1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সন্তানকে সাঁতার শেখান, নিরাপদ রাখুন

১৯ এপ্রিল ২০১৫

গ্রামের সাধারণ এক নারী সাজেদা৷ কাজে যাওয়ার সময় বাড়িতে রেখে গিয়েছিলেন ১০ আর ৩ বছরের দুই ছেলেকে৷ বাড়ি ফেরার পর তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শেষে পাশের পুকুর থেকে উদ্ধার করেন দুই সন্তানের লাশ৷

Cocibolca See in Nicaragua
ছবি: AFP/Getty Images/I. Ocon

সাঁতার না জানার কারণে এভাবে বাংলাদেশে প্রতিদিন গড়ে ৪৮ জন ছেলে-মেয়ে প্রাণ হারাচ্ছে বলে জানিয়েছে ইউনিসেফ৷ সে হিসেবে প্রতিবছর মারা যায় ১৮ হাজারের বেশি ছেলে-মেয়ে৷ এ থেকে পরিত্রাণ পেতে দেশের সব স্কুল-কলেজের শিক্ষার্থীকে সাঁতার শেখানোর উদ্যোগ নিয়েছে সরকার৷

শিক্ষা মন্ত্রণালয় থেকে সম্প্রতি জারি করা এক পরিপত্রের মাধ্যমে সরকার দেশের সব স্কুল ও কলেজ কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের জন্য সাঁতার শেখার ব্যবস্থা করতে বলেছে৷

সংবাদটি টুইটারে শেয়ার করেছেন অনেকেই৷

সরকারের এই উদ্যোগ প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন মশিউর আল এফ. রাব্বি৷

তিনটি অলিম্পিক সোনাজয়ী মার্কিন সাঁতারু নাথান অ্যাড্রিয়ানেরও নজরে পড়েছে খবরটি৷ টুইটারে সেটা শেয়ার করে তিনি লিখেছেন, ‘‘সাঁতার যে প্রাণ বাঁচাতে পারে, সবাই সেটা বুঝতে পারায় অনেক ভাল লাগছে৷''

সাঁতার শেখার প্রয়োজনীয়তা উপলব্ধি করে বছরখানেক আগেই টুইট করেছিলেন আবিদ চানপুরী৷

এদিকে, ইউনিসেফ, সিআইপিআরবি (সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ) সহ কয়েকটি সংস্থার উদ্যোগে ‘সুইমসেফ' নামে শিশুদের সাঁতার শেখানোর একটি প্রকল্প চলছে বাংলাদেশে৷ ইউনিসেফ টুইটারে প্রকল্পের দুটি ভিডিও শেয়ার করেছে৷

সুইমসেফ প্রকল্পের কাজ উৎসাহব্যাঞ্জক বলে মন্তব্য করেছেন ক্যানাডার অধ্যাপক স্টিভ বিয়ারম্যান৷

প্রকল্পের কাজে উৎসাহী হয়ে ব্রিটেনের একটি পরিবার প্রকল্পের জন্য তহবিল জোগাড় করতে উদ্যোগী হয়েছেন৷

এদিকে, শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বেই প্রতিবছর অনেক মানুষ পানিতে ডুবে মারা যায় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ