1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিচারপতির পদত্যাগ

আশীষ চক্রবর্তী/ জাহিদুল হক১১ ডিসেম্বর ২০১২

কয়েক দিন ধরে চলা বিতর্কের মুখে মঙ্গলবার বিকেলে পদত্যাগ করেছেন ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১’ এর প্রধান বিচারপতি নিজামুল হক নাসিম৷

ছবি: AP

বেলজিয়ামে বসবাসরত বাংলাদেশি এক আইনজীবীর সঙ্গে তাঁর স্কাইপ কথোকথন প্রকাশের পর সৃষ্ট বিতর্কের প্রেক্ষিতে তিনি পদত্যাগ করেছেন বলে ডিডাব্লিউকে জানিয়েছেন একুশে টেলিভিশনের যুদ্ধাপরাধ ট্রাইবুনাল প্রতিবেদক প্রণব চক্রবর্ত্তী৷

উল্লেখ্য, ব্রাসেলসভিত্তিক আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে নিজামুল হক নাসিমের কথিত কথোপকথন সম্প্রতি দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশের পর সোমবার তাঁর পদত্যাগের দাবি তুলেছিলেন বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থক আইনজীবীরা৷

সাংবাদিক প্রণব চক্রবর্ত্তী মনে করেন, এই রায়ের ফলে আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে বিচারের বিষয়ে আলোচনার কারণে বিচারপতি নাসিমের যেসব সমালোচনা হচ্ছিল পদত্যাগের মাধ্যমে তা প্রকারান্তরে মেনে নেয়া হলো৷

BA /111212 /ICT 1 chief resigns - MP3-Mono

This browser does not support the audio element.

পদত্যাগী বিচারপতি নাসিমের ট্রাইবুনালে জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার শুনানি শেষ হয়েছে৷ যে কোনো দিন রায় দেয়া হতে পারে৷

বাংলাদেশে ডিডাব্লিউর কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, ২০০১ সালে হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে যোগ দেন নিজামুল হক নাসিম৷ পরবর্তীতে বিএনপি-জামায়াত জোট সরকার তাঁর নিয়োগ স্থায়ী না করায় তিনি আদালতের দারস্থ হয়েছিলেন৷

আদালতের আদেশে ২০০৯ সালের ২৫ মার্চ হাইকোর্ট বিভাগে বিচারক হিসাবে শপথ নেন তিনি৷ নিয়ম অনুযায়ী, আগামী ২০১৭ সালে তাঁর অবসরে যাওয়ার কথা৷

৬৩ বছর বয়সি এই বিচারক আইন পেশায় যুক্ত হওয়ার পর ১৯৭৭ সালে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন৷ বিচারক হিসেবে নিয়োগ পাওয়ার আগে ১৯৯৯ সালে তিনি আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন৷ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে ২০১০ সালের ২৫ মার্চ বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে গঠিত হয় তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল৷

বিচার প্রক্রিয়া দ্রুত করতে পরবর্তীতে আরেকটি ট্রাইবুনাল গঠন করা হলে প্রথম ট্রাইবুনালের প্রধানের দায়িত্বে থাকেন নিজামুল হক৷ নিজামুল হকের আগে যুদ্ধাপরাধ ট্রাইবুনালের আরেক বিচারক এ কে এম জহির আহমেদও পদত্যাগ করেছিলেন৷ স্বাস্থ্যগত কারণ দেখিয়ে গত অগাস্টে তিনি পদত্যাগ করেন৷ এরপর তাঁর স্থলে হাইকোর্ট বিভাগের বিচারক জাহাঙ্গীর হোসেনকে ট্রাইবুনালে নিয়োগ দেয় সরকার৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ