1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আন্তর্জাতিক চাপের মুখে সরকার

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২ মে ২০১৬

বাংলাদেশে একের পর এক মুক্তচিন্তা, ভিন্ন ধর্মাবলম্বী ও ধর্মনিরপেৰতাবাদীদের হত্যার ঘটনায় আন্তর্জাতিক চাপের মুখে আছে সরকার৷ এসব হত্যাকান্ডের তদন্তে আস্থাহীনতার কথা জানিয়ে তদন্তে সহযোগিতার কথাও বলছে তারা৷

Bangladesch neuer Angriff auf säkulare Verleger und Autoren Ehefrau Dipan
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman

সরকারের নীতি নির্ধারকরাও মনে করেন, আন্তর্জাতিক সম্প্রদায় এক ধরণের চাপ সৃষ্টি করতে চাইছে৷ তবে তাঁদের অনেকেই এই চাপকে তেমন গুরুত্ব না দেয়ার পক্ষে৷

বাংলাদেশের প্রথম ‘গে' মাগাজিন 'রূপবান' সম্পাদক জুলহাস মান্নান ও অ্যাক্টিভিস্ট তনয় হত্যাকান্ডের ঘটনা শেষ হতে না হতেই গত ৩০ এপ্রিল টাঙ্গাইলে নিখিল চন্দ্র জোয়াদার নামে এক হিন্দু দর্জিকে কুপিয়ে হত্যা করা হয়৷ এ হত্যারও দায় শিকার করেছে ইসলামিক স্টেট (আইএস)৷

গত ১৭ মাসে এমন ৩৪ জনকে হত্যা করা হয়েছে যাঁরা ছিলেন লেখক, প্রকাশক , ব্লগার, বিদেশি, ভিন্ন ধর্ম প্রচারক অথবা ভিন্ন ধর্মীয় চিন্তার মানুষ৷

ডা. তারেক শামসুর রহমান

This browser does not support the audio element.

জুলহাস মান্নান হত্যাকান্ডের পর মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সোচ্চার হয়েছে এর প্রতিবাদ-নিন্দা ও বিচারের দাবীতে৷ মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এসব হত্যাকান্ডের পিছনে আইএস জড়িত বলে মন্তব্য করে তদন্তে সহায়তার প্রস্তাবও দিয়েছেন৷ তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে , ‘বাংলাদেশে এখন অপরাধ করে পালিয়ে যাওয়ার মতো পরিবেশ বিরাজ করছে৷''

এই পরিস্থিতিতে জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞানের অধ্যাপক ডা. তারেক শামসুর রহমান ডয়চে ভেলেকে বলেন, ‘এটা স্পষ্ট যে মার্কিন যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় এসব হত্যাকান্ডের ইস্যুতে চাপ সৃষ্টি করছে৷ তারা চাইছে, তাদের দেখানো পথে তদন্ত হোক৷'

তবে তিনি মনে করেন, ‘এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়৷ বাংলাদেশ অবশ্যই এসব ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনবে৷ বাইরের কোনো মহলের এ ব্যাপারে নাক গলানো ঠিক হবেনা৷'

নূহ-উল- আলম লেনিন

This browser does not support the audio element.

ড. তারেক শামসুর রহমান আরো বলেন, ‘আমার মনে হয় এসব হত্যাকান্ডের পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে৷ আর সেই ষড়যন্ত্রে অনেক সংঠনও জড়িত, কারন, আমি জঙ্গি নিয়ে গবেষণা করি৷ বাংলাদেশের যেসব হত্যাকান্ডে আইএস জড়িত বলে দাবি করা হচ্ছে, হত্যাকান্ডের ধরণ দেখে তা মনে হয়না৷ কারণ, আইএস ব্যক্তিকে টার্গেট করেনা৷'

এ নিয়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য নূহ-উল- আলম লেনিন ডয়চে ভেলেকে বলেন, ‘তারা বাংলাদেশ সরকারের ওপর একটা মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে চায়৷ বাংলাদেশের প্রেক্ষাপট না বুঝে তারা ইউরোপ- অ্যামেরিকার চিন্তায় কথা বলছেন৷ কিন্তু সরকার তাদের চাপকে আমলে নিচ্ছেনা৷'

তিনি বলেন, ‘সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী প্রতিটি ঘটনার তদন্ত করছে৷ আমাদের মতো করেই তদন্ত হবে৷ অপরাধীরা ধরাও পড়বে৷'

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ