1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারী কর্মীদের চাকরিচ্যুত করার হুমকি

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২০ অক্টোবর ২০১৫

বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলা টিম এবার নারীদের বিশেষ করে গণমাধ্যমে কর্মরত নারী সাংবাদিকদের হুমকি দিয়েছে৷ তারা সংবাদমাধ্যমকে নারী কর্মীদের চাকরিচ্যুত করতে আহ্বান জানিয়েছে৷

Bildergalerie Bangladesch Andenken an den Mord an Sagar Sarowar und Meherun Runi
ছবি: DW/M. Mamun

[No title]

This browser does not support the audio element.

সোমবার বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে ইমেলে পাঠানো এক বার্তায় এই হুমকি দেয়া হয়৷ আর এই ইমেল বার্তার একটি কপি ডয়চে ভেলে'র ঢাকা প্রতিনিধির কাছেও পৌঁছেছে৷

আনসারুল্লাহ বাংলা টিমের নামে পাঠানো ওই ইমেল বার্তায় সংবাদমাধ্যমকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ‘‘আমরা লক্ষ্য করছি অধিকাংশ পত্রপত্রিকায় আমাদের নামে আজেবাজে কথা লেখা হয়৷ তাদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে আহ্বান করছি, আপনারাও যদি নাস্তিকদের সহায়তাকারী হন তবে কাউকে ছাড়া হবে না৷''

তারা নারী কর্মীদের সংবাদমাধ্যম থেকে চাকরিচ্যুত করার দাবিসহ সংবাদমাধ্যমের কাছে ছয় দফা দাবি জানিয়েছে৷ তাতে বলা হয়েছে, ‘‘কোনো নাস্তিকের মৃত্যুর পরে পত্রিকায় কোনো প্রকার জিহাদ বিরোধী সংবাদ করা যাবে না৷ করলে সে পত্রিকায় চাকরিরত এবং মালিকপক্ষকে নাস্তিক, নাস্তিকতাবাদের সহায়ক শক্তি হিসেবে গণ্য করে সমুলে উপড়ে ফেলা হবে৷''

তারা বলেছে, ‘‘যেহেতু নারীদের ঘরের বাইরে চাকরি করা, বেপর্দা হয়ে ঘোরাঘুরি করা ইসলামি শরিয়া মতে শাস্তিযোগ্য অপরাধ তাই যাঁরা এদের চাকরি দিচ্ছেন, করাচ্ছেন, তাঁরাও সমানভাবে দোষী৷ সকল সংবাদমাধ্যমের প্রতি আহ্বান করছি নারীদের চাকরি থেকে অব্যাহতি দিন৷''

তারা তাদের ইমেল বার্তায় তাদের ভাষায় বেশ কয়েকজন নাস্তিক, ব্লগার, সাংস্কৃতিক কর্মীর নাম উল্লেখ করে হুঁশিয়ারিও জানিয়েছে৷ আর দাবি করেছে, ‘‘আমাদের কোনো হিটলিস্ট নাই৷ তবে এই মর্মে হুঁশিয়ারি প্রদান করা যাচ্ছে যে, দেশ কিংবা বিদেশে পালিয়ে থাকা নাস্তিকদের দ্বারা প্ররোচিত হয়ে কেউ যেন নাস্তিকতার দিকে ঝুঁকে না পড়েন৷ তাহলে পরিণতি হবে নিলয় নীল কিংবা ওয়াশিকুর বাবু, অভিজিৎ রায়ের মত৷ একটি নাস্তিককেও বেঁচে থাকতে দেয়া হবে না৷ এদের হত্যা করা আল্লাহ রাসুলের বিধান মতে ওয়াজিব৷''

এই বিষয়ে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা গণমাধ্যমে আনসারুল্লাহ বাংলা টিমের নতুন এই হুমকির কথা জেনে ইমেলটি সংগ্রহ করেছি৷ ইমেলটি কারা পাঠিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে৷ এর আগেও তারা এ ধরনের ইমেল পাঠিয়েছে৷'' আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘কেউ যদি নিরাপত্তার অভাব বোধ করেন তাহলে পুলিশকে জানালে তার নিরাপত্তার ব্যবস্থা করা হবে৷''

[No title]

This browser does not support the audio element.

আর মৌলবাদীদের হাতে নির্যাতিত নারী সাংবাদিক নাদিয়া শারমিন ডয়চে ভেলেকে বলেছেন, ‘‘সরকার ও পুলিশ প্রশাসন চাইলে এই ইমেল বার্তা কারা পাঠিয়েছে তা চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্ভব৷ কিন্তু সরকার সেটা করতে চায় কিনা সেটাই বড় প্রশ্ন৷''

তিনি বলেন, ‘‘২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ কভার করতে গিয়ে আমি হামলা এবং নির্যাতনের শিকার হয়েছিলাম, থানায় মামলাও করেছি৷ কিন্তু আজ পর্যন্ত কেউ আটক বা গ্রেপ্তার হয়নি৷ আমি বিচার পাইনি৷ বিচার পাব বলে আশাও করিনা৷''

নাদিয়া আরো বলেন, ‘‘আমাদের নিজেদেরই এই জঙ্গি মৌলবাদীদের মোকাবেলা করতে হবে৷ এধরণের হুমকি তারা দিচ্ছে মিডিয়া কভারেজ পাওয়ার জন্য হয়তো৷ কিন্তু সামনে এলে আমরাও প্রতিরোধ করব৷ তাদের হুমকির কারণে আমরা নারীরা কাজকর্ম ছেড়ে দেব এমন ভাবার কোন কারণ নেই৷''

আনসারুল্লাহর নতুন হুমকি সম্পর্কে আপনার কী মত? জানিয়ে দিন নীচে মন্তব্যের ঘরে..

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ