1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ দল

২১ জুলাই ২০১১

৫২তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড-এ অংশ নিতে বাংলাদেশ দল বর্তমানে নেদারল্যান্ডসের রাজধানী শহর আমস্টারডামে অবস্থান করছে৷ এই দলের সঙ্গে রয়েছেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান৷

জার্মানির গ্যার্ট মিটরিং একাধিক গণিত অলিম্পিয়াড সহ অনেক প্রতিযোগিতায় নজর কেড়েছেনছবি: picture-alliance/ dpa

আমস্টারডামের গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ দলের অবস্থান সম্পর্কে জানা যাচ্ছে ফেসবুকে৷ মুনির হাসান নিয়মিতই সর্বশেষ খবর জানাচ্ছেন সেখানে৷ এই যেমন গত মঙ্গলবার ফেসবুকে তিনি লিখেছেন, ‘‘আইএমও আপডেট ৫: দ্বিতীয় দিনের পরীক্ষার জন্য রওনা হয়েছে হোটেল থেকে স্টেডিয়ামের পথে! এবারের পরীক্ষা হচ্ছে ইনডোর স্টেডিয়ামে৷বলা যায়, অলিম্পিকের সার্থকনামা!'

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসানের সাক্ষাৎকারের অডিও ফাইল

ডয়চে ভেলের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বুধবার মুনির হাসান জানালেন, গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের উত্থানের কথা৷ ২০০৫ সালে যাত্রা শুরুর পর এখন পর্যন্ত দুটো পদক জয় করেছে বাংলার সোনার ছেলেরা৷ ইরানের কথা বাদ দিলে, নবীন অন্য কোন দেশের তুলনায় এই সাফল্য যথেষ্ট উজ্জ্বল৷ তাছাড়া গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীরা পরবর্তীতে বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে৷ এটাও এক অর্জন৷

গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্বাচনেও দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করা হয়৷ সারা দেশ থেকেই শিক্ষার্থীরা আঞ্চলিক আয়োজনে অংশ নেওয়ার সুযোগ পায়৷ সেখান থেকে নির্বাচিত মেধাবী শিক্ষার্থীরা সুযোগ পায় আন্তর্জাতিক আসরে অংশ গ্রহণের৷ এই সম্পর্কে আরো বিস্তারিত শুনতে ক্লিক করুন নিচের সাক্ষাৎকার অংশে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ