1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বিএনপির আন্দোলন চাঙ্গা রাখার দায়িত্ব নিয়েছে মিডিয়া'

৪ মার্চ ২০১৫

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বহাল রেখেছে আদালত৷ বুধবার খালেদার অনুপস্থিতিতে প্রায় দুই ঘণ্টা শুনানি শেষে এই রায় দেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার৷

Bangladesh BNP Begum Khaleda Zia
ছবি: picture-alliance/dpa

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বুধবার আদালতে হাজির হবেন কিনা, তাঁকে গ্রেপ্তার করা হতে পারে কিনা তা নিয়ে দু'দিন ধরে আলোচনা চলছিল৷ তাই বুধবার সকাল থেকেই খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে গণমাধ্যমের কর্মীরা অবস্থান নিয়েছিলেন৷ এ ব্যাপারে শীর্ষ একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের একটি অংশ ফেসবুকে তুলে ধরেন শওগাত আলী সাগর৷ ঐ দৈনিকের প্রতিবেদনে বলা হয়, ‘‘খালেদার কার্যালয়ের ভেতরে নীরবতা থাকলেও কার্যালয়ের সামনে রয়েছেন বিভিন্ন গণমাধ্যমের বিপুল সংখ্যক কর্মী৷ তাঁদের সক্রিয় উপস্থিতিতে এলাকাটি সরব৷'' সাগরের এই স্ট্যাটাসের নীচে মন্তব্য করেন সুনীতি বিশ্বাস৷ তিনি লিখেছেন, ‘‘বিএনপির আন্দোলন তো চাঙ্গা রাখার দায়িত্ব এখন মিডিয়া নিয়েছে৷ ফেরারি সালাউদ্দিনের গোপন ফ্যাক্স বার্তা আগাম পৌঁছানোর রীতিমত প্রতিযোগিতা হচ্ছে...৷''

এদিকে, বুধবারের শুনানি শেষে খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, খালেদা জিয়া নিরাপত্তা পেলে শুনানির পরবর্তী তারিখ ৫ এপ্রিলে আদালতে উপস্থিত হবেন৷ প্রথম আলো এ সংক্রান্ত খবর ফেসবুকে শেয়ার করলে সেখানে মন্তব্য করেন মোহাম্মদ মহিউদ্দীন মিন্টু৷ তিনি লিখেছেন, ‘‘বাংলাদেশের ১৬ কোটি মানুষ যদি আপনার ডাকা হরতাল, অবরোধের মধ্যে আসা যাওয়া করতে পারে – আপনি কেন পারবেন না৷'' ফারহান মাহমুদ লিখেছেন, ‘‘ম্যাডাম, বাসায় থেকে আর লাভ কী? বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলই আজ কারাগারে পরিণত হয়েছে৷ আর আমরা ১৬ কোটি মানুষ এই কারাগারের কয়েদি৷''

চলমান সংকটের কারণে অন্য অনেক কিছুর পাশাপাশি ‘সত্য'-ও আক্রান্ত হচ্ছে বলে মনে করছেন আব্দুর রহমান মিল্টন৷ সামহয়্যার ইন ব্লগে তিনি লিখেছেন, ‘‘বিখ্যাত একটি কথা আছে – ‘ট্রুথ ইজ দ্য ফার্স্ট ক্যাজুয়ালটি অফ ওয়ার', অর্থাৎ যুদ্ধে প্রথম যা ক্ষতিগ্রস্ত হয় তা হচ্ছে ‘সত্য'৷ অর্থাৎ যুদ্ধের সময় যত মিথ্যা কথা বলা হয় তা অন্য যে-কোনো সময়ের চেয়ে অনেক বেশি৷ এটাকে বলে মনস্তাত্বিক যুদ্ধ৷ বর্তমানে বাংলাদেশে গভীর রাজনৈতিক সংকট বিরাজ করলেও যুদ্ধাবস্থা নিশ্চয়ই বিরাজ করছে না৷ তবে দুই বিবদমান রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে এক ধরনের ‘রাজনৈতিক যুদ্ধ' চলছে – যা আবার সহিংস রূপ ধারণ করেছে৷ একদিকে পেট্রোল বোমা, অপরদিকে ক্রসফায়ার৷ এই ‘যুদ্ধে'ও বলি হচ্ছে ‘সত্য' বা ‘ট্রুথ'৷ দুই পক্ষই চরম মিথ্যার আশ্রয় নিয়েছে৷''

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ