কলকাতায় যে দুজন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন, তারা ভাইরাস বহন করে এনেছেন বিদেশ থেকে। কলকাতা বিমানবন্দরে আন্তর্জাতিক উড়ান আপাতত বন্ধ রাখার প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
বিজ্ঞাপন
কলকাতা শহরসহ পশ্চিমবঙ্গে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত দুই। দুই ক্ষেত্রেই সংক্রমণ এসেছে বিদেশ থেকে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ব্রিটেন এবং সংযুক্ত আরব আমিরাত থেকে যারাই এখন কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছাচ্ছেন, তাদের ডাক্তারি পরীক্ষা এবং কোয়ারান্টাইনের ব্যবস্থা করতে হচ্ছে। এই চাপ কমাতে আপাতত কলকাতা বিমানবন্দরে বিদেশি বিমান অবতরণ করতে না দেওয়ার প্রস্তাব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার রাজ্য সচিবালয় নবান্নে তিনি বলেন, বৃহত্তর জনস্বার্থে এই সাময়িক নিষেধাজ্ঞা জারি হওয়া জরুরি।
রাজ্যে মুখ ঢাকার কাপড়ের মাস্ক এবং হাত জীবাণুমুক্ত করার স্যানিটাইজারের সংকট দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রী এদিন আশ্বস্ত করে বলেন, জরুরি ভিত্তিতে দুটি জিনিসই তৈরি করা হচ্ছে। রাজ্য সরকার এজন্য বিশেষ তহবিল গড়েছে। কিন্তু যতদিন না সরবরাহ স্বাভাবিক হচ্ছে, সাবান দিয়ে হাত ধোয়া, হাঁচি-কাশির সময় মুখ ঢেকে রাখার পাশাপাশি রুমাল দিয়ে মুখ ঢাকার পরামর্শ দেন তিনি। কীভাবে রুমালে মুখ ঢাকতে হবে, হাতেকলমে দেখিয়েও দেন তিনি।
বস্তুত মমতা ব্যানার্জি সীমিত সামর্থ নিয়েই করোনা ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে চাইছেন। এর আগে তিনি রাজ্যের বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলির কাছে আবেদন করেন, মানবিক দৃষ্টিকোণ থেকে চলতি সংকটকে দেখতে। বিপদে মানুষের পাশে দাঁড়াতে।
কিন্তু দৃশ্যত সমস্যা হচ্ছে উচ্চবিত্ত শ্রেণীকে নিয়ে, যাঁরা বিদেশ থেকে আসছেন এবং রোগ গোপন করে ঢুকে পড়ছেন শহরে।
করোনায় সবচেয়ে বিপর্যস্ত দশ দেশ
করোনায় এ পর্যন্ত কোন দশটি দেশের মানুষ সবচেয়ে বেশি সংক্রামিত হয়েছে, মৃত্যু কোন দেশগুলোতে সবচেয়ে বেশি? দেখুন ছবিঘরে...
ছবি: Reuters/F. Lo Scalzo
১০. জার্মানি
মোট আক্রান্ত ১৫ হাজার ৩২০জন৷ মারা গেছেন ৪৪জন৷ সুস্থ হয়েছেন ১১৫জন৷
ছবি: picture-alliance/AP Photo/M. Meissner
৯. নেদারল্যান্ডস
মোট আক্রান্ত দুই হাজার ৪৬৮জন৷ মারা গেছেন ৭৭জন৷ সুস্থ হয়েছেন দুইজন৷
ছবি: AFP/R. de Waal
৮. দক্ষিণ কোরিয়া
মোট আক্রান্ত আট হাজার ৬৫২ জন৷ মারা গেছেন ৯৪ জন৷ সুস্থ হয়েছেন এক হাজার ৫৪০জন৷
ছবি: Reuters/Kim Kyung-Hoon
৭. যুক্তরাজ্য
যুক্তরাজ্যে মোট আক্রান্ত হয়েছেন দুই হাজার ৭১৬জন৷ মারা গেছেন ১৩৮ জন৷ সুস্থ হয়েছেন ৬৫জন৷
ছবি: Getty Images/C. Furlong
৬. মার্কিন যুক্তরাষ্ট্র
মোট আক্রান্ত ১৪ হাজার ২৫০জন৷ মারা গেছেন ২০৫ জন৷ সুস্থ হয়েছেন ১২১জন৷
ছবি: AFP/J. Edelson
৫. ফ্রান্স
মোট আক্রান্ত ১১ হাজার ১০জন৷ মারা গেছেন ৩৭২ জন৷ সুস্থ হয়েছেন ১২জন৷
ছবি: picture-alliance/abaca/A. Marechal
৪. স্পেন
মোট আক্রান্ত ১৮ হাজার ৭৭জন৷ মারা গেছেন ৮৩৩জন৷ সুস্থ হয়েছেন এক হাজার ১০৭জন৷
ছবি: Reuters/E. Alonso
৩. ইরান
মোট আক্রান্ত ১৮ হাজার ৪০৭জন৷ মারা গেছেন এক হাজার ২৮৪জন৷ সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৯৭৯জন৷
ছবি: Reuters
২. চীন
বিশ্বের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রয়েছেন চীনে৷ সেখানে মোট আক্রান্ত ৮১ হাজার ১৯৯জন৷ মারা গেছেন তিন হাজার ২৫৩জন৷ কিন্তু আক্রান্ত যেমন বেশি, তেমনি সুস্থ হয়ে ওঠা মানুষও সেখানে সবচেয়ে বেশি৷ চীনে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭১ হাজার ২৬৬জন৷
ছবি: picture-alliance/NurPhoto/Vernon Yuen
১. ইটালি
মোট আক্রান্ত ৪১ হাজার ৩৫ জন৷ করোনা সংক্রমণের কারণে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইউরোপের এই দেশে৷ সেখানে মৃতের সংখ্যা তিন হাজার ৪০৫৷ আক্রান্তের তুলনায় সুস্থ হওয়ার হার সেখানে এখনো কম৷ মোট সুস্থ হয়েছেন চার হাজার ৪৪০জন৷