1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আপিল শুনানি ১৫ই মার্চ, ড. ইউনূসের দায়িত্ব পালন নিয়ে বিতর্ক

৯ মার্চ ২০১১

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অব্যাহতির আদেশের কার্যকারিতা স্থগিতের আপিল আবেদনের শুনানি হবে ১৫ই মার্চ৷ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি হবে৷

নোবেল বিজয়ী ড. ইউনূসছবি: AP

ড. ইউনূস আজ হাইকোর্ট এবং বাংলাদেশ ব্যাংকের আদেশের কার্যকারিতা স্থগিতের জন্য আপীল করেন৷ তবে শুনানির আগে পর্যন্ত ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করতে পারবেন কিনা, তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে৷

এই হাঁসি অম্লান থাকবে কি?ছবি: picture-alliance / dpa

ড. ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতির আদেশ দেয় বাংলাদেশ ব্যাংক ২রা মার্চ৷ পরদিনই তিনি এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন৷ হাইকোর্ট গতকাল বাংলাদেশ ব্যাংকের আদেশ বহাল রাখে ৷ সেই আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে তিনি আজ সুপ্রিম কোর্টের চেম্বার জজ সৈয়দ মাহমুদ হোসেনের আদালতে আবেদন করেন৷ আদালত আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেন আগামী ১৫ই মার্চ৷ শুনানি হবে আপিল বিভাগে৷ ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ দাবি করছেন, শুনানি না হওয়া পর্যন্ত তিনি গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে বহাল থাকবেন৷

তবে এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ড. ইউনূস আর গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পদে বহাল নেই৷ হাইকোর্টের আদেশে তা পরিষ্কার৷ আর চেম্বার জজও কোন স্থগিতাদেশ দেননি৷ এরপর ড. ইউনূস দায়িত্ব পালন করলে তা হবে বেআইনী৷

পরবর্তী শুনানী ১৫ই মার্চছবি: DW/Harun Ur Rashid Swapan

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, গ্রামীণ ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য শিগগিরই সার্চ কমিটি গঠন করা হবে৷

অন্যদিকে বাংলাদেশ ব্যাংক ক্ষুদ্রঋনের সুদ সর্বোচ্চ শতকরা ২৭ ভাগ নির্ধারণ করে দিয়েছে, যা আগামী জুন থেকে কার্যকর হবে৷ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান আজ ঢাকায় ক্ষুদ্রঋণ নিয়ে এক কর্মশালায় এ তথ্য জানিয়ে ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠানগুলোকে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেছেন পরিচালনা পর্ষদে শুধু উপকারভোগী নয়, ব্যাংকের বাইরে থেকেও বিশেষজ্ঞদের রাখতে হবে৷

হারুন উর রশীদ স্বপন

ডয়চে ভেলে , ঢাকা

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ