1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আন্তর্জাতিক গণমাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী

১৭ মার্চ ২০২০

বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে৷

Bangladesch 100. Jubiläum Geburt von Sheikh Mujibur Rahman
ছবি: bdnews24.com/PID

কলকাতার দৈনিক আনন্দবাজারে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পিতার জন্মশতবার্ষিকীতে ‘তিনি ও তাঁর সোনার বাংলা’ শিরোনামে একটি নিবন্ধ লেখেন৷ নিবন্ধে ছাত্রজীবন থেকেই বাংলার মানুষের দুঃখযন্ত্রণা কিভাবে বঙ্গবন্ধুকে কষ্ট দিয়েছে এবং সেই কষ্ট লাঘবের জন্য লড়াই করে তিনি কিভাবে তাদের বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ড উপহার দেন সেই গল্প বলা হয়৷ 

১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমান। বেঁচে থাকলে এই দিনে তাঁর বয়স হত ১০০ বছর। মঙ্গলবার সকাল ১০টার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত ‘মুজিববর্ষ' হিসেবে উদযাপন করবে বাংলাদেশ। মঙ্গলবার তার জন্মদিনে সেই বর্ষগণনার সূচনা হয়েছে৷

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী থেকে এক বছর মুজিববর্ষ ঘোষণা করে সাড়ম্বরে উদযাপনের সব প্রস্তুতি সরকার নিলেও নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জনগণের স্বাস্থ্যঝুঁকি এড়াতে সেই আয়োজন সীমিত করেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। অনুষ্ঠানে বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছিল৷ যা পরে বাতিল করা হয়৷

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আমন্ত্রিতদের তালিকায় ছিলেন৷ তবে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও মোদী ‘ভিডিও কনফারেন্সের' মাধ্যমে জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেবেন এবং শ্রদ্ধা জানাবেন বলে জানায় ভারতের টেলিভিশন চ্যানেল নিউজ১৮৷

অলইন্ডিয়া রেডিওর অনলাইন সংস্করণে (ইংরেজি) ‘বাংলাদেশে বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষকী উদযাপন করছে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে৷

এসএনএল/কেএম 

৬ মার্চের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ