1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আন্তর্জাতিক আঙ্গিনায় সম্মান পাচ্ছে মেহেরজান

৮ আগস্ট ২০১১

দেশে দুয়ো পেলেও বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক বিতর্কিত ছবি মেহেরজান৷ সর্বশেষ ক্যালিফোর্নিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানিত হয়েছে ছবিটি৷

Meherjaan Writer/Director: Rubaiyat Hossain 119 mins | 2011 | Bangladesh
মেহেরজান ছবির একটি দৃশ্যছবি: Era Motion Pictures Ltd.

মুক্তিযুদ্ধে এক পাকিস্তানি সেনার সঙ্গে বাঙ্গালী ললনার প্রেম ও ভালোবাসার কাহিনী মেহেরজান৷ ছবিটিতে আরও এসেছে সাতচল্লিশের ভারত বিভাগ ও মুক্তিযুদ্ধে পাকিস্তানী বাহিনীর বর্বরতার কাহিনী৷ কিন্তু পাকিস্তানী সেনার সঙ্গে এক বাঙ্গালী নারীর ভালোবাসা! বাংলাদেশের বুদ্ধিজীবী মহলের অনেক মানুষ সেটা মেনে নিতে পারেননি৷ তাই শুরু হয় বিতর্ক, আর তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলোতে দেখানো হচ্ছে না মেহেরজান৷

তবে ছবির পরিচালক রুবাইয়াত হোসেন এই সিদ্ধান্তের বিরোধীতা করে বলেছিলেন, এটি একটি গল্প মাত্র, এতে মুক্তিযুদ্ধের অবমাননার কিছু নেই৷ যাই হোক, এরপর থেকে একের পর এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে ছবিটি৷ রুবাইয়াত হোসেন ডয়চে ভেলেকে জানিয়েছেন, গত মাসে ক্যালিফোর্নিয়ার অ্যাকশন অন ফিল্ম বিষয়ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুটি ক্যাটাগরিতে ছবিটি মনোনয়ন পায়৷ এতে সেরা ছবির ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার পেয়েছে ছবিটি৷ এছাড়া সেরা নারী পরিচালক ক্যাটাগরিতেও মনোনয়ন পায় মেহেরজান৷ রুবাইয়াত হোসেন আরও জানিয়েছেন, আগামী নভেম্বরে মিশিগানে অনুষ্ঠিতব্য অ্যামেরিকান চলচ্চিত্র উৎসবে মেহেরজানকে আমন্ত্রণ জানানো হয়েছে৷

উল্লেখ্য, ছবিটিতে ভারতের প্রখ্যাত অভিনেত্রী জয়া বচ্চনের পাশাপাশি নতুন মুখ হিসেবে বাংলাদেশি অভিনেত্রী শায়না আমিনের অভিনয় বেশ নজর কেড়েছে৷ জানা গেছে, আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে মেহেরজান৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ