1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চাপের মুখেও সিবিআই তদন্তের দাবিতে অনড় আনিসের পরিবার

২৩ ফেব্রুয়ারি ২০২২

আনিস খান হত্যার প্রতিবাদে মুখর পশ্চিমবঙ্গ৷ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে৷ অন্যদিকে সিবিআই তদন্তের দাবি তুলে নিতে আনিসের পরিবারের উপর চাপ বাড়ছে ক্রমাগত৷ তবে আনিস খানের বাবা সালেম খান এখনো অনড়৷

ছবি: Subrata Goswami/DW

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, টেলিফোনে হত্যার হুমকিও দেয়া হয়েছে আনিসের পরিবারকে৷

ক্রমাগত হুমকি

আনিস হত্যার পর কেটে গেছে প্রায় পাঁচ দিন৷ অথচ এখনো কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ৷ এরই মাঝে ফেসবুকে ভাইরাল হয়েছে আনিসের একটি ভিডিও৷ সেখানে আনিসকে বলতে দেখা যায়, পাড়ার তৃণমূলের বুথ সভাপতি মালেক খাঁ হুমকি দিয়েছেন৷

পশ্চিমবঙ্গের বেসরকারি এক টেলিভিশনে চ্যানেলে প্রচারিত ভিডিওতে আনিসকে বলতে শোনা যায়, ‘‘মৃত্যুকে আলিঙ্গন করে নেবো, তা-ও দালালের কাছে আত্মসমর্পণ করবো না৷’’

পরিবার ও প্রতিবেশীর বর্ণনায় আনিস হত্যাকাণ্ড

04:35

This browser does not support the video element.

সংযুক্ত মোর্চাকে সমর্থন করায় টার্গেট করা হয় বলে অভিযোগ করেন এনআরসি-বিরোধী আন্দোলনের পরিচত মুখ আনিস৷ হুমকির মুখেও লাইভে তিনি বলেছিলেন, ‘‘আমি কোন দল করবো, কাকে ভোট দেবো, তা আমার ব্যক্তিগত অধিকার৷ সেই জায়গা থেকে প্রতিহিংসার রাজনীতি করা হচ্ছে৷’’

লাইভে হামলা চালিয়ে ঘরদোর ভাঙচুরের অভিযোগও করেছিলেন তরুণ ছাত্রনেতা৷ স্থানীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে৷ বুথ সভাপতির ছেলের দাবি, আনিস খান যে রক্তদান কর্মসূচি করতে চেয়েছিলেন সেখানে শুধু পাড়ার ক্লাবের নামটুকু দিতে বলা হয়েছিল, আর কিছুই বলা হয়নি আনিসকে৷

গত বছরের ২ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর এই ফেসবুক লাইভে করেছিলেন আনিস৷ তারপর হামলা হয় বাড়িতে৷ হুমকি আসতে থাকে ক্রমাগত৷ ২৪ মে লিখিত অভিযোগ করে আমতা থানার কাছে নিরাপত্তাও দাবি করেছিলেন আনিস খান৷

ফল ঘোষণার পর স্থানীয় স্কুলে রক্তদান শিবিরের আয়োজন করতে গিয়েই শাসক দলের নেতা-কর্মীদের রোষানলে পড়েন বলে দাবি ছিল আনিসের ৷ সেই স্কুলের অনুমতি নিয়েও অবশ্য রক্তদান শিবির করা হয়নি৷

 ২০২১ সালের ডিসেম্বরে ফেসবুকে আনিস পোস্ট করেছিলেন ছাত্র ফন্টের পথসভা পুলিশের বাধায় বন্ধ হওয়ার খবর৷

সিভিক পুলিশের অত্যাচারের অভিযোগ এনেও ফেসবুক পোস্ট করেছিলেন আনিস৷

আনিস নেই৷ কিন্তু তার পরিবার জানিয়েছে, হুমকি এখনো চলছে৷ এবার খুনের হুমকি দিয়ে ফোন করার অভিযোগ আনলেন আনিসের বড় ভাই সাবির খান৷ সিবিআই তদন্তের দাবি থেকে পিছু না হঠলে পুরো পরিবার-কে ‘পৃথিবী থেকে সরিয়ে' দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি৷ তিনি জানান, মঙ্গলবার গভীর রাতে একটি অজ্ঞাত নম্বর থেকে এই হুমকি ফোনটি আসে৷ তবে তারপরও সিবিআই তদন্তের দাবিতে সরব রয়েছে তার পরিবার৷ আনিসের বাবা সালেম খান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পুলিশের প্রতি বিন্দুমাত্র আস্থাও তার নেই৷

ফের  আনিসের  বাড়িতে সিট

বুধবার সকালে আনিসের বাড়িতে আবার গিয়েছিলেন বিশেষ তদন্তরকারী দল (সিট)-এর সদস্যরা৷ নতুন করে আনিসের দেহের ময়নাতদন্ত করতে চান তারা৷ কিন্তু আনিসের বাবা সোজাসুজি তা প্রত্যাখ্যান করেন৷ দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য দেহ কবর থেকে তোলার কথা বলেন পুলিশ আধিকারিকরা৷ আমতা ২ নম্বর ব্লকের বিডিও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে নিহত ছাত্রনেতার বাবার সঙ্গে কথা বলেন৷ আনিসের দেহ কবর থেকে তুলে নতুন করে ময়নাতদন্ত করার অনুমতি দেবেন না- এ কথা তাকেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন সালেম খান৷

এর আগে আনিসের ফোনটিও তিনি পুলিশের হাতে তুলে দিতে অসম্মতি জানান৷ সিবিআই কিংবা আদালত ছাড়া আর কাউকে বিশ্বাস করেন না জানিয়ে তিনি বলেন, ‘‘আমি না থাকায় এরাই ময়নাতদন্ত করেছিল৷ সিটকে আমি কিছুতেই মামলা করতে দেবো না৷’’

আনিস হত্যায় প্রতিবাদমুখর পশ্চিমবঙ্গ

02:30

This browser does not support the video element.

‘এসপির স্ত্রী তৃণমূল নেত্রী’ লেখায়  ছাত্রনেতা  আটক

আনিস খানের মৃত্যু নিয়ে ফেসবুক পোস্ট করায় আটক করা হয়েছিল অভিজিৎ ঘোষ নামে সোনারপুরের এক যুবককে৷ জানা যায়, ওই যুবক বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের কর্মী৷ সংগঠনের তরফে পোস্ট করায় পরোয়ানা ছাড়াই তাকে থানায় ধরে নিয়ে যাওয়া হয়৷ আনিস হত্যা সংক্রান্ত একটি ফেসবুক পোস্টে অভিজিৎ হাওড়া গ্রামীণ এসপি সৌম্য রায়ের স্ত্রী যে অভিনেত্রী এবং সোনারপুরের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র তা উল্লেখ করেছিলেন৷

প্রশাসনিক তৎপরতা, তবু সিবিআই ভরসা আনিসের পরিবারের

আনিস কাণ্ডে হোমগার্ড কাশীনাথ বেরা ও সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়েছে৷ ১৫ দিনের মধ্যে সব তথ্য বেরিয়ে আসবে- এমন দাবিও করেছেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি মনোজ মালব্য৷ সিটের কাজে বাধা দেয়ার অভিযোগ এনেছেন তিনি৷ পাশাপাশি আনিসের পরিবারের কাছে সহযোগিতার আবেদনও জানান মালব্য৷

এদিকে সাসপেন্ড হওয়া কর্মীদের পাশাপাশি আরো কয়েকজন পুলিশকে কলকাতার ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ সূত্র৷ 

বিক্ষোভ চলছে

বুধবার বিকেলেও আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা৷ কালোদিবস পালনের ডাক দিয়েছেন তারা৷  কলেজ স্ট্রিট, যাদবপুর-সহ অনেক জায়গায় বুধবারও প্রতিবাদ, বিক্ষোভ হয়েছে৷

আরকেসি/এসিবি (এবিপি আনন্দ, আনন্দবাজার, প্রতিদিন, হিন্দুস্তান টাইমস, নিউজ ১৮ বাংলা)

স্কিপ নেক্সট সেকশন সংবাদগুলো

সংবাদগুলো

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ