন সম্ভব হবেনা৷ তখন বিরোধী দল রাজপথেই সমাধান খুঁজবে৷ তাঁর মতে, রাজপথের সমাধান সংঘাতময় হবে এটাই স্বাভাবিক৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ