আন্তর্জাতিক নারী দিবসের দিন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার-পিছু একশ টাকা কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিজ্ঞাপন
শুক্রবার সকালেই এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি এক্স-এ লিখেছেন, ‘‘আজ নারী দিবস। আমার সরকার সিদ্ধান্ত নিয়েছে, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম একশ টাকা কম করা হবে। এর ফলে দেশের বিভিন্ন প্রান্তে থাকা কোটি কোটি নারী উপকৃত হবেন। আমাদের নারীশক্তি উপকৃত হবেন।’’
তিনি বলেছেন, ‘‘রান্নার গ্যাসকে আরো মানুষের সাধ্যের মধ্যে নিয়ে এসে আমরা পরিবারগুলিকে সাহায়্য করার চেষ্টা করেছি। এর ফলে পরিবেশও ভালো হবে। আর এটা হলো নারীদের ক্ষমতায়ণ করার জন্য আমাদের দায়বদ্ধতার পরিচয়। তাদের জীবনযাত্রাকে আরো সহজ করার চেষ্টা।''
পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে রান্নার গ্যাসের দাম দুইশ টাকা কমিয়েছিল মোদী সরকার। কমাবার পর গ্যাসের সিলিন্ডারের দাম হয় নয়শ টাকা। এখন একশ টাকা কমাবার পর দাম হবে আটশ টাকা। এছাড়া গরিবদের জন্য উজ্জ্বলা যোজনায় সিলিন্ডার-পিছু আরো তিনশ টাকা ভর্তুকি দেয়ার কথাও বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছিল।
ভারতে রান্নার গ্যাসের সিলিন্ডার হাজার টাকা ছাড়ালো, চাপে সাধারণ মানুষ
রান্নার গ্যাসের একটি সিলিন্ডারের দাম এবার এক হাজার টাকার বেশি হয়ে গেল। ভর্তুকির পরিমাণ কমে দাঁড়ালো মাত্র সাড়ে উনিশ টাকা।
ছবি: Subrata Goswami/DW
দেড় মাসে দুই বার
গত দেড় মাসে এই নিয়ে রান্নার গ্যাসের দাম দুই বারে ১০০ টাকা বাড়ল। এর আগে গত ২২ মার্চ গ্যাসের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছিল। উত্তরপ্রদেশ-সহ দেশের পাঁচ রাজ্যের ভোটের ফলপ্রকাশের পরে দুইবার বাড়ল রান্নার গ্যাসের দাম।
ছবি: Subrata Goswami/DW
পশ্চিমবঙ্গে এক হাজার ২৬ টাকা
পশ্চিমবঙ্গে গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে হলো এক হাজার ২৬ টাকা। এই প্রথমবার রান্নার গ্যাসের সিলিন্ডার এত দাম দিয়ে কিনতে হচ্ছে সাধারণ মানুষকে।
ছবি: Subrata Goswami/DW
সরকারি হিসাব
সরকারি তথ্য বলছে, মনমোহন সরকারের শেষ বছরে রান্নার গ্যাসে ভর্তুকি দেওয়া হয়েছিল ৪৬ হাজার ৫০০ কোটি টাকা। মোদী সরকারের প্রথম বছরেই যা কমে দাঁড়ায় ৩৬ হাজার ৫০০ কোটি টাকায়। ২০২১-২২-এর প্রথম নয় মাসে রান্নার গ্যাসের ভর্তুকির অর্থ এসে দাঁড়ায় প্রায় দুই হাজার ৭০৬ কোটি টাকায়।
ছবি: Subrata Goswami/DW
রাহুল গান্ধীর অভিযোগ
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগ, ‘‘ইউপিএ সরকারের আমলে প্রতি সিলিন্ডারে ৮২৭ টাকা করে ভর্তুকি দেওয়া হত। উপভোক্তাকে দাম দিতে হতো ৪১৪ টাকা। আজ ভর্তুকির পরিমাণ কমিয়ে গ্যাসের দাম হাজারে পৌঁছে দেয়া হয়েছে।
বারে বারে বাড়ছে গ্যাসের দাম, তাই উনুন আর কাঠপাতার জ্বালানিতেই আবার ফিরবেন গ্রাম বাংলার অধিকাংশ নিম্নআয়ের মানুষজন? অনেকে এখনই অর্থাভাবে সিলিন্ডার আর ওভেন বিক্রিও করে দিচ্ছেন।
ছবি: Subrata Goswami/DW
কেরোসিনের দামও বেশি
বুনা খটিক জানালেন ৬০০ টাকা থেকে গ্যাস নেওয়া শুরু করেছিলেন, আজ তা হাজার ছাড়িয়েছে। আবার স্টোভে রান্না শুরু করতে হবে, কিন্তু রেশনে কেরোসিনের দরও অগ্নিমূল্য।
ছবি: Subrata Goswami/DW
মাইক্রোওয়েভের ব্যবহার বাড়ছে
শুধুমাত্র নিম্নআয়ের মানুষজনই নন, মধ্যবিত্তদের কপালেও ভাঁজ। গৃহবধূ ইন্দ্রানী মুখোপাধ্যায় বলছেন তিনি মাইক্রোওয়েভ ওভেনের ব্যবহার বাড়িয়ে দিয়েছেন। হাজার টাকার ওপরে গ্যাসের দাম মুখের কথা নয়। কিন্তু তাতেও বিদ্যুতের বিল বাড়বে।
আরসালান হোটেলের ম্যানেজার মহম্মদ নাসির বললেন, খাবারের নানান উপকরণের দাম তো বাড়ছেই, সঙ্গে গ্যাসের দামও যদি এভাবে বাড়তে থাকে, তাহলে খাবারের দাম বাড়ানো ছাড়া উপায় থাকেনা।
ছবি: Subrata Goswami/DW
বেড়েছে সিএনজিও
বেড়েছে অটোরিকশার জ্বালানির দামও। অটোচালক মানস ঘোষ বললেন, ''সাত মাসে কেজি প্রতি প্রায় তিরিশ টাকা বেড়েছে সিএনজি-র দাম। এভাবে বাড়তে থাকলে আমাদের ভাড়া বাড়াতে হবে, ভাড়া বাড়ালে প্যাসেঞ্জার কমে যাবে। শেষমেশ আমাদেরই ক্ষতি।''
ছবি: Subrata Goswami/DW
প্রতিবাদ সত্ত্বেও
গ্যাস এবং পেট্রল-ডিজেলের দাম বাড়ার প্রতিবাদে মুখর প্রায় সব বিরোধীদলই, কিন্তু সেই প্রতিবাদে কোনো হেলদোল নেই কেন্দ্রীয় সরকারের।
ছবি: Subrata Goswami/DW
12 ছবি1 | 12
একটি সিলিন্ডারে ১৪ কিলো দুইশ গ্রাম গ্যাস থাকে।
বার্তাসংস্থা রয়টার্স-এর সাম্প্রতিক একটি রিপোর্টে বলা হয়েছে, ভারতে নারীরা একসময় কংগ্রেসের সমর্থক ছিলেন, তারা এখন আগের তুলনায় অনেক বেশি করে মোদীকে সমর্থন করছেন। কারণ, মোদী এখন নারীকল্যাণের দিকে নজর দিয়েছেন বলে তাদের মত। নারীরা ঘরে বসে টাকা পাচ্ছেন, কলের জল পাচ্ছেন, রান্নার গ্যাসের সংযোগ পাচ্ছেন।
এই রিপোর্টে বলা হয়েছে, ইন্দিরা গান্ধীর জন্য ভারতীয় নারীরা কংগ্রেসকে সমর্থন করে এসেছে। তিনিই ছিলেন নারীদের রোল মডেল। আর বিজেপি-র পরিচিতি ছিল পুরুষ-প্রাধান্য়ের দল হিসাবে। সেখান থেকে মোদীর জন্য নারীদের ধারণার পরিবর্তন ঘটেছে।
তবে বিজেপি লোকসভা নির্বাচনের যে প্রথম প্রার্থীতালিকা প্রকাশ করেছে, তাতে মাত্র ১৩ শতাংশ নারীকে প্রার্থী করা হয়েছে।