1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আন্দোলন নাকি ধরপাকড়, মামলা?’

৮ ডিসেম্বর ২০১৪

৫ই জানুয়ারির নির্বাচনের বর্ষপূর্তিকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত রাজপথে নামতে পারে বলে সরকারের কাছে খবর আছে৷ সম্ভাব্য এ আন্দোলন মোকাবিলায় বিরোধী দলের প্রতি আরও কঠোর হওয়ার সিদ্ধান্ত আছে সরকারের শীর্ষ পর্যায়ে৷

Mirza Fakhrul Islam Alamgir 10.12.2012
ফাইল ছবিছবি: Imago

বাংলাদেশের দৈনিক পত্রিকা প্রথম আলোর এই প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, আন্দোলন ঠেকাতে প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হচ্ছে৷ প্রয়োজনে বিরোধী দলের শীর্ষ পর্যায়ের নেতারাও গ্রেপ্তার হতে পারেন বলে আওয়ামী লীগ ও সরকারের উচ্চপর্যায়ে কথা বলে এ তথ্য জানা গেছে৷

উচ্চপর্যায়ের এসব সূত্র জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ধরপাকড়ের পাশাপাশি বিএনপি নেতাদের বিরুদ্ধে থাকা বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি এবং তদন্তাধীন পুরোনো মামলাগুলো সচল করা হবে৷ নতুন মামলায়ও গ্রেপ্তার দেখানো হবে৷

প্রথম আলো তাদের এই প্রতিবেদনটি টুইটারে শেয়ার করেছে৷

গোরা লোরকা লিখেছেন, বিএনপি অন্য রাষ্ট্রগুলোর সমর্থন পেতে ব্যর্থ৷

এ বাতেন টুইটারে দৈনিক ইংরেজি পত্রিকা নিউএজ-এর একটি সংবাদ শেয়ার করে বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়ার মন্তব্য টুইট করেছেন৷ যেখানে খালেদা জিয়া বলেছেন, সরকারবিরোধী আন্দোলনের জন্য রাজপথে নামতে তিনি ভয় পান না৷

শতরূপা বড়ুয়া টুইটারে বিএনপির ভাবমূর্তি এবং সরকার ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে ডেইলি স্টারের একটি সংবাদ শেয়ার করেছেন৷

সংকলন: অমৃতা পারভেজ

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ