1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আন্নার সমর্থনে জনজোয়ার: সরকার নতজানু

১৭ আগস্ট ২০১১

গান্ধীবাদী আন্না হাজারের দুর্নীতি বিরোধী আন্দোলনে গোটা দেশ তোলপাড়৷ তাঁর গ্রেপ্তারি নিয়ে তীব্র সমালোচনার মুখে সরকার৷ গ্রেপ্তার ইস্যুতে সংসদে বিবৃতি দেন প্রধানমন্ত্রী৷ আর অস্থিরতা প্রশমনে সবাইকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত৷

দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন আন্না হাজারেছবি: picture alliance/dpa

দুর্নীতি বিরোধী আন্দোলনে আন্না ও তাঁর সমর্থকদের নিবর্তনমূলক আটক আইনে দিল্লি পুলিশ গতকাল গ্রেপ্তার করায়, এই আন্দোলন আরো তীব্র আকার নেয়৷ প্রতিবাদ বিক্ষোভের কেন্দ্রভূমি এখন দিল্লির ছত্রশাল স্টেডিয়াম৷ হাজার হাজার ছাত্র, যুবাসহ সমাজের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফুর্তভাবে রাস্তায় নামে৷ আন্নার সমর্থনে স্লোগান দিতে দিতে সমবেত হয় স্টেডিয়ামে৷ সমবেত হয় দিল্লির তিহার জেলে যেখানে জেলবন্দি আন্না৷ মিছিল বের করে ইন্ডিয়া গেট থেকে৷ একই ছবি মুম্বই, চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ ও দেশের অন্যান্য শহরে৷

আন্নার গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভছবি: dapd

বিপুল জন সমর্থনে কিছুটা নার্ভাস হয়ে মনমোহন সিং-সরকার আন্না ও তাঁর সমর্থকদের মুক্তি দেবার সিদ্ধান্ত নেয়৷ কিন্তু বিনা শর্তে দিল্লির জে.পি পার্কে তাঁকে অনশনের অনুমতি না দিলে, তিনি মুক্তি প্রত্যাখান করবেন বলে জানান৷ জানা গেছে, বুধবার যে-কোনো সময়ে একটা আপোষ হলে আন্না জেল ছাড়তে পারেন৷

অন্যদিকে, সংসদে আন্নার গ্রেপ্তারি নিয়ে সংসদে তুমুল বাক-বিতন্ডা৷ এই ইস্যুতে প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং আজ সংসদে গ্রেপ্তারের যৌক্তিকতা তুলে ধরে বলেন, শান্তিভঙ্গের আশঙ্কায় এছাড়া উপায় ছিলনা৷ দ্বিতীয়ত, লোকপাল বিলের খসড়া নিয়ে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে ব্যাপক আলোচনা হয়েছে৷ রাজনৈতিক দলগুলির সঙ্গেও মত বিনিময় হয়৷ তারপর তা পেশ করা হয় সংসদে৷ এখন এই বিল সংসদীয় স্থায়ী কমিটির কাছে৷ আন্না দলের যদি কিছু বক্তব্য থাকে তাহলে তা কমিটিকে জানাতে পারেন৷ সেই অনুযায়ী, কিছু সংশোধন অসম্ভব নয়৷ কিন্তু আন্না দলের দাবি, তাঁদের তৈরি খসড়া বিল সংসদে পেশ করে পাশ করাতে হবে৷

বিপুল জন সমর্থন পাচ্ছেন আন্নাছবি: dapd

প্রধানমন্ত্রীর বিবৃতির সমালোচনা করে বিজেপি ও অন্য বিরোধী দল একমত যে, শান্তিপূর্ণ প্রতিবাদের গণতান্ত্রিক অধিকার পুলিশ দিয়ে দমন করা যায়না৷

পর্যবেক্ষকরা মনে করেন, সংসদে রাজনৈতিক দলগুলির উচিত লোকপাল বিলে তাদের অবস্থান স্পষ্ট করা এবং ন্যায্য সংশোধন আনা৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ