1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

'আপনারা চান ইরাকে আমরা আত্মসমর্পনের সাদা পতাকা ওড়াই'

রিয়াজুল ইসলাম৩ অক্টোবর ২০০৮

যুক্তরাষ্ট্রের দুই ভাইস প্রেসিডেন্ট পদ প্রার্থী জো বাইডেন ও স্যারাহ পেলিন তাদের নির্বাচনী বিতর্কে নিজ দলের প্রেসিডেন্ট পদপ্রার্থীদের পক্ষে সাফাই গাইলেন৷

নির্বাচনী বিতর্কের এক পর্যায়ে স্যারাহ পেলিনছবি: AP

এর পাশাপাশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দু ক্ষেত্রেই প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট প্রার্থীকে ঘায়েল করারও চেষ্টা করলেন তাঁরা৷

ওয়াশিংটন টাইমস এর দাবি, বিতর্কে উভয় প্রার্থীই আসল বিষয় বাদ দিয়ে কেবল কথা কাটিয়ে যাওয়ার চেষ্টা করেছেনছবি: AP

যুক্তরাষ্ট্রের নির্বাচনে এবার হোয়াইট হাউসের টিকিট কে পাবেন তা যেন অনেকটাই নির্ভর করছে প্রেসিডেন্ট পদপ্রার্থীদের রানিং মেটের পারফরমেন্সের ওপর৷ তাই অন্যবারের চেয়ে এবার বেশ আলোচনা হচ্ছে ডেমোক্র্যাট জো বাইডেন ও রিপাবলিকান স্যারাহ পেলিনের নির্বাচনী বিতর্ক নিয়ে৷ শুক্রবার এ দুই ভাইস প্রেসিডেন্ট পদ প্রার্থী টিভিতে উপস্থিত হন সামনাসামনি লড়াইয়ে৷ অর্থনীতি, আন্তর্জাতিক সমস্যা সহ নানা ইস্যুতে তারা মেতেছিলেন তুমুল বিতর্কে৷ লক্ষ্য ছিলো একটাই নিজ নিজ দলের প্রেসিডেন্ট পদ প্রার্থীদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা৷

বিতর্কে বাইডেন বলেন, জন ম্যাককেইন ইরাকের গত সাত শতাব্দীর ইতিহাস না পড়েই বলছেন সেখানে শিয়া ও সুন্নীরা একসঙ্গে বসবাস করছে৷ ম্যাককেইন সেখানে প্রচুর তেল থাকার কথাও বলেছেন৷ যদিও আমি তাঁকে পছন্দ করি কিন্তু যুদ্ধ পরিচালনার মৌলিক বিষয়গুলোতে তার অবস্থান মারাত্মক ভুল৷ এক্ষেত্রে বারাক ওবামাই সঠিক৷ এবং এটিই আসল ঘটনা৷

তবে তার সঙ্গে পুরোপুরি দ্বিমত জানিয়ে স্যারাহ পেলিন পাল্টা আক্রমণ করে বলেন, আপনারা চান ইরাকে আমরা আত্মসমর্পনের সাদা পতাকা ওড়াই যা আমাদের সেনারা চায় না৷ বারাক ওবামা এখনও স্বীকার করতে চান না যে সেখানে অভিযান কাজে লেগেছে৷ ইরাকে আমাদের কাজ তখনই শেষ হবে যখন ইরাকি সরকার তাদের জনগণকে পরিচালনা করতে পারবে এবং সেখানকার মানুষ নিরাপত্তা পাবে৷ আর আমাদের কমান্ডাররাই আমাদের সেটা জানাবেন৷

তুমুল বিতর্ক শেষে যুক্তরাষ্ট্রের দুই ভাইস প্রেসিডেন্ট পদ প্রার্থী জো বাইডেন ও স্যারাহ পেলিনছবি: AP

তবে কেবল আন্তর্জাতিক ইস্যুই নয় মার্কিন অর্থনীতির বর্তমান দুরবস্থা সহ ঘরোয়া নানা বিষয় নিয়েও একে অপরকে ঘায়েল করার চেষ্টা করেছেন দুই ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী৷ যেমন পেলিন বলেছেন, আমেরিকানরা যাতে বেশী চাকরির সুযোগ পায় সেজন্য কর ছাড় দেয়া প্রয়োজন৷ অথচ যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচে বড় কর বাড়ানোর পক্ষে বারাক ওবামা ও জো বাইডেন তাদের ভোট দিয়েছেন৷ এমনকি বারাক ওবামা বছর শেষেও কর বাড়ানো সমর্থন করেছেন৷ তবে বাইডেন বলেছেন, এ অভিযোগ একেবারেই সত্য নয়৷ বারাক ওবামা কর বাড়াতে ভোট দেননি৷ যে ভোটের কথা স্যারাহ পেলিন বলেছেন সেখানে জন ম্যাককেইনও ভোট দিয়েছেন৷ এটা ছিলো বাজেট সংশ্লিষ্ট ভোট৷ এটা ট্যাক্স বাড়ানোর কিছু ছিলো না৷

এদিকে জো বাইডেন ও স্যারাহ পেলিনের এ বিতর্কে কে জিতেছেন তা নিয়েও চলছে বেশ পর্যালোচনা৷ তাত্‌ক্ষণিক এক ফলাফলে ডেমোক্র্যাট বাইডেন এগিয়ে থাকলেও সমালোচকরা বলছেন রিপাবলিকান পেলিনের পারফরমেন্স ছিলো আগের যে কোন সময়ের চেয়ে অনেক বেশী ধারালো ও সুদক্ষ৷ এদিকে সমর্থকদের মত মার্কিন গণমাধ্যমও বিতর্কের ফলাফল নিয়ে বিভক্ত হয়ে পড়েছে৷ ওয়াল স্ট্রিট জার্নালের মতে শুক্রবারের বিতর্কের মধ্য দিয়ে স্যারাহ পেলিন আগের চেয়ে নিজেকে আরও সুবিধাজনক অবস্থানে নিয়ে গেছেন৷ অপরদিকে নিউইয়র্ক টাইমস সমালোচনা করে বলেছে, জন ম্যাককেইন তাঁর রানিং মেট বাছাইয়ে যে ভুল করেছেন এ বিতর্ক তাতে কোন পরিবর্তন আনবে না৷ তবে ওয়াশিংটন টাইমস অনেকটা মাঝামাঝি অবস্থান নিয়ে বলেছে, বিতর্কে উভয় প্রার্থীই আসল বিষয় বাদ দিয়ে কেবল কথা কাটিয়ে যাওয়ার চেষ্টা করেছেন৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ