1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আন্নার অনশন সভার ওপর থেকে বিধিনিষেধ প্রত্যাহার

১৮ আগস্ট ২০১১

দুর্নীতি বিরোধী আন্দোলনের মহানায়ক ৭৪ বছর বয়সী আন্না হাজারের অনশন স্থলের ওপর দিল্লি পুলিশ যে ২২-দফা বিধিনিষেধ আরোপ করেছিল আজ তার প্রায় সবকটি প্রত্যাহার করে নেয়া হয়৷ বিকল্প স্থান হিসেবে রামলীলা ময়দানের অনুমতি দেয়া হয়৷

আন্না হাজারেছবি: AP

মধ্য দিল্লির রামলীলা ময়দানকে বিশাল সমাবেশের উপযুক্ত করে তুলতে সকাল থেকেই উঠেপড়ে লেগেছে পুরসভা৷ কাজ শেষ হতে সম্ভবত বিকেল হয়ে যাবে৷ ময়দানের নিরাপত্তার দিকগুলি সামলাচ্ছে পুলিশ৷ মেটাল ডিটেক্টর, বম্ব ডিসপোজাল স্কোয়াড, প্রশিক্ষিত স্নিফার ডগ ইত্যাদি৷ সেক্ষেত্রে আন্না আজ রাতটাও কাটাবেন তিহার জেলে৷ আগামীকাল সকাল থেকে তিনি বসবেন অনিদ্দিষ্টকালের জন্য অনশনে৷ সরকারি ডাক্তারদের দিয়ে তাঁর স্বাস্থ্য পরীক্ষায় রাজি না হওয়ায় বেসরকারি ডাক্তাররা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে বলেন, এমনি সব ঠিক আছে, তবে রক্তচাপ সামান্য বেড়েছে৷

অনশন মঞ্চ নিয়ে পুলিশের নিষেধাজ্ঞা নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে আন্না সমর্থকদের দীর্ঘ আলোচনার শেষে রফা হয় যে, প্রথম দফায় আন্নাকে ১৫দিন অনশনের অনুমতি দেয়া হবে৷ পরে তাঁর স্বাস্থ্যের অবস্থা দেখে একদিন একদিন করে বাড়ানো হতে পারে৷

আন্নার পেছনে বিপুল জনসমর্থন রয়েছেছবি: dapd

এদিকে কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে অসম, আন্নার জনসমর্থন বেড়েই চলেছে৷ ছাত্র, ছাত্রী, তথ্য প্রযুক্তিবিদ, আইনজীবী সবার মুখেই এককথা৷ দুর্নীতি থেকে মুক্তি চাই, সেটাই হবে দ্বিতীয় স্বাধীনতা৷ সেই লক্ষে কড়া লোকপাল বিল পাশ করাতে আন্নার লড়াই-এ সামিল আমরা৷ এটা স্রেফ আবেগতাড়িত অভিব্যক্তি নয়৷ মনে হয়, দুর্নীতিতে ক্লান্ত সাধারণ মানুষের আর্তি৷

শোনা যাচ্ছে মনমোহন সিং সরকার আন্নার গণআন্দোলনের ঢেউ সামলাতে অনেকটা নরম হয়েছে৷ রফাসূত্র নিয়ে নতুন ভাবনাচিন্তা শুরু করেছে৷ বলা হচ্ছে, আন্নার দলের তৈরি জন লোকপাল বিলের খসড়া প্রাইভেট সদস্যের আনা বিল হিসেবে সংসদে পেশ করে তা নিয়ে আলোচনা করা যেতে পারে৷ আন্নার অন্যতম সহযোগী অরবিন্দ কেজরিওয়াল বলেন, আন্নার জন লোকপাল বিল নিয়ে সংসদে আলোচনা হোক৷ আমজনতা কী রকম লোকপাল বিল চায় তা মাথায় রেখে সংসদ আইন প্রণয়ন করবে৷ কারণ, জনগণই গণতন্ত্রের শেষকথা৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ