1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আন্তর্জাতিক রাজনীতির কারণে জলবায়ু চুক্তি হচ্ছে না’

১৭ জুন ২০১১

প্রথমে কোপেনহেগেন, তারপর কানকুন৷ কেউই বিশ্বকে সুখবর দিতে পারেনি৷ সামনে আসছে ডারবান৷ সেও পারবে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা৷

ছবি: RIA Novosti

জার্মানির সাবেক রাজধানী বনে এখন চলছে জলবায়ু আলোচনা৷ বছর শেষে দক্ষিণ আফ্রিকার ডারবানে যে জলবায়ু সম্মেলন হতে যাচ্ছে তার পূর্ব প্রস্তুতি বলা যায় একে৷ আলোচনায় অংশ নিচ্ছেন বাংলাদেশের কয়েকজন প্রতিনিধি৷ এঁদেরই একজন ‘অ্যাকশন এইড' সংস্থার বাংলাদেশ প্রধান ফারাহ কবীর৷ এ পর্যন্ত বেশ কয়েকটি সম্মেলনে অংশ নেয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর৷ তিনি বললেন, ‘‘কিয়োটো প্রটোকল শেষ হয়ে যাচ্ছে ২০১২ সালে৷ ফলে এরপর থেকে উন্নত আর অনুন্নত দেশের মধ্যে জবাবদিহিতার কোনো বিষয় থাকবে না৷ তাই একটা চুক্তি খুবই প্রয়োজন৷ কিন্তু সেটা হবে কিনা, এখনো বলা কঠিন৷''

ফারাহ কবীর বলছেন দু'একটা দেশ বাদে সবাই বুঝতে পারছে যে একটা চুক্তি হতেই হবে৷ বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন, চীন, ব্রাজিল, ভারত৷ কিন্তু আন্তর্জাতিক রাজনীতির কারণে চুক্তিটা এখনো হচ্ছে না৷

চুক্তি না হোক, কোপেনহেগেন সম্মেলনে উন্নত বিশ্ব ২০১২ সালের মধ্যে উন্নয়নশীল বিশ্বের দেশগুলোকে দুই হাজার আটশো কোটি ডলার দিতে চেয়েছিল৷ এরপর কেটে গেছে দেড় বছর৷ ২০১২ সাল আসতে বাকী আছে আর মাত্র ছয়মাস৷ কিন্তু বাংলাদেশ এখনো ঐ অর্থের একটিও পায়নি বলে জানালেন ফারাহ কবীর৷

এই সবুজ ধরিত্রীকে বাঁচাতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে

বাংলাদেশ কী করছে?

বাংলাদেশের একজন জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ হলেন ড. সালিমুল হক৷ তিনি কাজ করেন লন্ডনের একটি প্রতিষ্ঠানে৷ সঙ্গে অধ্যাপনাও করছেন৷ এখন তিনি বন শহরে৷ অংশ নিচ্ছেন জলবায়ু আলোচনায়৷ তিনি বললেন, বাংলাদেশ নিজস্ব উদ্যোগে ‘বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি এন্ড অ্যাকশন প্ল্যান' করেছে৷ সেখানে কীভাবে এই পরিবর্তনের প্রভাব মোকাবেলা করা যাবে তা রয়েছে৷ এই পরিকল্পনা আন্তর্জাতিকভাবে স্বীকৃতিও পেয়েছে বলে জানালেন ড. সালিম৷ তিনি বলছেন, সরকার ইতিমধ্যে নিজের তহবিল থেকে কয়েকশো কোটি টাকা বরাদ্দ করেছে৷ আর উন্নত বিশ্বের কাছে অর্থ সাহায্যের জন্য আবেদন করেছে৷ ফলে এখন পর্যন্ত কয়েকশো মিলিয়ন ডলারের অঙ্গীকার পাওয়া গেছে৷

কিন্তু অঙ্গীকার পাওয়া মানেই যে টাকা পাওয়া তা তো নয়৷ তবে ড. সালিম শোনালেন আশার বাণী৷ ‘‘এই অর্থ ব্যবহারের জন্য এখন একটা অবকাঠামো দাঁড় করানোর কাজ চলছে৷ তাই টাকা আসবে সেটা বলা যায়৷''

কিন্তু যে পরিমাণ টাকা আসবে সেটা কী জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যথেষ্ট? ড. সালিম বলেন, ‘‘যথেষ্ট অবশ্যই না, তবে এটা একটা শুরু৷ তবে এই তহবিলটা যেন সৎভাবে ব্যবহার করা হয়, গরীব মানুষের কাজে লাগানো যায়, সেদিকে খেয়াল রাখতে হবে৷''

তরুণ প্রজন্মের ভাবনা

বন সম্মেলনে অংশ নিচ্ছেন বাংলাদেশের এক তরুণ তানজির হোসেইন৷ তিনি বললেন, ‘‘এই মুহূর্তে যদি একটা চুক্তি হয় তাহলেও বাংলাদেশকে দীর্ঘমেয়াদে একটা ফল ভোগ করতে হবে৷ উপকূলীয় অঞ্চলের অনেককে তাদের ঘর ছেড়ে যেতে হবে৷ আর যদি চুক্তি না হয় তাহলে বাংলাদেশের অনেক অঞ্চল বসবাসের অযোগ্য হয়ে যাবে৷''

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ