1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আন্তর্জাতিক সৌরশক্তি জোট

অনিল চট্টোপাধ্যায় নতুন দিল্লি
১৪ মার্চ ২০১৮

প্যারিস জলবায়ু সম্মেলনের হাত ধরে তৈরি হওয়া আন্তর্জাতিক সৌরশক্তি জোটের তিন দিনের শীর্ষ সম্মেলন শেষ হয়েছে৷ সম্মেলনে স্থির হয়েছে, বিকল্প শক্তি হিসেবে সৌরশক্তির ব্যবহার বাড়াতে বিনিয়োগসহ অতিরিক্ত পদক্ষেপ নেওয়া হবে৷

Indien Präsident Macron und Modi eröffnen Solarstrom-anlage
ছবি: Getty Images/AFP/L. Marin

আন্তর্জাতিক সৌরশক্তি জোট (আইএসএ) গড়ে তুলে আফ্রিকা, এশিয়া, ল্যাটিন অ্যামেরিকা এবং ইউরোপের ২৩টি দেশের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ভারত৷ মঙ্গলবার শেষ হওয়া সম্মেলনে যোগ দেন ফরাসি প্রেসিডেন্ট মাক্রোঁসহ বিশ্বের ২৩টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণ৷

নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত সম্মেলনটির উদ্বোধনী অনুষ্ঠানে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁকে পাশে নিয়ে প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করেন, সৌরবিদ্যুৎ শক্তির ব্যবহার যত বাড়বে, ততই কমিয়ে আনা সম্ভব হবে বিশ্বের উষ্ণায়ন৷ এই গ্রহকে বাঁচাতে সূর্যই শেষ ভরসা৷ তাই মোদী জানান, ২০২২ সালের মধ্যে ভারত ১৭৫ গিগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে৷ আর এই লক্ষ্য পূরণে সংশ্লিষ্ট দেশগুলিতে সৌরশক্তির জোগানের জন্য ১০টি প্রস্তাব সম্বলিত একটি ‘অ্যাকশন প্ল্যান' তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী৷ যার অন্যতম এলইডি বালবের ব্যবহার বাড়ানো৷ মোদীর দাবি, ভারত গত তিন বছরে ২৮ কোটি এলইডি বাল্ব সরবরাহ করেছে৷ এতে করে সাশ্রয় হয়েছে ২০০ কোটি ডলার৷ শুধু তাই নয়, আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্স-এর সদস্য দেশগুলির জন্য খুলবে ৫০০ ট্রেনিং সেন্টার ভারত৷ শুরু করবে গবেষণা ও উন্নয়নের জন্য সোলার টেকনিক্যাল মিশন৷

যৌথ সৌরপ্রকল্প

01:36

This browser does not support the video element.

প্রধানমন্ত্রী মোদী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁ ঘোষণা করেন যে সৌরশক্তি যাতে সস্তায় সরবরাহ করা যায়, তার জন্য ২০৩০ সাল নাগাদ এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন৷ এর মধ্যে ভারত ১৪০ কোটি ডলার এবং ফ্রান্স ১৩০ কোটি ডলার দেবার প্রতিশ্রুতি দেয়৷ ফরাসি প্রেসিডেন্ট এরপর সোমবার উত্তর প্রদেশর মির্জাপুরে ১০০ মেগাওয়াটের সৌরশক্তি প্রকল্পের উদ্বোধন করেন৷ মাক্রোঁ সৌরশক্তির ক্ষেত্রে তিনটি ইস্যুকে চিহ্নিত করেন৷ সৌরবিদ্যুতের চাহিদা এবং সম্ভাবনার নিরিখে দেশগুলিকে চিহ্নিত করা, অর্থের জোগান এবং অনুকূল পরিকাঠামো গড়ে তোলা৷ মার্কিন যুক্তরাষ্টের নাম না করে ফরাসি প্রেসিডেনট জানান, কিছু দেশ যখন ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে দাঁড়াবার সিদ্ধান্ত নিয়েছে, তখন অন্য দেশগুলি চাইছে কিছু সদর্থক পদক্ষেপ নিতে৷ তাঁর কথায়, ‘‘যে গ্রহে আমরা বাস করছি, সেই গ্রহকে বাসযোগ্য রাখতে আমরা সবাই দায়বদ্ধ৷''

Proff S Hajra_1 - MP3-Stereo

This browser does not support the audio element.

তবে অনেকেই মনে করছেন, এই লক্ষ্যপূরণের পথটা খুব সহজ হবে না৷ উত্পাদন খরচের ভিত্তিতে ভারতে সৌরবিদ্যুতের খরচ পড়বে প্রতি ইউনিট ২ টাকা ৪০ পয়সা৷ দেশের ঘরোয়া শিল্পগুলির ক্ষেত্রে সেটা খুব  লাভজনক হবে না৷ এ বিষয়ে বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী অধ্যাপক সুগত হাজরার অভিমত জানতে চাইলে উনি আন্দামান থেকে ডয়চে ভেলেকে জানান, ‘‘আমরা যদি আজ থেকে ২০ বছর আগে এই প্রযুক্তি ব্যবহার শুরু করতাম, তাহলে এতদিনে ২ টাকা ৫০ পয়সার ইউনিটকে আমরা নামিয়ে আনতে পারতাম ১ টাকা ১০ পয়সায়৷ কাজেই এই প্রশ্নটা আমাদের সব সময়ই থাকবে৷ তবে টেকনলজি উদ্ভাবনের মধ্য দিয়ে খরচ কম করতে সক্ষম হবো আমরা৷ যেটা সাধারণত আমাদের চোখে পড়ে না, সেটা হলো কয়লা-ভিত্তিক তাপবিদ্যুৎ আপাতদৃষ্টিতে দামে সস্তা হলেও পরিবেশের যে ক্ষতি হয়, এতে যে পরিমাণ উষ্ণায়ন হয়, এই গ্রহের যে পরিমাণ লোকসান হয়, তার তুলনামূলক হিসেব করলে দেখা যাবে ২ টাকা ৪০ পয়সার অনেক বেশি৷ আমরা ইতিমধ্যে অনেক দেরি করে ফেলেছি৷ তাই এখনই শুরু করতে হবে৷ কারণ আর দেরি করলে বিশ্বের ক্ষয়ক্ষতি আরো বাড়বে৷ সেজন্য দরকার উৎপাদন খরচ কম রাখতে সোলার প্যানেলের মতো সৌরবিদ্যুৎ উৎপাদনের অন্যান্য সাজ সরঞ্জামের দাম যথেষ্ট কমিয়ে আনা৷''

Proff S Hajra_2 - MP3-Stereo

This browser does not support the audio element.

কর্পোরেট মহলের মতে, তাপবিদ্যুতের প্রতি ইউনিটের দাম বেশি পড়লেও সৌর এবং বায়ুশক্তির তুলনায় এটা বেশি নির্ভরযোগ্য৷ দ্বিতীয়ত, সৌরশক্তি উৎপাদনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলির নীতির মধ্যে বিস্তর ফাঁক রয়েছে৷ কর্পোরেট সেক্টর এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলি সৌরশক্তির বিষয়ে খুব একটা উৎসাহী নয়৷ তৃতীয়ত, স্থানাভাব৷ অবশ্য সেটার প্রতিকারের জন্য বিকল্প স্থান হিসেবে বেছে নেওয়া যেতে পারে পরিত্যক্ত জলাভূমি এবং অব্যবহৃত পুকুর বা ঝিল৷

পরিবেশ বিজ্ঞানী অধ্যাপক সুগত হাজরা কথা প্রসঙ্গে ডয়চে ভেলেকে বলেন, ‘‘আন্দামান ও লাক্ষাদ্বীপের মতো দ্বীপমালায় এতদিন পর্যন্ত ডিজেল ও পেট্রোল দিয়েই অফিস, কোর্ট কাছারি, সাধারণ নাগরিক জীবন চলে আসছে৷ কিছু দিন হলো সৌরশক্তি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়ে সেই অনুযায়ী কাজ এগিয়ে চলেছে৷ ভারতে সৌরশক্তির সম্ভাবনা বিরাট৷ কারণ ভারত নিরক্ষীয় বা ক্রান্তীয় অঞ্চলের দেশ৷ বিশেষ করে পশ্চিম ও পূর্ব ভারতে সৌরশক্তির ব্যাপক ব্যবহার সম্ভব৷ যেমন সুন্দরবন অঞ্চলে প্রচলিত বিদ্যুতের ব্যবহার নেই বললেই হয়৷ সেখানকার একটা বিশেষ এলাকায় অন্ততপক্ষে দু'লাখ পরিবার ইতিমধ্যেই সৌরশক্তি কিংবা অপ্রচলিত বিদ্যুতশক্তি ব্যবহার করে আসছে৷ সেদিক থেকে বলা যায়, ভারত উন্নয়নশীল দেশগুলির নেতৃত্ব দিতে সক্ষম৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ