ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য আইসিসি-র বিরুদ্ধে নিষেধাজ্ঞা ট্রাম্পের।
আন্তর্জাতিক আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করলেন ট্রাম্প।ছবি: Anna Moneymaker/Getty Images
বিজ্ঞাপন
ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট(আইসিসি) গতবছর বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
বৃহস্পতিবার ডনাল্ড ট্রাম্প আইসিসি-র বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির প্রশাসনিক নির্দেশে সই করেন। নির্দেশে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ভিত্তিহীন তদন্ত করা হয়েছে।
নির্দেশে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি তাদের ক্ষমতার অপব্যবহার করেছে। মঙ্গলবার নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প।
২০২৩ সালের অক্টোবরে হামাস ইসরায়েলে ঢুকে আক্রমণ করে। তারপর ইসরায়েল গাজায় আক্রমণ চালায়। হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র জার্মানি, ইসরায়েল-সহ বেশ কিছু দেশ। এরপর আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
ট্রাম্পের নির্দেশে বলা হয়েছে, আইসিসি যা করেছে, তা বিপজ্জনক নজির হিসাবে থাকবে। এই নিষেধাজ্ঞার ফলে আইসিসি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন না।
যুদ্ধের ১৫ মাস: গাজার বর্তমান চিত্র
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷ এদিকে, ফিলিস্তিনীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে গাজা ছাড়ছেন৷ যুদ্ধ শুরুর ১৫ মাস পর গাজার চিত্র তুলে ধরা হলো ছবিঘরে৷
ছবি: Khalil Ramzi/REUTERS
রাফায় ধ্বংসস্তূপে ফিলিস্তিনীরা
রাফায় ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতির পর বিধ্বস্ত ভবন বা বাড়ি-ঘরের সামনে হেঁটে যাচ্ছেন শহরটির বেঁচে থাকা কয়েকজন বাসিন্দা।
ছবি: Hatem Khaled/REUTERS
খান ইউনিসেও একই চিত্র
খান ইউনিসে সর্বত্র ইসরায়েলের হামলার চিহ্ন৷ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঘর-বাড়ি৷ বিধ্বস্ত প্রায় সব ভবন৷
ছবি: Omar Ashtawy/apaimages/SIPA/picture alliance
জাবালিয়া এখন ধ্বংসস্তূপ
গাজা উপত্যকার জাবালিয়ায় এখন শুধু বাড়ি আর বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপ চোখে পড়বে৷ এ মুহূর্তে ইসরায়েল আর হামাসের মধ্যকার যুদ্ধে বিরতি চলছে ৷
ছবি: Khalil Ramzi/REUTERS
নিরাপদ আশ্রয়ের খোঁজে
গাজার উত্তরাঞ্চলে যুদ্ধ শুরুর ১৫ মাস পর নিজেদের ঘর-বাড়ি হারিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে হেঁটে চলেছেন ফিলিস্তিনীরা৷
ছবি: Mohammed Salem/REUTERS
মুক্ত জিম্মিদের দেখতে ভীড়
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল ও হামাস যুদ্ধ শুরুর পর অনেক ফিলিস্তিনী ইসরায়েলের হাতে বন্দি ছিলেন৷ যুদ্ধবিরতি শুরুর পর তাদের অনেকেই মুক্তি পান৷ গাজার দক্ষিণাঞ্চলে মুক্ত বন্দিদের দেখতে বিধ্বস্ত একটি ভবনের উপর জড়ো হয়েছেন অনেকেই।
ট্রাম্পের নির্দেশে বলা হয়েছে, ইসরায়েল হচ্ছে ওয়াশি্ংটনের খুব ঘনিষ্ঠ সহযোগী। সেদেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।