1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আপাতত ভ্যাকসিন বিদেশে পাঠাবে না ভারত

৪ জুন ২০২১

ভারত এখন নিজেই বিদেশ থেকে ভ্যাকসিন পাওয়ার চেষ্টা করছে। এই অবস্থায় বিদেশে টিকা পাাঠাবে না দিল্লি।

ভারত এখন ভ্যাকসিন বিদেশে পাঠাবে না। ছবি: Soumyabrata Roy/NurPhoto/picture alliance

বাংলাদেশ, নেপাল সহ প্রতিবেশী দেশগুলিকে এর আগে একদফা ভ্যাকসিন দিয়েছিল ভারত। কিন্তু তারপর আর ভ্যাকসিন পাঠানো হয়নি। এমনকী বাংলাদেশের সংস্থার সঙ্গে ভারতের সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন নিয়ে চুক্তি হওয়ার পরেও নয়।

এই অবস্থায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বৃহস্পতিবার জানিয়ে দিয়েছেন যে, ''ভারত আগে সাহায্যের হাত বাড়িয়েছিল। কিন্তু এখন সরকার বাইরে থেকে ভ্যাকসিনের উপযুক্ত সাপ্লাই পাওয়ার চেষ্টা করছে। এই অবস্থায় অন্য দেশে ভ্যাকসিন পাঠানো নিয়ে কথা বলা উচিত নয়। আমরা বারবার বলছি, আমরা আমাদের দেশে টিকাকরণ প্রোগ্রামের জন্য ভ্যাকসিনের সংখ্যা বাড়াবার চেষ্টা করছি।''

প্রশ্ন ছিল, বাংলাদেশে ১৫ লাখ মানুষ ভারতের প্রথম দফায় পাঠানো ভ্যাকসিন নিয়ে বসে আছেন। দুই তিন মাস হয়ে গেল, তারা পরবর্তী ডোজ নেয়ার জন্য অপেক্ষা করছেন। নেপালেও একই অবস্থা। ভারত কি এই সব দেশে ভ্যাকসিন পাঠাবে? এছাড়াও বিদেশে ভ্যাকসিন পাঠানো নিয়ে আরো কয়েকটা প্রশ্ন ছিল। তার জবাবে কোনো দেশের নাম না করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বুঝিয়ে দিয়েছেন, আপাতত দেশের মানুষের জন্য ভ্যাকসিন জোগাড়ের চেষ্টা করছে ভারত। বিদেশে ভ্যাকসিন পাঠানো সম্ভব নয়।

ভ্যাকসিন কূটনীতি: ভারত ও চীন

44:01

This browser does not support the video element.

মুখপাত্র জানিয়েছেন, ''সরকার করোনার টিকার পরিমাণ বাড়ানোর চেষ্টা করছে। উৎপাদনও বাড়াবার চেষ্টা হচ্ছে এবং বাইরে থেকে আনার চেষ্টাও চলছে। ফাইজার মডার্না ও জনসন অ্যান্ড জনসনের সঙ্গে কথা চলছে। মার্কিন প্রশাসনের সঙ্গেও ভ্যাকসিনের কাঁচামাল পাওয়া নিয়ে কথা হয়েছে।''

জিএইচ/এসজি (পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিক সম্মেলন)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ