1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আপাতত রেহাই

৭ মে ২০১২

হরতালে সচিবালয়ে বোমা হামলা এবং রাজধানীতে অগ্নিসংযোগ এবং গাড়ি ভাঙচুরের মামলায় ৭ দিনের জন্য গ্রেফতার ও পুলিশি হয়রানি থেকে রেহাই পেয়েছেন বিএনপিসহ ১৮ দলের শীর্ষ নেতারা৷

ছবি: Reuters

গত ২৯শে এপ্রিল বিরোধী দলের হরতাল চলাকালে সচিবালয়ে বোমা হামলা এবং রাজধানীতে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মোট দুটি মামলা হয়৷ মামলার পর পরই তারা আত্মগোপন করেন৷ সকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের একাংশ জামিন নিতে হাইকোর্টে যান৷ আর কিছু নেতা গতরাতেই হাইকোর্টে অবস্থান নেন৷

হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের বেঞ্চে বেলা ২টার পর জামিন আবেদনের শুনানি হয়৷ শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী তাদের আগাম জামিন দিয়ে স্থায়ী জামিনের জন্য সরকারের প্রতি রুল জারি করেন৷ কিন্তু আরেকজন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার জামিন না দিয়ে ৭ দিনের মধ্যে নিম্ন আদালতে হাজির হতে নির্দেশ দেশ৷ আদালত জানান, এই সময়ের মধ্যে তাদের গ্রেফতার বা হয়রানি করা যাবেনা৷ আদালতের এই বিভক্ত রায়ের কারণে এখন তৃতীয় বেঞ্চে জামিনের শুনানি হবে৷ কাল প্রধান বিচারপতি সেই বেঞ্চ নির্ধারণ করে দিতে পারেন বলে জানান বিএনপিসহ ১৮ দলের নেতাদের আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদ৷

এদিকে আদালতে নেতাদের জামিনের বিরোধিতা করেন অতিরিক্ত এটর্নি জেনারেল এম কে রহমান৷ তিনি বলেন, তাদের নিম্ন আদালতেই জামিনের জন্য যাওয়া উচিত৷ তবে আদালতের নির্দেশের ফলে তাদের আগামী ৭ দিন পুলিশ গ্রেফতার বা হয়রানি করতে পাবেনা বলে জানান তিনি৷

এদিকে গত রাত থেকেই হাইকোর্ট এলাকায় পুলিশ মোতায়েন করা হয়৷ কিন্তু তারমধ্যেই ১৮ দলের নেতাদের কেউ কেউ রাতেই ছদ্মবেশে হাইকোর্টে গিয়ে অবস্থান নেন৷ সকালে মির্জা ফখরুল ইসলাম ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা হাইকোর্টে প্রবেশ করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়৷ কিন্তু আগেই আদালত তাদের নির্বিঘ্নে হাইকোর্টে ঢুকতে দেয়ার নির্দেশ দেন৷ আইনজীবীরা হাইকোর্টের গেটে পুলিশকে আদালতের এই আদেশের কথা জানানোর পর পুলিশ রণে ভঙ্গ দেয়৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ