1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের তদন্ত রিপোর্ট দাখিলে বিলম্ব

৩০ জুলাই ২০১১

জামায়াতের ৪ শীর্ষ নেতা ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে নির্ধারিত সময় আগষ্টে তদন্ত প্রতিবেদন জামা দিতে পারছেনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল৷ তদন্ত দলের সমন্বয়কারী আব্দুল হান্নান খান একথা জানিয়েছেন৷

Four Jamat Leaders of Bangladesh Caption/Text: Four Jamaat leaders (From Left) Maolana Motiur Rahman Nijamee, Ali Ahsan Muhammad Mujaheed, Kamaruzzaman and Maolana Abdul Qader Mollah Zulieferer: A H M Abdul Hai Eingestellt am 25. Juli 2010
জামাতের আটক চার নেতাছবি: Harun Ur Rashid Swapan

যুদ্ধাপরাধের অভিযোগে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেফতার করা হয় গত ১৫ই ডিসেম্বর৷ তাকে ইতিমধ্যে সেফ হোমে নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷ ট্রাইবুন্যাল গত জুনে প্রসিকিউশন টিমকে আগামী ১লা আগষ্ট তার বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়৷ কিন্তু তদন্ত দলের সমন্বয়কারী আব্দুল হান্নান খান জানিয়েছেন, তা সম্ভব হবেনা ৷ কারণ সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার তদন্ত কর্মকর্তার স্ত্রী গুরুতর অসুস্থ৷ তাই তারপক্ষে নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা সম্ভব হবেনা৷ ঈদের পরে তদন্ত রিপোর্ট দাখিল সম্ভব হতে পারে৷

অন্যদিকে জামায়াত নেতা মুজাহিদ, নিজামী, কামারুজ্জামান এবং আব্দুল কাদের মোল্লোকে গ্রেফতার করা হয় গত বছরের আগষ্টে৷ ট্রাইবুন্যালের নিয়ম অনুযায়ী আটকের ১ বছরের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে৷ কিন্তু ট্রাইবুন্যালের তদন্ত দল তা পারছেনা৷ আগষ্টে তাদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা দেয়ার নির্দেশ থাকলেও হান্নান খান জানান, তদন্তের জন্য কোন সময়সীমা থাকতে পারেনা৷ তিনি বলেন, ডিসেম্বরে ৪ জামায়াত নেতার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা দেয় সম্ভব হবে৷

তবে জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে বিচার শুরু হচ্ছে আগষ্টেই৷ ওই মাসেই তার বিরুদ্ধে অভিযোগ গঠন হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ