সর্বাধুনিক প্রযুক্তি বদলে দিচ্ছে জীবনযাত্রা
১ নভেম্বর ২০১৩সম্প্রতি বার্লিনে অনুষ্ঠিত ‘ইফা' মেলায় আগত দর্শকরা এমন সব পণ্য দেখে অভিভূত হয়েছেন৷ যেমন ‘ফোর্ড' তার গাড়িগুলিকে পথের সঙ্গী করে তোলার চেষ্টা করছে৷ ফোর্ড জার্মানির প্রধান প্রকৌশলী ক্রিস্টফ কেলারভেসেল বলেন, ‘‘ধরুন, আপনি একটা জায়গায় গেছেন অথচ জানেন না আপনি ঠিক কোথায়, এবং আপনার কী প্রয়োজন৷ গাড়িই আপনাকে হোটেল খুঁজতে, এমনকি বুকিং করতেও সহায়তা করবে৷''
এদিকে চিপ নির্মাতা ইন্টেল এবার টেলিভিশনেও তাদের প্রসেসর বসিয়েছে৷ ফলে টিভিও এখন কম্পিউটারে পরিণত হয়েছে৷ এছাড়া পিসি-ও আজকাল এমন হয়েছে যে, কেউ ইচ্ছে করলে সেটাকে টিভি হিসেবে ব্যবহার করতে পারে৷
ইন্টেল ঊর্ধ্বতন কর্মকর্তা ক্রিস রেমন্ড বলেন, ‘‘আগে টেবিলের নীচে ডেস্কটপ কম্পিউটারে ধুলোবালি জমতো৷ কিন্তু এখন সবকিছুই বিল্ট-ইন হয়ে গেছে, এমনকি ব্যাটারিও৷ ফলে এখন আমরা যেখানেই যাই সেখানেই এটা নিয়ে যেতে পারি৷''
এমন একটা পিসির দাম পড়ে প্রায় এক হাজার ইউরো এবং ওজন নয় পাউন্ডের মতো৷
প্রিয় পাঠক, আপনার প্রিয় গাড়ি কোনটি? ফেসবুকে মন্তব্য করুন #অন্বেষণ কিংবা #Onneshon হ্যাশট্যাগ ব্যবহার করে৷