1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আপনারা দায়িত্ব নেন, আমরা কারো সঙ্গে চুক্তি করব না: শেখ হাসিনা

১৯ জুন ২০১১

তেল-গ্যাস অনুসন্ধানে কনকো-ফিলিপসের সঙ্গে চুক্তির বিরোধিতাকারীদের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ বিদ্যুৎ ও গ্যাসের অভাব সত্ত্বেও অতীতে কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য তিনি তাদের সমালোচনা করেন৷

Bangladesh ex-premier Sheikh Hasina Wajed hailed Wednesday her landslide election victory as a vote against "misrule" and urged her bitter rival, who has alleged rampant vote-rigging, to accept the result. Sheikh Hasina's Awami League won 231 out of a possible 300 seats in Monday's ballot, while the Bangladesh Nationalist Party of Khaleda Zia -- another former premier -- managed only 27 seats.*** Mr. Mustafiz Mamun, photographer from Bangladesh, contributed these photos for Deutsche Welle. As he mentioned, ‘’these photos are taken by me (Mustafiz Mamun) & I permit Deutsche Welle to use them.’’
ছবি: Mustafiz Mamun

তেল-গ্যাস অনুসন্ধানে কনকো-ফিলিপসের সঙ্গে চুক্তির বিরোধিতাকারীদের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তিনি বলেন, ‘‘যারা এখন দেশপ্রেমের কথা বলছেন, দেশের কোনো সংকটেই তাদের পাওয়া যায় না৷ আমার চেয়ে কে বেশি দেশপ্রেমিক? আমার চেয়ে দেশের স্বার্থ নিয়ে কে বেশি চিন্তা করে?'' – এমন প্রশ্ন করেন প্রধানমন্ত্রী৷ শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে বিনিয়োগ বোর্ডের সদর দপ্তরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন৷ চুক্তির বিরোধিতাকারীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘‘আমরা যখন দেশের জন্য কাজ করছি, আপনারা তখন বিরোধিতা করছেন৷ যখন বিদ্যুৎ, গ্যাস ছিল না, তখন তো কিছু বলেননি৷'' শেখ হাসিনা আরও বলেন, ‘‘আপনারা গ্যাস-বিদ্যুতের দায়িত্ব নেন – আমরা কারো সঙ্গে চুক্তি করব না৷''

বঙ্গোপসাগরের দুটি ব্লক থেকে তেল-গ্যাস উত্তোলনের জন্য সরকার গত বৃহস্পতিবার কনকো-ফিলিপসের সঙ্গে উৎপাদন-বণ্টন চুক্তি করে৷ তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি শুরু থেকেই এ চুক্তির বিরোধিতা করে আসছে৷ চুক্তি বাতিলের দাবিতে ও নতুন চুক্তি না করতে আগামী ৩রা জুলাই ঢাকায় অর্ধদিবস হরতালও ডেকেছে তারা৷

প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তিকে খুশি করতে হয়েছে, তাই দেশে কোন বিনিয়োগ আসেনি৷ কিন্তু দায়িত্ব পাওয়ার পর তার সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে৷ এ জন্য বিনিয়োগ সংশ্লিষ্ট বিধি-বিধান শিথিল করার পাশাপাশি অবকাঠামো ও সেবা খাতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে৷

গৃহায়ন ও গণপূর্ত বিভাগের ভারপ্রাপ্ত সচিব ড. খন্দকার শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খান ও বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ড. এস এ সামাদ৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ