1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আন্তর্জাতিক স্তরে জার্মানির ‘প্রভাব বাড়ছে'

২০ মার্চ ২০১৯

আন্তর্জাতিক স্তরে জার্মানির প্রভাব বাড়ছে বলে মনে করেন ইউরোপীয়রা৷ তবে ফ্রান্স এবং ব্রিটেনের প্রভাব ক্রমশ কমে যাচ্ছে বলেও মত তাদের৷ নতুন এক সমীক্ষা থেকে বেরিয়ে এসেছে এই তথ্য৷

Berlin, Brandenburger Tor
ছবি: picture-alliance/dpa/P. Zinken

পিউ রিসার্চ সেন্টার মঙ্গলবার এক সমীক্ষা প্রকাশ করেছে, যাতে দেখা যাচ্ছে জার্মানি গত একদশক আগের তুলনায় বর্তমানে আন্তর্জাতিক স্তরে বেশি প্রভাব বিস্তার করছে৷ ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দশটি দেশের মধ্য থেকে জরিপে অংশ নেয়াদের প্রায় অর্ধেক মানুষ এই ধারণা পোষণ করেন৷

সেন্টারটি বলছে, ‘‘ইউরোপে এমন একটি ধারণা তৈরি হয়েছে যে জার্মানির ক্ষমতা যেমন ক্রমশ বাড়ছে, ফ্রান্স এবং  ব্রিটেনের ক্ষমতা স্থির হয়ে আছে কিংবা ক্রমশ পড়তির দিকে৷''

ইউরোপের মানুষরা যা ভাবছেন

জার্মানি বর্তমানে আগের চেয়ে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মনে করাদের অবস্থান সবচেয়ে বেশি গ্রিসে৷ জরিপে অংশ নেয়া সেদেশের ৯১ শতাংশ মানুষই এই মত প্রকাশ করেছেন৷

ইটালি এবং স্পেনের ৫৬ শতাংশ মানুষও এই ধারণা পোষণ করেন৷

তবে   জার্মানির বৈশ্বিক ভূমিকা যে বাড়ছে তা মানতে রাজি নন জরিপে অংশ নেয়া ব্রিটেনের অংশগ্রহণকারীরা৷ তাদের মাত্র ৩৭ শতাংশ এমনটা মনে করেন৷

ইউরোপীয় ইউনিয়নের দশটি দেশের মোট ৪৭ শতাংশ জরিপে অংশগ্রহণকারীর মত হচ্ছে আন্তর্জাতিক স্তরে জার্মানির প্রভাব বাড়ছে৷

ইইউ সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া

জরিপে অংশ নেয়া দশটি দেশের প্রতিনিধিদের সংখ্যাগরিষ্ঠ অংশ মনে করেন যে সামগ্রিকভাবে ইইউ শান্তি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সমৃদ্ধিকে উৎসাহিত করে৷ পোল্যান্ড এবং স্পেনের প্রতিনিধিরা ইইউ-র পক্ষে সবচেয়ে বেশি রেটিং দিয়েছেন, অন্যদিকে গ্রিস এবং যুক্তরাজ্য ইইউ-র কর্মকাণ্ড সম্পর্কে তেমন একটা ইতিবাচক মানসিকতা দেখাননি৷

তবে সাধারণ জনগণের সঙ্গে ইইউ-র দূরত্ব ক্রমশ বাড়ছে বলেও মত দিয়েছেন জরিপে অংশনেয়ারা৷ ৬২ শতাংশ মানুষ এই ধারণা পোষণ করেন৷

প্রসঙ্গত, ২০১৫ সালে প্রায় নয় লাখের মতো অভিবাসীকে গ্রহণ করে জার্মানি৷ তাঁদের অনেকেই যুদ্ধ এবং চরম দরিদ্রতা থেকে বাঁচতে ইউরোপে পাড়ি জমিয়েছিলেন৷ সেসময় এত মানুষকে আশ্রয় দিয়ে আন্তর্জাতিক স্তরে ব্যাপক প্রশংসা কুড়ান জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷

তবে অভিবাসীদের আশ্রয় দেয়ার সেই ঘটনা গোটা ইউরোপেই এক রাজনৈতিক বিতর্কের সূচনা করে যার প্রভাব এখনো রয়েছে৷ সমীক্ষায় দেখা গেছে, অভিবাসন ইস্যুতে ইউরোপের কিছু দেশের মানুষের মধ্যে এখনো এক ধরনের উদ্বেগ কাজ করছে৷

লুইস স্যান্ডার্স ফোর/এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ