1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সর্বাধুনিক প্রযুক্তি বদলে দিচ্ছে জীবনযাত্রা

ডানিয়েল ভিসেভিচ/জেডএইচ১ নভেম্বর ২০১৩

স্মার্টফোনের সঙ্গে লেন্স লাগালেই আসল ক্যামেরার মতো কাজ করবে, ল্যাপটপ থেকে কিবোর্ড খুলে ফেললে সেটা ট্যাবলেট হয়ে যাবে, কিংবা স্মার্টফোনের সঙ্গে কথা বলতে পারবে গাড়ি – এমন সব অভিনব প্রযুক্তির দেখা মিলবে ভবিষ্যতে৷

NATIONAL HARBOR - SEPTEMBER 04: A Smart Car travels over the Woodrow Wilson Bridge on September 4, 2009 in National Harbor, Maryland. The American Automobile Association is projecting that fewer Americans will travel this Labor Day weekend than they did Labor Day weekend 2008, and most travelers will only travel 50 miles or more. (Photo by Mark Wilson/Getty Images)
ছবি: Getty Images

আপনার গাড়িই বলে দেবে কোথায় হোটেল

01:23

This browser does not support the video element.

সম্প্রতি বার্লিনে অনুষ্ঠিত ‘ইফা' মেলায় আগত দর্শকরা এমন সব পণ্য দেখে অভিভূত হয়েছেন৷ যেমন ‘ফোর্ড' তার গাড়িগুলিকে পথের সঙ্গী করে তোলার চেষ্টা করছে৷ ফোর্ড জার্মানির প্রধান প্রকৌশলী ক্রিস্টফ কেলারভেসেল বলেন, ‘‘ধরুন, আপনি একটা জায়গায় গেছেন অথচ জানেন না আপনি ঠিক কোথায়, এবং আপনার কী প্রয়োজন৷ গাড়িই আপনাকে হোটেল খুঁজতে, এমনকি বুকিং করতেও সহায়তা করবে৷''

এদিকে চিপ নির্মাতা ইন্টেল এবার টেলিভিশনেও তাদের প্রসেসর বসিয়েছে৷ ফলে টিভিও এখন কম্পিউটারে পরিণত হয়েছে৷ এছাড়া পিসি-ও আজকাল এমন হয়েছে যে, কেউ ইচ্ছে করলে সেটাকে টিভি হিসেবে ব্যবহার করতে পারে৷

ইন্টেল ঊর্ধ্বতন কর্মকর্তা ক্রিস রেমন্ড বলেন, ‘‘আগে টেবিলের নীচে ডেস্কটপ কম্পিউটারে ধুলোবালি জমতো৷ কিন্তু এখন সবকিছুই বিল্ট-ইন হয়ে গেছে, এমনকি ব্যাটারিও৷ ফলে এখন আমরা যেখানেই যাই সেখানেই এটা নিয়ে যেতে পারি৷''

এমন একটা পিসির দাম পড়ে প্রায় এক হাজার ইউরো এবং ওজন নয় পাউন্ডের মতো৷

প্রিয় পাঠক, আপনার প্রিয় গাড়ি কোনটি? ফেসবুকে মন্তব্য করুন #অন্বেষণ কিংবা #Onneshon হ্যাশট্যাগ ব্যবহার করে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ