1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আপনার ই-বইটি বানান বিনে পয়সাতেই!

৭ অক্টোবর ২০১০

শুরু হয়ে গেছে প্রকাশনা নিয়ে আয়োজিত বিখ্যাত ফ্রাঙ্কফুর্ট বইমেলা৷ মেলায় আসা পাঠক, ক্রেতা, প্রকাশক থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ, নানান ধরণের মানুষ এখন মেলা উপলক্ষে বিভিন্ন মূল্যবান কথা বিলাচ্ছেন৷

ক্যালিব্রে সফট্ওয়ার ব্যবহার করে ই-বুক বানানো যায়ছবি: AP

এমনই একজন বিশেষজ্ঞের বরাতে ই-বুক সংক্রান্ত কিছু মূল্যবান তথ্য জানা গেছে৷

অবশ্য বিশ্বের নামকরা এই ছাপানো বইয়ের মেলায় এসে ই-বুকের প্রচারণা চালানোর বিষয়টি অনেকের কাছেই একটু অভিসন্ধিমূলক মনে হতে পারে৷ দিন বদলেছে, এই বিষয়টিও কিন্তু মাথায় রাখতে হবে৷ লেখকরা যে ইদানিং সরাসরিই তাঁদের প্রকাশনা বিক্রি করছেন আর এই ই-যুগে ই-বুকই যে ক্রমশ তার রাজত্ব কায়েম করবে, জাপানি এই ভদ্রলোকের উপদেশের পেছনে সে ইঙ্গিতটিও কিন্তু স্পষ্ট৷

তিনি জানিয়েছেন, যারা নিজেই নিজের দক্ষতা বিকোতে মনস্থ করেছেন, যেমন কেউ রান্নার রেসিপি বা কবিতা বিক্রি করবেন ভেবেছেন কিংবা কেউ উপদেশ৷ সেক্ষেত্রে এক পয়সাও খরচ না করে আপনি নিজেই আপনার ই-বুক বানিয়ে ফেলতে পারেন৷ আর সেই ভার্চুয়াল দোকান থেকে তা বিক্রি হলে আপনার লাভ থাকবে পুরোটাই৷

মিচিয়াকি তানাকা নামের এ'বিশেষজ্ঞ নিজেও নাকি এই তরিকাতেই ‘ফেং সুই' নিয়ে লেখা তাঁর বই বিক্রি করেন৷ জানা গেছে, আমাজনডটকম আর জাপানি স্মার্টফোন ওয়েব আই-মডের মাধ্যমে তাঁর প্রকাশনাটি তিনি বিক্রি করে থাকেন৷ তাঁর কথা হচ্ছে, কেউ যদি চান তাহলে তিনি খুব সহজেই নাকি তাঁর সমুদয় টেক্সট ফাইল আর ছবিগুলোকে মনোলোভা ই-বুকে রূপান্তরিত করতে পারবেন৷

ই-বুক বানানোর জন্য গাঁটের কড়ি খরচ করতে তানাকা একদম বারণ করেছেন৷ তাঁর উপদেশ হচ্ছে, এর চেয়ে আপনি বরং আপনার এই সময় আর অধ্যাবসায়টুকু বিক্রি বাড়ানোর কাজে লাগান৷ সেটি আরো ফল দেবে৷ তানাকা জানিয়েছেন, ই-বুক বানানোর জন্য তিনি ক্যালিব্রের সহায়তা নিয়ে থাকেন৷ ক্যালিব্রে হচ্ছে ওপেনসোর্স এর একটি সফট্ওয়ার প্রোগ্রাম৷ যা ওয়েব থেকে নিখরচাতেই ডাউনলোড করা সম্ভব৷ তারপর এর সহায়তা নিয়ে বিনে পয়সাতেই আপনি মাথা খাটিয়ে বানিয়ে ফেলতে পারবেন আপনার মনপছন্দ ই-বুকটি৷

আপনার প্রকাশনাটির জন্য একটি আইএসবিএন নম্বর পাওয়াটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ৷ এটি মিললেই আপনার প্রকাশনাটির অর্ধেক কাজ হয়ে গেলো৷ যেমন গাড়ির জন্য রেজিস্ট্রেশন নম্বর লাগে আর কি! পৃথিবীর অধিকাংশ দেশেই প্রকাশনার জন্য এই আইএসবিএন নম্বর ব্যবহৃত হয়৷ ই-বুকের ক্ষেত্রে এই বিষয়টি মাউসের মাত্র কয়েকটি ক্লিকের ব্যাপারই বটে৷

আর ছাপানো বই এর ক্ষেত্রে বই না চললে যেমন তা বইয়ের দোকান থেকে উধাও হয়ে যায় ই-বুকের ক্ষেত্রে এর বালাই নেই৷ অনলাইন বইয়ের তাকের দৈর্ঘ্য অন্তহীন! এই সবকিছু মেলালে যশপ্রার্থী লেখকদের কিন্তু ই-বুকের দিকেই ঝোঁকার কথা!

প্রতিবেদন: হুমায়ূন রেজা

সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ