1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আন্তর্জাতিক পরোয়ানা গাদ্দাফির বিরুদ্ধে, ঘরে-বাইরে চাপ বাড়ছে

২৭ জুন ২০১১

সোমবার লিবিয়ায় ন্যাটোর বিমান অভিযানের ১০০তম দিনে একাধিক উল্লেখযোগ্য ঘটনার খবর পাওয়া যাচ্ছে৷ আন্তর্জাতিক ফৌজদারি আদালত কর্নেল গাদ্দাফির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে৷ বিদ্রোহীরাও সাফল্যের দাবি করছে৷

গাদ্দাফি ও ২ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কথা বলেন ফৌজদারি আদালতের প্রধান কৌঁশুলি লুইস মোরেনো ওকাম্পোছবি: picture alliance/dpa

দেশে বিদেশে লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফির উপর চাপ এখন তুঙ্গে৷ বিদ্রোহী বাহিনী সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষ চালিয়ে রাজধানী ত্রিপোলির মাত্র ৮০ কিলোমিটার দক্ষিণে বির-আল-গানাম শহরে পৌঁছে গেছে৷ দেশের পশ্চিমে বিদ্রোহীরা এর আগে এতো বড় সাফল্য পায় নি৷ ১০০ দিন ধরে গাদ্দাফির শাসনযন্ত্রের উপর ন্যাটোর বিমান হামলার ফায়দা তুলে বিদ্রোহীরা এলাকা দখলের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে৷

গাদ্দাফি ও তাঁর পুত্ররা চাপের মুখেছবি: picture-alliance/dpa

নেদারল্যান্ডস'এর দ্য হেগ'এ আন্তর্জাতিক ফৌজদারি আদালত গাদ্দাফি, তাঁর পুত্র সাঈফ আল ইসলাম ও দেশের গোয়েন্দা প্রধান আবদুল্লাহ আল সেনুসি'র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে৷ মানবজাতির বিরুদ্ধে অপরাধের অভিযোগের মুখে পড়েছেন তাঁরা৷ সরকার ও প্রশাসনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও তারা যেভাবে ঠাণ্ডা মাথায় নিরীহ বিক্ষোভকারীদের উপর হত্যালীলা চালিয়েছে, তার ফলেই এতো কড়া অবস্থান নিয়েছে আন্তর্জাতিক আদালত৷ যে কোনো মূল্যে বিক্ষোভ দমন করাই ছিল গাদ্দাফি ও তাঁর ছেলের লক্ষ্য৷ তাদের সেই সিদ্ধান্ত কার্যকর করেছেন আল সেনুসি৷ আদালতের এই ঘোষণার খবর শুনে লিবিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় জনতা আনন্দে মেতে ওঠে৷ বেনগাজি, মিসুরাটা ইত্যাদি শহরে মানুষ পথে নেমে শূন্যে গুলি ছুঁড়ে উল্লাস দেখায়৷ গাড়ির হর্ন বাজিয়েও তারা এই সিদ্ধান্তকে স্বাগত জানায়৷ বিদ্রোহীদের প্রতিনিধি জালাল আল গালাল বলেন, এর ফলে গাদ্দাফির প্রস্থান আরও তরান্বিত হবে বলে তাঁর বিশ্বাস৷ গোটা বিশ্ব যেভাবে গাদ্দাফির বিচারের জন্য ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ, বলেন আল গালাল৷ আদালতের রায় ঘোষণার ঠিক আগে রাজধানী ত্রিপোলিতে গাদ্দাফি সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম বলেন, ‘‘আমাদের বিশ্বাস, আন্তর্জাতিক ফৌজদারি আদালতের কোনো বৈধতাই নেই৷''

ধীরে হলেও ত্রিপোলির দিকে এগিয়ে চলেছে বিদ্রোহীরাছবি: dapd

দেশে-বিদেশে এমন সাঁড়াশী চাপের মুখে পড়েও গাদ্দাফি এখনো ক্ষমতা আঁকড়ে ধরে রয়েছেন৷ এমনকি বিদ্রোহী তথা আন্তর্জাতিক সমাজের সঙ্গে আলোচনার প্রচেষ্টাও চলছে বলে আভাস পাওয়া যাচ্ছে৷ গাদ্দাফির পররাষ্ট্রমন্ত্রী আবদেলাতি ওবেইদি, স্বাস্থ্যমন্ত্রী আহমেদ হিজাজি ও সমাজ বিষয়ক মন্ত্রী ইব্রাহিম শেরিফ প্রতিবেশী দেশ টিউনিশিয়ার জেরবা দ্বীপে বেশ কিছু ‘বিদেশী শক্তি'দের সঙ্গে আলোচনা চালাচ্ছেন বলে সেদেশের এক সংবাদ সংস্থা জানিয়েছে৷ তবে এই আলোচনা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায় নি৷ কিছু পর্যবেক্ষকের মতে, গাদ্দাফি প্রশাসনের নেতৃত্বের মধ্যে ফাটল দেখা দিচ্ছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ