1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানদের আশ্রয় দেয়ার অনুরোধে বাংলাদেশের ‘না’

১৭ আগস্ট ২০২১

ক্ষমতার পালাবদলে দেশ থেকে পালাতে উন্মুখ আফগানরা৷ তাদের আশ্রয় দিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অনুরোধ করেছিল৷ রোহিঙ্গাদের নিয়ে ঝামেলায় থাকায় সে অনুরোধ ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ৷

ফাইল ছবিছবি: REUTERS

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে ‘কষ্টে’ থাকায় সরকার এমন অবস্থান নিয়েছে৷

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু দেশ, তারা আমাদের কাছে অনুরোধ করেছিল, আমরা না করেছি৷ আমরা বলেছি, রোহিঙ্গাদের নিয়ে অনেক কষ্টের মধ্যে আছি, আমাদের আর ঝামেলার ফেলবেন না৷’’ ওয়াশিংটন ও ঢাকার কূটনৈতিক মাধ্যমে এই অনুরোধ এসেছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী৷

দুই দশক পর গোঁড়া ইসলামী দল তালেবান আফগানিস্তানের দখল নিয়েছে৷ দেশটির অধিকাংশ এলাকা এখন তালেবানের নিয়ন্ত্রণে৷ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর অভিযানে উৎখাত হওয়া তালেবান যুক্তরাষ্ট্রের সৈন্যরা আফগানিস্তান ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার ফিরে এসেছে৷

তালেবান শরিয়া আইন জারির করে আবার নিপীড়ন চালানোর আশঙ্কায় আফগানদের অনেকে দেশ ছেড়ে পালাতে চাইছেন৷ কাবুল বিমানবন্দর এখন এমন মানুষের ভিড়ে লোকারণ্য হয়ে উঠেছে৷ পালাতে চাওয়া আফগানরা ভিড় জমিয়েছে পাকিস্তান সীমান্তেও৷ 

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ