1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আপোশকামিতার অভিযোগে সু চির জবাব

১৮ এপ্রিল ২০১৩

রোহিঙ্গা প্রশ্নে বেশি কিছু না বলার ব্যাপারটি নিয়ে অং সান সু চি বলেছেন, মিয়ানমারে জাতীয় ঐক্যই তাঁর কাছে আসল, সে কারণেই নাকি কথা বলেন নিজের ঢংয়ে, কাউকে খুশি করাকে গুরুত্ব না দিয়ে৷

ছবি: Reuters

মিয়ানমারে যে ক'দিন পরপরই শুরু হয় বৌদ্ধদের সঙ্গে রোহিঙ্গা মুসলমানদের দাঙ্গা, শত শত রোহিঙ্গা ঘরছাড়া হন, প্রাণও যায় অনেকের – এ বিষয়ে নোবেল জয়ী সু চি যে একেবারে নীরব তা কিন্তু নয়৷ তবে যেটুকু বলেন এবং যা বলেন তা শান্তির পক্ষে দীর্ঘদিন লড়াই করা এক নেত্রীর সঙ্গে ঠিক মানানসই কিনা সন্দেহ৷ এ নিয়ে আগেও কথা হয়েছে৷ গত বছরের নভেম্বরে ভারত সফর করার সময় এক টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে দাঙ্গার জন্য বৌদ্ধ এবং রোহিঙ্গা দু'পক্ষেরই নিন্দা করেছিলেন৷ আরো জানিয়েছিলেন, দু'পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করতে চান বলেই নিরপেক্ষতা বজায় রাখতে চান৷ তখন তাঁর আরেকটি মন্তব্যের কারণে বাংলাদেশেও সমালোচনার ঝড় উঠেছিল৷ সেবার বলেছিলেন, ‘‘যাঁরা মিয়ানমারের বৈধ নাগরিক, তাঁদের পূর্ণ অধিকার পাওয়া উচিত৷ তবে কিছু মানুষ বাংলাদেশ সীমান্ত পেরিয়ে মিয়ানমারে এসেছে কিনা, এই প্রশ্নে বিরোধ রয়েছে৷ সীমান্তে নিরাপত্তার দিকটি দেখা বাংলাদেশ ও মিয়ানমার দু'দেশেরই দায়িত্ব৷ তাই যদি বেআইনি অনুপ্রবেশ ঘটে, তা বন্ধ করতে হবে৷''

মিয়ানমারে ক'দিন পরপরই শুরু হয় বৌদ্ধদের সঙ্গে রোহিঙ্গা মুসলমানদের দাঙ্গাছবি: Reuters

রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকের স্বীকৃতি মিয়ানমারের সংবিধানও দেয়নি৷ তাই সে দেশে সব সময়ই তাঁরা নিজভূমেও পরবাসী৷ তবু গণতন্ত্রের জন্য ১৫ বছর অন্তরিন থাকা সু চির কাছে তাঁদের আশা তিনি নির্যাতিত সংখ্যালঘুদের প্রতি সুবিচারের দাবিতে, তাঁদের বৌদ্ধদের পাশে সম্মানজনক এবং শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিত করতে সোচ্চার হবেন৷ কিন্তু সে আশার গুড়ে আবারও পড়ল বালি৷ এ সপ্তাহে জাপান সফর করছেন সু চি৷ তার আগে নতুন করে শুরু হয়েছে রোহিঙ্গাদের ব্যাপারে তাঁর ‘আপোশকামী রাজনীতি'-র সমালোচনা৷ ক্রিস লেওয়া সেই সমালোচকদের একজন৷ ব্যাংকক ভিত্তিক বেসরকারি সংস্থা ‘দ্য আরাকান প্রজেক্ট'-এর পরিচালক লেওয়া মনে করেন মিয়ানমারের সংখ্যালঘুদের অবশ্যই রক্ষা করা উচিত, এ ব্যাপারে বেশি ভূমিকা রাখার প্রত্যাশা সু চির কাছেই বেশি, অথচ রোহিঙ্গাদের হতাশ করে তিনি এখনো আইন-কানুন মনে করিয়ে দেয়া ছাড়া বিশেষ কিছু বলছেন না৷

সু চির বুধবারের বক্তব্যেও নতুন কিছু পাওয়া যায়নি৷ বারবার একই বিষয় তোলা হচ্ছে বলে মৃদু অসন্তোষ প্রকাশ করে তিনি বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে তিনি বরাবরই নিজের মনোভাবের কথা সবাইকে জানিয়ে আসছেন৷ মনোভাবটা কী? তাঁর মোদ্দা কথা হলো, ‘‘মুসলিম নেতাদের সঙ্গে অনেকবার কথা হয়েছে আমার৷ তাঁদের জন্য আমার কষ্ট হয়৷ (রোহিঙ্গা) মুসলমানরা কখনোই মিয়ানমার ছাড়া অন্য কোনো দেশকে নিজের দেশ ভাবেননি৷ তাঁরা অন্য কোনো দেশের হতে পারেন এটা তাঁদের অনুভূতিতেই নেই৷ আরো কষ্টের ব্যাপার হলো তাঁদের এ কথা ভাবতে বাধ্য করা যে এ দেশ তাঁদের নয়৷ সবার প্রতি যথাযোগ্য সম্মান রেখেই বলছি, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক কিনা, এটা কিন্তু নির্ভর করছে দেশের প্রচলিত নাগরিক আইনের শর্তগুলো তাঁরা কতটা পূরণ করছেন তার ওপর৷''

অর্থাৎ, প্রকারান্তরে অং সান সুচি কিন্তু ‘রোহিঙ্গা মুসলমানরা মিয়ানমারের নাগরিক নন' – এই ধারণাকে খানিকটা ভিত্তিই দিয়ে দিলেন!

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ