1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিক্ষার্থীদের গণভবনে আলোচনায় বসার আহ্বান প্রধানমন্ত্রীর

৩ আগস্ট ২০২৪

আন্দোলনরত শিক্ষার্থীদের গণভবনে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ সকালে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক থেকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান৷

১৭ জুলাই জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: PID Bangladesh

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের বরাতে এ খবর প্রকাশ করেছে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার ডেইলি স্টার৷ প্রধানমন্ত্রী বলেন, ‘গণভবনের দরজা খোলা৷ আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই৷ আমি সংঘাত চাই না৷''

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

সরকারের সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনা নেই: নাহিদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকারের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা তাদের নেই৷

শনিবার দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, ‘‘যখন আমরা ডিবি হেফাজতে ছিলাম, তখন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছিল৷ কিন্তু আমরা এই প্রস্তাবের প্রতিবাদে ডিবি হেফাজতে অনশন করেছিলাম৷''

নয় দফা দাবি আদায়ে তারা আজ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে৷ তাদের নয় দফা দাবির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমা চাওয়া এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পদত্যাগ৷

আ. লীগের ৩ নেতাকে আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনার দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনায় বসে পরিস্থিতি শান্ত করতে দলের নেতাদের নির্দেশনা দিয়েছেন৷

গতকাল শুক্রবার রাতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাসিমকে এই দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী৷

গতকাল রাতে গণভবনে জরুরি বৈঠকের পর প্রধানমন্ত্রীর নির্দেশনা আসে বলে বৈঠক সূত্র জানায়৷ বৈঠকে শেখ হাসিনা সাধারণ শিক্ষার্থীদের প্রতি ‘সতর্ক' ও ‘সহনশীল' থাকার নির্দেশ দেন৷

বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, বৈঠকে শিক্ষার্থীদের দাবি নিয়ে আলোচনা হয়েছে৷ প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আওয়ামী লীগ ও ১৪ দলের নেতাদের সমন্বয়ে গঠিত একটি দল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনা করবে৷ তাদের সঙ্গে কথা বলে দলীয় সভাপতিকে ফলাফল জানানো হবে৷

ন্যায়বিচারের দাবিতে ঢাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ

01:24

This browser does not support the video element.

আওয়ামী লীগের নেতাকর্মীদেরও নিজ নিজ এলাকায় সতর্ক থাকতে বলা হয়েছে৷ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে চলমান সার্বিক বিষয়ে আলোচনা করেছেন বলে আওয়ামী লীগের সূত্র জানায়৷

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫৮ সদস্যের সমন্বয়ক দল গঠন

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দৈনিক প্রথম আলো জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ১৫৮ সদস্যের সমন্বয়ক দল গঠন করেছে৷ পরে এই দল আরও বাড়ানো হবে বলেও জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্ম৷

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন৷

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৯ জন শিক্ষার্থীর নাম সমন্বয়ক ও ১০৯ জনের নাম সহ-সমন্বয়ক হিসেবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে৷

বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্মমভাবে চালানো গণহত্যার বিচার, গণহত্যায় দায়ীদের পদত্যাগ এবং গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে ১৫৮ সদস্যের এই সমন্বয়ক দল গঠন করা হয়েছে৷

সরকারকে সাত দিনের আল্টিমেটাম দিয়ে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচি প্রত্যাহার সংক্রান্ত একটি বিবৃতি ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে৷ দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানিয়েছেন, এ রকম কোনো বিবৃতি তারা দেননি৷ সমন্বয়ক আসিফ মাহমুদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘‘এটা ভুয়া, এমন কোনো বিবৃতি আমরা দেইনি৷ এটা এডিটেড, কেউ বিভ্রান্ত হবেন না৷''

এপিবি/জেডএ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ