1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিআফগানিস্তান

আফগানদের দেশে ফিরতে বাধ্য করছে ইরান

১৪ নভেম্বর ২০২১

ইরানে আশ্রয় নেয়া আফগানদের দেশে ফিরতে বাধ্য করা হচ্ছে বলে প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন ত্রাণ সংস্থার কর্মীরা জানিয়েছেন৷ গতমাসের শেষ সপ্তাহে ২৮ হাজারের বেশি আফগানকে দেশে ফেরত পাঠিয়েছে ইরান৷

আফগান শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে ইরান (ফাইল ফটো)ছবি: ISNA

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম বলছে, এ বছর ১০ লাখের বেশি আফগানকে ইরান থেকে দেশে পাঠানো হয়েছে৷ অক্টোবরের ২১ থেকে ২৭ তারিখের মধ্যে ২৮ হাজার ১১৫ জন আফগান দেশে ফিরেছেন বলে জানিয়েছে তারা৷

আগস্টের মাঝামাঝি তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর আন্তর্জাতিক সংস্থাগুলো সে দেশে ঠিকমতো কাজ করতে পারছে না৷ ফলে আফগানিস্তানে দুর্ভিক্ষের পরিস্থিতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে৷ এই অবস্থায় আরও আফগান দেশে ফেরায় উদ্বেগ প্রকাশ করেছেন ত্রাণকর্মীরা৷ 

জাতিসংঘে ইরানের দূত মজিদ তাখত গতমাসে বলেছিলেন, নতুন কোনো আন্তর্জাতিক সহায়তা ছাড়াই তারা আফগান শরণার্থীদের দেখাশোনা করছেন৷ ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ভাহিদি গতমাসে ইরানে আর না যেতে আফগানদের প্রতি আহ্বান জানিয়েছিলেন৷ কারণ হিসেবে তিনি ‘ধারণক্ষমতা সীমিত' বলে জানিয়েছিলেন৷

ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে দেশটির অর্থনৈতিক অবস্থা সংকটে আছে৷ এই অবস্থায় আফগানদের দেখাশোনা করা ইরানের জন্য কঠিন হয়ে পড়েছে৷

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর বলছে, ২০২০ সালে ইরান ৩৪ লাখের বেশি আফগানকে আশ্রয় দিয়েছে৷ এর মধ্যে শরণার্থীর সংখ্যা প্রায় আট লাখ৷ এছাড়া ২০ লাখের বেশি আফগান অভিবাসী ছিল যাদের তথ্য নথিভুক্ত করা নেই৷ 

তালেবানের সাংবাদিক নির্যাতন

02:10

This browser does not support the video element.

বার্তা সংস্থা এএফপি ইরান-আফগানিস্তান সীমান্ত ও নিকটবর্তী হেরাত শহরে ইরান থেকে ফেরা ২০ জন আফগান নাগরিকের সঙ্গে কথা বলেছে৷ তারা অভিযোগ করেছে, যাদের দেশে ফেরার টাকা নেই তাদের বিভিন্ন কেন্দ্রে আটক করে রাখে ইরানি কর্তৃপক্ষ৷ অনেকসময় মারধর করা হয় বলেও তারা অভিযোগ করেছে৷ এছাড়া আটক কেন্দ্রের খারাপ অবস্থার ছবি যেন কেউ তুলতে না পারে সেজন্য মোবাইলও নিয়ে নেয়ার অভিযোগ করেছেন কেউ কেউ৷ তবে এসব অভিযোগের বিষয়ে নিশ্চিত হতে পারেনি এএফপি৷ জাতিসংঘের সংস্থাগুলোও এ ব্যাপারে মন্তব্য করতে চায়নি৷

জেডএইচ/কেএম (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ