1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ইলকায় গ্যুন্দোয়ান

২০ আগস্ট ২০২৪

জার্মানির হয়ে ৮২টি ম্যাচ খেলা ইলকায় গ্যুন্দোয়ান আর আন্তর্জাতিক ফুটবল খেলবেন না৷ ইউরো ২০২৪-এ জার্মানির অধিনায়ক ছিলেন ৩৩ বছর বয়সি এ ফুটবলার৷

জার্মান জাতীয় দলের ফুটবলার ইলকায় গ্যুন্দোয়ান
১৩ বছরের ক্যারিয়ারে জার্মানির হয়ে ৮২টি ম্যাচ খেলেছেন ইলকায় গ্যুন্দোয়ানছবি: ANP/IMAGO

সোমবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানান ইলকায় গ্যুন্দোয়ান৷ ৩৩ বছর বয়সি এই মিডফিল্ডার  সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বলেন, ‘‘কয়েক সপ্তাহের ভাবনাচিন্তার পর আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আমার জাতীয় দলের ক্যারিয়ারে ইতি টানার সময় এসেছে৷''

ফিরে দেখা ৮২টি ম্যাচ

২০১১ সালের অক্টোবরে বেলজিয়ামের বিরুদ্ধে প্রথমবার জার্মান জাতীয় দলের হয়ে খেলেন গ্যুন্দোয়ান৷ তবে ২০১৪ সালে পিঠের চোটের কারণে জার্মানির বিশ্বকাপ জেতা দলে খেলতে পারেননি৷

নিজের সুদীর্ঘ ক্যারিয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমার দেশের হয়ে খেলা ৮২টি ম্যাচের দিকে আমি গর্বের সাথে ফিরে তাকাই৷ এমন একটা সংখ্যার কথা ২০১১ সালে জার্মানির হয়ে প্রথমবার খেলার সময় আমি ভাবতেই পারিনি৷''


জার্মানিকে ইউরো ২০২৪-এ নেতৃত্ব দেওয়া ‘বিরাট সম্মান' ছিল বলেও জানান তিনি৷

গ্যুন্দোয়ান লেখেন, ‘‘এত বছর পর, আমরা আবার দেশকে গর্বিত করতে পেরেছি৷ আমি খুবই আনন্দিত যে, এতে আমারও কিছু ভূমিকা ছিল৷''

গ্যুন্দোয়ানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জার্মান ফুটবল ফেডারেশন ডিএফবি বলেছে, ‘‘দলের সদস্য ও অধিনায়ক হিসেবে তোমাকে আমরা মিস করবো৷ আমাদের বন্ধুর মতো দলে সব সময় একটি বিশেষ, নিশ্চিত স্থান ছিল তোমার৷ সবকিছুর জন্য ধন্যবাদ, ইলি!''

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবলে দেখা যাবে গ্যুন্দোয়ানকে৷ শোনা যাচ্ছে, এই গ্রীষ্মেই তিনি হয়তো এফসি বার্সেলোনা ছাড়তে পারেন৷

এসএস/এসিবি (এসআইডি, ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ