1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আন্তর্জাতিক আদালতে ‘ভারতীয় গোয়েন্দার' মৃ্ত্যুদণ্ড স্থগিত

১৭ জুলাই ২০১৯

গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানের আদালতে মৃ্ত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নৌবাহিনীর সাবেক কর্মকর্তার সাজা স্থগিত করেছে আন্তর্জাতিক বিচার আদালত৷

ছবি: Reuters/F. Mahmood

সাজা বাতিলে ভারতের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক আদালতে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নৌবাহিনীর সাবেক কমান্ডার কুলভূষণ সুধীর যাদবের বিষয়ে এই রায় দেয়৷

১৬ বিচারকের মধ্যে ১৫ জন ভারতের আবদেনের পক্ষে রায় দিয়েছে বলে জানিয়েছে এনডিটিভি৷ একইসঙ্গে যাদবকে কনস্যুলার সেবা দেওয়ার রায়ও দিয়েছে আদালত৷

আন্তর্জাতিক আদালতকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পাকিস্তান কর্তৃক যাদবের রায়ের বিষয় কার্যকরভাবে রিভিউ এবং সিদ্ধান্ত পুনর্বিবেচনার আগ পর্যন্ত সাজা স্থগিত থাকবে৷

বালুচিস্তানে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০১৬ সালের মার্চে গ্রেপ্তার হন সুধীর যাদব৷ এরপর ২০১৭ সালে পাকিস্তানের সেনা আদালতে তাঁর মৃত্যুদণ্ড হলে তীব্র প্রতিবাদ জানায় ভারত৷

২০১৭ সালের ডিসেম্বরে যাদবের সঙ্গে দেখা করতে যান পরিবারের সদস্যরাছবি: Reuters/F. Mahmood

পাকিস্তান বলছে, ইরান থেকে ঢোকার পর কুলভূষণ যাদবকে ২০১৬ সালের ৩ মার্চ বালুচিস্তান থেকে গ্রেপ্তার করে দেশটির সেনাবাহিনী৷

কিন্তু ভারতের দাবি, ব্যবসার কাজে ইরান গিয়েছিলেন কুলভূষণ যাদব, সেখান থেকেই তাঁকে অপহরণ করা হয়।

ফেব্রুয়ারিতে মামলার শুনানিতে ভারতের আইনজীবীরা বলেন, ‘বিদ্বেষপ্রসূত প্রচারণার‘ উপর ভিত্তি করে যাদবের বিরুদ্ধে ‘প্রহসনমূলক মামলা‘ করা হয়৷ যদিও যাদবের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ করেন পাকিস্তানের আইনজীবীরা৷

পাকিস্তানের সেনা আদালতে মামলার রায়ের পর সাজা কার্যকর স্থগিত চেয়ে আন্তর্জাতিক আদালতে আবেদন করে ভারত৷ এরপর সাজা কার্যকরে স্থগিতাদেশ দেয় জাতিসংঘের আদালত৷

ফেব্রুয়ারিতে পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, পাকিস্তানে, বিশেষ করে চীন-পাকিস্তান করিডরে, অরাজকতা সৃষ্টির জন্য কাজ করেছিলেন যাদব৷

গত ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে ভারতের আবেদনের শুনানি হয়৷ছবি: Reuters/E. Plevier

পাকিস্তানের কারাগারে বন্দী যাদবের সঙ্গে তাঁর পরিবারকে দেখা করা নিয়েও পরস্পরবিরোধী অভিযোগ করে আসছে ভারত ও পাকিস্তান৷  ভারতের অভিযোগ, ২০১৭ সালের ২৫ ডিসেম্বর ইসলামাবাদে দেখা করতে গেলে, কুলভূষণের মা ও স্ত্রী-কে হেনস্থা করে পাকিস্তান।

১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক বিচার আদালত৷ দুই দেশের মধ্যে বিরোধ নিষ্পত্তি করে রায় দিলেও সেটি কার্যকরের ক্ষমতা তাদের নেই৷

পরস্পরের বিরুদ্ধ নিয়মিত গুপ্তচরবৃত্তির  অভিযোগ করে থাকে ভারত ও পাকিস্তান৷ বিরোধপূর্ণ কাশ্মীরসহ বিভিন্ন কারণে নানা যুদ্ধাবস্থাও বিরাজ করে তাঁদের মধ্যে৷

এমবি (রয়টার্স, এনডিটিভি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ