1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় অচলাবস্থা

১৬ মার্চ ২০১২

সিরিয়ার বিদ্রোহীরা আসাদ উচ্ছেদের জন্য প্রথমে আরব দুনিয়ার আর পরে আন্তর্জাতিক হস্তক্ষেপ চাইছে৷ আর সিরিয়ার সংবাদসংস্থা সানা জানাচ্ছে, দামেস্ক আনানের সঙ্গে সহযোগিতা করবে৷

(120301) -- NEW YORK, March 1, 2012 () -- Kofi Annan, the UN and Arab League joint special envoy for Syria, speaks to media after his meeting with UN Secretary-General Ban Ki-moon at the UN headquarters in New York, the United States, Feb. 29, 2012. Kofi Annan said here Wednesday that "one mediation process" accepted by all parties concerned is crucial for the success in the efforts to end the current crisis in Syria. (/Shen Hong) (zyw)
Kofi Annan im UN Hauptquartier Februar 2012ছবি: picture alliance/Photoshot

সিরিয়ার বিপ্লবীরা নাকি বাইরের সামরিক হস্তক্ষেপ চাইছেন

রাজধানী দামেস্ক থেকে গোটা দেশেই প্রায় একইরকমের দাবি এখম সিরিয়ায়৷ দাবি, আনান’এর কাছে৷ জাতিসংঘের প্রাক্তন মহাসচিব কোফি আনান এখন সিরিয়ার সমস্যার সমাধানে জাতিসংঘের বিশেষ দূত হিসেবে কাজ করছেন৷ সিরিয়াকে ঘিরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ স্পষ্ট দুইভাগে বিভক্ত৷ একদল, পাশ্চাত্ত্যের দেশগুলির দাবি, সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপিত হোক, আর অন্য দল, চীন আর রাশিয়ার বক্তব্য, বিশেষ করে কোনরকম নিষেধাজ্ঞায় না যেতে৷ বস্তুত, কোনভাবেই সিরিয়ায় বাইরের সেনা আগ্রাসনের তীব্র বিরোধিতা করেছেন আনান স্বয়ং৷ কিছুক্ষণ আগে পাওয়া খবরে জানা যাচ্ছে, সিরিয়ার প্রশাসন সেদেশের স্বাভাবিকতা ফিরিয়ে আনার উদ্যোগে জাতিসংঘের প্রাক্তন মহাপরিচালক কোফি আনান’এর সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত৷

সিরিয়ায় চলছে আসাদ-বিরোধী প্রতিবাদ-বিক্ষোভছবি: AP

কিন্তু আসাদ বিরোধীদের মুখে অন্য সুর

আসলে দেশজুড়ে আসাদ বিরোধী বিপ্লবে যাঁরা পা মিলিয়েছেন, তাঁদের মুখে আজ শুক্রবার সিরিয়ার সব শহর থেকেই দাবি উঠছে, আনান কিছু একটা করুন৷ বাইরের সেনাবাহিনী এনে সিরিয়াকে আসাদের শাসনমুক্ত করা হোক৷ অবিলম্বে আরব আর মুসলিম দুনিয়া সিরিয়ার বিষয়ে সামরিক হস্তক্ষেপ করুক৷ প্রথমে তারা, পরে বাকি দুনিয়াও যেন এগিয়ে আসে আর সিরিয়ার মানুষকে এই অসহ্য পরিস্থিতি থেকে মুক্তি দেয়৷ সিরিয়ান রিভোল্যুশন ২০১১ নামের ফেসবুক পেজেও আহ্বান জানানোন হয়েছে, এই সামরিক হস্তক্ষেপের দাবিতে দেশজুড়ে প্রতিবাদে সামিল হতে সাধারণ মানুষকে৷

আরব দুনিয়ার অবস্থান

আরব দুনিয়ায় দেখা যাচ্ছে, বিভিন্ন দেশ আরব বিশ্বের প্রভাবশালী রাষ্ট্র সৌদি আরবের নেতৃত্ব মেনে নিতে রাজি৷ তারা জানিয়েছে, সৌদি আরব যেদিকে দিকনির্দেশ করবে, তারা সেদিকেই যাবে৷ আনান আপাতত সৌদি আরবের সঙ্গে যেমন, সিরিয়ার প্রশাসনের সঙ্গেও একইরকম ভাবে আলোচনা চালিয়ে যাচ্ছেন৷ তাঁর দপ্তর থেকে মুখপাত্র আহমেদ ফৌজি জানাচ্ছেন, আনান এই মুহূর্তে কোন সিদ্ধান্ত জানাবেন না৷ তিনি আরেকটু সময় চান৷ কারণ, তিনি কথা বলছেন সিরিয়ার প্রশাসনের সঙ্গে৷

জাতিসংঘের ভূমিকা

জাতিসংঘের ভিতরে আগামী সোমবারের মধ্যে সিরিয়া প্রসঙ্গে একটা সিদ্ধান্তে আসার জন্য আর্জি জানিয়েছেন মহাসচিব বান কি-মুন৷ সিরিয়া প্রশ্নে আরব সদস্যদের একরকমের দাবি, মস্কো আর বেইজিং নরমপন্থার বাইরে বেরোবে না আর পাশ্চাত্ত্য দুনিয়া চায় সিরিয়াকে কোণঠাসা করে নিয়ে তারপর উচিত শিক্ষা দিতে৷ কারণ, আসাদের একগুঁয়েমি কোনভাবেই ভাঙা যাচ্ছে না৷ বারংবার নিষেধ, হুমকি, অনুরোধ উপরোধের তোয়াক্বা না করে আসাদ সেনাবাহিনী লেলিয়েই একের পর এক শহর বিদ্রোহীদের কবল থেকে দখল করে চলেছেন৷ জাতিসংঘের হিসেব বলছে, ৮ হাজার মানুষের মৃত্যু ইতিমধ্যেই গত এক বছরে ঘটেছে৷ বেসরকারি হিসেব এর অনেক বেশি৷ দেশজুড়ে রক্তপাত, প্রতিবাদ বিক্ষোভ আর অস্থিরতার সর্বশেষ পরিণাম গৃহযুদ্ধের দিকেই এগোচ্ছে, আরব বিশ্বের প্রভাবশালী দেশ সিরিয়া৷

আনানের রিপোর্ট আসলে গুরুত্বপূর্ণ

কোফি আনান জাতিসংঘের কাছে কী রিপোর্ট পেশ করেন, সেদিকেই এখন অনেকেরই দৃষ্টি৷ বিশেষ করে আনান যদি আসাদের উচ্ছেদের পক্ষে মত দেন, তাহলে বিষয়টি অন্যদিকে গড়াবে৷ তবে, সেটা মনে করছে না ওয়াকিবহাল মহল৷ আলোচনার পথেই সমাধান খুঁজবেন আনান৷ যেটা ততটা কঠিন নয়৷ অন্তত যা আরেকটা যুদ্ধের সম্ভাবনাকে উস্কে দেবেনা৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা: দেবারতি গুহ

দামেস্কে আনান কথা বলেছেন আসাদের সঙ্গেছবি: picture-alliance/dpa
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ